ক পৃষ্ঠা ৭৪
- Bengali Word কুজ English definition [কুজ্] (বিশেষ্য) মঙ্গলবার; মঙ্গল গ্রহ (শনি কুজ বারেতে করিহ মোর জাত। গুজরাট নাগরেতে হইবে তুমি নাথ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√জন্+অ(ড)}
- Bengali Word কুজন ১ English definition [কুজন্] (বিশেষ্য) খারাপ লোক; দুষ্ট ব্যক্তি। কুজনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মন্দ নারী (কুটিল কুজনী নারী পরের অঞ্চল ধরি স্বর্গে যাইবারে মনে ভায়-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+জন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুজন ২ English definition [কুজন্] (বিশেষ্য) কলরব; চেঁচামেচি; চিৎকার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুজ্+অন}
- Bengali Word কুজা ১ ,কুজো, কুঁজা, কুঁজো English definition [কুজা, কুজো, কুঁজা, কুঁজো] (বিশেষ্য) সুরাহি; মৃম্ময় বা মাটির জলপাত্র বিশেষ; জগ। {(ফারসি) কুজাহ্}
- Bengali Word কুজ্ ঝটিকা , কুজ্ ঝটি English definition [কুজ্ঝোটিকা, কুজ্ঝোটি] কুহেলিকা; কুয়াশা (কুজ্ঝটিকা কুটিল নভে বুলায় তুলি রঙ্গিলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√ঝট্+ই(ইন্)+ ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word কুজড়া , কুজড়ো English definition ⇒ কুঁজড়া
- Bengali Word কুঞ্চন English definition [কুন্চন্] (বিশেষ্য) ১ সংকোচন; কোঁকড়ানো; কোঁচকানো। ২ বক্রীকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্+অন(ল্যুট্)}
- Bengali Word কুঞ্চি , কুঞ্চী English definition [কুন্চি] (বিশেষ্য) ১ পরিমাণবিশেষ; আট মুষ্টিতে এক কুঞ্চি। ২ মাপিবার পাত্রবিশেষ; খুঁচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্+ই}
- Bengali Word কুঞ্চিকা English definition [কুন্চিকা] (বিশেষ্য) ১ গুঞ্জা ফল; কুঁচ। ২ চাবি। ৩ নির্ঘন্ট; সূচি। ৪ ইঞ্চি। ৫ কুঁচে মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্+অক(ণ্বুল্)+আ(টাপ্)}
- Bengali Word কুঞ্চিত English definition [কুন্চিতো] (বিশেষণ) ১ কোঁকড়া; বক্রীকৃত; কোঁচকানো। ২ সংকুচিত। ৩ ভ্রূর লোমের সংকোচনের জন্য চক্ষু তারকার অল্প মগ্ন অবস্থা (তাঁহার কুঞ্চিত ভ্রূ ক্ষীণ দৃষ্টি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্+ত(ক্ত)}
- Bengali Word কুঞ্চী English definition ⇒ কুঞ্চি
- Bengali Word কুঞ্জ ১ English definition [কুন্জো] (বিশেষ্য) ১ লতাপাতায় আচ্ছাদিত গৃহাকার স্থান; উপবন (কুঞ্জ-কানন)। ২ বৈষ্ণবদের তপোবন বা আশ্রম। কুঞ্জকানন, কুঞ্জবন (বিশেষ্য) কুঞ্জময় কানন বা বন; যে কাননে লতা-পাতায় আচ্ছাদিত গৃহাকার স্থান বিদ্যমান (নানা রকম ফুলপাতায় সুসজ্জিত অপরূপ কুঞ্জকানন ছিল-সৈয়দ মুর্তাজা আলী)। কুঞ্জবাটিকা, কঞ্জবাটী (বিশেষ্য) ১ বাগানবাড়ি। ২ বৈষ্ণবদের সাধনাশ্রম; রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত ভজনালয়। কুঞ্জভঙ্গ (বিশেষ্য) ১ কুঞ্জে নিদ্রিত রাধাকৃষ্ণের নিদ্রাভঙ্গের সঙ্গীত। ২ কীর্তন গানের একটি পালা। কুঞ্জলতা (বিশেষ্য) কুঞ্জ নির্মাণকারী পুষ্পলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুঞ্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word কুঞ্জ ২ English definition [কুন্জো] (বিশেষ্য) বস্ত্রাদির কোণে বা আঁচলায় ফুল ও লতাপাতার নকশা; কলকা। কুঞ্জদার (বিশেষণ) কলকাযুক্ত; নকশা-করা; আঁচলে ফুল তোলা হয়েছে এমন (কুঞ্জদার শাড়ি)। {(ফারসি) কুঞ্জ}
- Bengali Word কুঞ্জর English definition [কুন্জর্] (বিশেষ্য) ১ হাতি; হস্তী; করী (উভয়ে ভীষণ বেগে যুঝিতে লাগিলা উন্মত্ত কুঞ্জর প্রায়-কায়কোবাদ)। ২ (অন্য শব্দের পরে বসলে) শ্রেষ্ঠ (নর-কুঞ্জর, বীর-কুঞ্জর)। কুঞ্জরা, কুঞ্জরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্জ্+র}
- Bengali Word কুঞ্জি , কুঁজি English definition [কুন্জি. কুঁজি] (বিশেষ্য) চাবি (হিরার কুলুপ দিল মাণিক্যের কুঞ্জি-সৈয়দ আলাওল)। কুঞ্জিকাটি, কুঞ্জিকাঠি (বিশেষ্য) চাবি (নারী সব দিতে পারে, কিন্তু তার মনের গোপন মঞ্জুষার কুঞ্জিকাটি যেন কিছুতেই দিতে চায় না-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা> কুংজিআ>কুঁজি, কুঞ্জি; (হিন্দী) কুংজী}
- Bengali Word কুট ১ English definition [কুট্] (বিশেষ্য) ১ কেল্লা; দুর্গ; গড়। ২ পর্বত; পর্বতশৃঙ্গ। ৩ বৃক্ষ। কুটজ, কূটজ (বিশেষ্য) ১ কুড়াচি বৃক্ষ; গিরিমল্লিকা ফুলের গাছ। ২ অগস্ত্য। ৩ দ্রোণাচার্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কুট্+অ(ক)}
- Bengali Word কুট ২ English definition [কুট্] (বিশেষ্য) কীট পতঙ্গাদির দংশনের শব্দ (ভন করে সেইখানে গিয়ে কুট করে কামড়ায়-দীনবন্ধু মিত্র)। কুটকুট (বিশেষ্য) ঈষৎ দংশনের মতো অস্বস্তিকর বোধ; কর্কশ স্পর্শবোধ; চুলকানির ভাব বোধ (কচুতে গলা কুটকুট করছে)। কুটকুটানি, কুটকুটুনি (বিশেষ্য) কামড়ানি; চুলকানি; কণ্ডূয়ন প্রবৃত্তি। কুটকুটে (বিশেষণ) ১ চুলকানি বা কামড়ানির ভাব জন্মায় এমন (কুটকুটে ওল)। ২ কেবল দংশন ছাড়া আর কিছুই জানে না এমন (ক্ষুদ্রবুদ্ধি সমালোচক কুটকুটে মাছি-দীনবন্ধু মিত্র)। {ধ্বন্যাত্মক; কুটুস (ছেদনে, তা থেকে দংশনে)> কুট-দংশনের প্রকারভেদ; সরু দাঁতের কামড়ে ‘কুট্’; মোটা দাঁতের শক্ত কামড়ে ‘কট্’; কামড় তীব্রতর হলে ‘কটাস’ বা কটাৎ; তার চেয়ে ছোট ও কম তীব্র হলে ‘কুটুস’, বা ‘কুটুৎ’ শব্দ হয়}
- Bengali Word কুট ৩ , কুঠ , কুড় English definition [কুট্, কুঠ্, কুড়] (বিশেষ্য) কুষ্ঠরোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুষ্ঠ>(পালি) (প্রাকৃত) কুট্ঠ>}
- Bengali Word কুটনা , কুটনো , কোটনা English definition [কুট্না, কুট্নো, কোট্না] (বিশেষ্য) ১ রান্নার উপযোগী করে কাটা তরকারি। ২ কাটার তরকারি। কুটনাকোটা (ক্রিয়া) রান্নার জন্য খণ্ড খণ্ড করে তরকারি কাটা। (রানু রান্নাঘরে রাঁধে, কুটনো কোটে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্+অন}
- Bengali Word কুটনি , কুটিনী , কোটনী English definition [কুট্নি, কুটিনি, কোট্নি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নারীপুরুষের অবৈধ মিলনে সাহায্যকারিণী; নায়ক ও নায়িকার অবৈধ মিলনকারিণী দূতী (কুটনী গস্তানী বড় যে মস্তানী উভে উভে দিব শূলে-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ যে স্ত্রীলোক কান ভাঙানি দিয়ে বিবাদ লাগায়; যে স্ত্রীলোক একের কথা অন্যকে বলে বা চালান করে। কুটনিগিরি, কুটনিপনা (বিশেষ্য) নারী পুরুষের অবৈধ মিলনে সাহায্যকারিণী দূতীর দৌত্যকার্য; কুটনির আচরণ বা ব্যবসায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্টনী}