ক পৃষ্ঠা ৭৬
- Bengali Word কুঠরি , কুঠারি , কুঠুরি , কোঠরি English definition [কুঠ্রি, কোঠারি, কোঠুরি, কোঠরি] (বিশেষ্য) ১ কামরা; খোপ; প্রকোষ্ঠ; কক্ষ (এই কারণেই মানুষের ঘর …… নানা কুঠরিতে ভাগ করা থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ছোট ঘর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ>(প্রাকৃত) কোট্ঠ>কুঠ+(বাংলা) উরি; আরি, (তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ>কোঠ+বি}
- Bengali Word কুঠার , কুঠারী English definition [কুঠার, রি] (বিশেষ্য) ১ কুড়াল; কাষ্ঠছেদক অস্ত্র। ২ টাঙ্গি; পরশু। ৩ বাইস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঠ্+√ঋ+অ(অণ্), +ঈ}
- Bengali Word কুঠারি English definition ⇒ কুঠরি
- Bengali Word কুঠারিকা English definition [কুঠারিকা] (বিশেষ্য) ক্ষুদ্র অস্ত্রোপচারের যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঠার+ক(কন্)+আ}
- Bengali Word কুঠি , কোঠা English definition [কুঠি, কোঠা] (বিশেষ্য) ১ ইষ্টকনির্মিত গৃহ; অট্টালিকা। ২ বাংলো; বাড়ি; গৃহ; আবাস (সাহেচের কুঠি)। ৩ বাণিজ্যালয়; ব্যবসায়ীর কার্যালয়; পণ্যশালা (নীলকুঠি)। কুঠিয়াল, কুঠেল (বিশেষ্য) কুঠির কর্তা মালিক বা অধ্যক্ষ। ২ কুঠিতে কার্যরত লোক (এ-দিকে বাজে দর্শকের মধ্যে দুএকজন কুটেল চোরা-গোপ্তা মাচ্চেন-কালীপসন্ন সিংহ)। ৩ বণিক; সওদাগর (তাঁর টাকা তাঁর কড়ি তাঁরি লোকজন। মাঝে থেকে লুটে খায় কুঠেল…-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠিকা>কোট্ঠিআ>কোঠি, কুঠি}
- Bengali Word কুণপ English definition [কুনোপ্] বেধনাস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্+অপ(কপন্)}
- Bengali Word কুণাল English definition [কুনাল] (বিশেষ্য) সম্রাট অশোকের জ্যেষ্ঠপুত্র (কুণাল কি পড়ল ধরা ঐ চাঁদমুখে-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্+আল}
- Bengali Word কুণি (মধ্যযুগীয় বাংলা), কুনি English definition [কুনি] (বিশেষ্য) হাতের কনুই (কীল কনি কুঞ্জরে কুপিয়া মারে যেন-ঘনরাম চক্রবর্তী)। কুণিমারা (ক্রিয়া) কনুই দ্বারা প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কফোণি>কহোণি>কোহণি>কোণ্নি>কুণি (স্বরসাম্যে)}
- Bengali Word কুণো English definition ⇒ কুনো
- Bengali Word কুণ্ড ১ English definition [কুন্ডো] (বিশেষ্য) জারজ সন্তান; সধবা স্ত্রীর উপপতিজাত সন্তান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুন্ঠ্+অ}
- Bengali Word কুণ্ড ২ English definition [কুন্ডো] (বিশেষ্য) ১ গর্ত; গহবর (নাভিকুণ্ড)। ২ তীর্থ; জলাশয় (সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আগুন, পানি প্রভৃতি রাখার গর্ত (কুণ্ড কাটিয়াছি মাসী তোমার মন্দিরে-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৪ পাত্র; ভাণ্ড; আধার (ঘৃতকুণ্ড)। ৫ চৌবাচ্চা; জলাধার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুণ্ড্+অ(ঘঞ্)}
- Bengali Word কুণ্ডল English definition [কুন্ডল] (বিশেষ্য) ১ কর্ণভূষণ; কানের অলঙ্কার (ঋকসাম তোমার কুণ্ডল কানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বলয়। ৩ বলয়াকৃতি অলঙ্কার বা বস্তু; পায়ের মল; বেড়ি। ৪ সমূহ। কুণ্ডলিত (বিশেষণ) ১ বলয়াকার; গোলাকার। ২ কুণ্ডলাকারে অবস্থিত বা আবর্তিত। ৩ কুণ্ডলীকৃত। কুণ্ডলায়িত (বিশেষণ) কুণ্ডলের আকারে পাকানো; কুণ্ডলীকৃত (বহু কুণ্ডলায়িত বৃহৎ আলবোলা লইয়া- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুন্ড্+অল(কলচ্), + ইত}
- Bengali Word কুণ্ডলিনী English definition [কুন্ডোলিনি] (বিশেষ্য) তন্ত্রশাস্ত্রানুসারে অর্থাৎ তান্ত্রিক পরিভাষায় জীবের মূল প্রেরণা-শক্তির নাম। পতঞ্জলি প্রমুখ ঋষি কর্তৃক প্রদত্ত জীবের ‘মূলাশক্তি’র বা ‘আদ্যাশক্তি’র সংজ্ঞা। কুলকুণ্ডলিনী মুলাধারস্থ সপীতুল্য শক্তি-বিশেষ। তন্ত্রমতে মুলাধারস্থ পদ্মমৃণাল মধ্যবর্তী সূক্ষ্ম তন্তুবৎ প্রকাশমানাও মূলাধারে শঙ্খাবর্তবৎ বিদ্যুৎপ্রভ মধুর অস্ফুট কুজনকারিণী নিঃশ্বাস-প্রশ্বাসরূপে বিরাজিত জীবগণের জীবনদায়িনী শক্তি। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কুণ্ডল+ইন্+ঈ}
- Bengali Word কুণ্ডলী English definition [কুন্ডোলি] (বিশেষ্য), (বিশেষণ) ১ যার কুণ্ডল আছে; কুণ্ডলধারী। ২ কুণ্ডলাকারে পাকানো বা গুটানো বস্তু। কুণ্ডলীকৃত (বিশেষণ) গুটানো হয়েছে এমন। কুণ্ডলী পাকানো (ক্রিয়া) অঙ্গকে পেঁচিয়ে কুণ্ডলে পরিণত করা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুণ্ডল+ইন্}
- Bengali Word কুণ্ডা English definition [কুন্ডা] (বিশেষ্য) লোহার কড়া; সিন্দুক বা দরজা বন্ধ করার জন্য ব্যবহৃত কড়ার নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুণ্ডল> (বাংলা) কুণ্ড+(বাংলা) আ}
- Bengali Word কুণ্ডু English definition [কুন্ডু] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায় বিশেষের উপাধি (হরিচরণ কুণ্ডু)। {কুণ্ড+উ}
- Bengali Word কুত ১ English definition [কুত্] (বিশেষ্য) আনুমানিক পরিমাণ; আন্দাজি হিসাব। কুতকাত (বিশেষ্য) ‘কুত’ (ঠাউকা গণনা) শব্দের দ্বিরুক্তি; আনুমানিক পরিমাণ নির্ণয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) আকুত (অভিপ্রায়, আগ্রহ)>কুত(প্রথম ১আ’-বর্ণের লোপে>}
- Bengali Word কুত ২ English definition [কুত্] (বিশেষ্য) নৌকাদিতে বাহিয়া মালপত্রের উপর শুল্ক। কুতঘাট (বিশেষ্য) নদীর যে স্থানে নৌকাস্থিত মালপত্রের পরিমাণ স্থির করে শুল্ক আদায় করা হয় (ষোলশত কুতঘাট মোর মহাদান-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) আকুত>কুত (ঠাউকা গণনা)}
- Bengali Word কুতঘাট English definition ⇒ কুত২
- Bengali Word কুতর্ক English definition [কুতর্কো] (বিশেষ্য) যুক্তিহীন তর্ক; বাজে তর্ক; কুতার্কিক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+তর্ক; (তৎপুরুষ সমাস); (কর্মধারয় সমাস)}