• Bengali Word কুৎসিত , কুচ্ছিত English definition [কুত্‌সিত্‌, কুচ্‌ছিত্‌] (বিশেষণ) ১ বিশ্রী; কদাকার; কুরূপ (গণিয়া পড়িয়া নাম রাখিল এজিদ। দেখিত সুন্দর হৈল করণী কুচ্ছিত- হেয়াত মাহমুদ)। ২ কদর্য; জঘন্য (ভবতোষ গলার আওয়াজকে কুৎসিত করে তুললো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ অশ্লীল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুৎসা+ইত}