ক পৃষ্ঠা ৭৫
- Bengali Word কুটা , কুটো , কুটি English definition [কুটা, কুটো, কুটি] (বিশেষ্য) ১ খড়; তৃণ ইত্যাদির ক্ষুদ্রাংশ; কুচি (তৃণ-কুটোর পরেও ওগো পড়ে রবির প্রভাতী কর-(কাজী নজরুল ইসলাম))। ২ কণা (চোখে কুটি পড়া)। কুটাকাটা, কুটোকাটা (বিশেষ্য) খড় তৃণলতা পাতা ইত্যাদির টুকরো (রিদয় দু’বোঝা শুকনো কুটোকাটা হাঁসের পিঠে দিয়ে চেপে বসল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দাঁতে কুটা নেওয়া (ক্রিয়া) অত্যাধিক বিনয় প্রকাশ করা; একান্ত হীনতা ও বশ্যতা স্বীকার করা (শিবের কিঙ্কর বলি কুটা নিল দাঁতে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্>, (হিন্দী) কুটী}
- Bengali Word কুটান , কুটানো English definition ⇒ কোটা১
- Bengali Word কুটি English definition [কুটি]⇒কুটা। কুটি কুটা (বিশেষ্য) ক্ষুদ্র টুকরো বা কুচি (চোখে একটা কুটি পড়ে কষ্ট দিচ্ছে; এক কুটি জিনিসও আমি পেলাম না)। ২ ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা বা কুচি (সে করিছে কুটি কুটি নখেতে ধরি-রবীন্দ্রনাথ ঠাকুর)। কুটি কুটা করা (ক্রিয়া ) কেটে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্+ই}
- Bengali Word কুটি (অপ.) English definition [কুটি] (বিশেষ্য) কোটি (মুদ্রা আছে লক্ষকুটি-মীনচেতন)। □ (বিশেষণ) কোটি সংখ্যক (কুটীশ্বর-দ্বিজ বংশীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কোটি>}
- Bengali Word কুটিকুটি ২ English definition [কুটিকুটি] (বিশেষ্য) টুকরা-টুকরা; আহ্লাদে আটখানা (উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটিকুটি-(জসীমউদ্ দীন))। {কুটি+কুটি}
- Bengali Word কুটিনী English definition ⇒ কুটনী
- Bengali Word কুটির , কুটীর English definition [কুটির্] (বিশেষ্য) কুঁড়েঘর; দরিদ্রের অতি ক্ষুদ্রগৃহ। কুটির শিল্প (বিশেষ্য) গৃহে উৎপন্ন (কারখানায় জাত নয় এ ধরনের) শিল্পদ্রব্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্+ইর(ইরন্)}
- Bengali Word কুটিল English definition [কুটিল্] (বিশেষণ) ১ অসরল; বক্র; ঋজু বা সোজা নয় এমন (কুজ্ঝটিকা কুটিল নভে বুলায় তুলি রঙ্গিলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ক্রূর; শঠ; কপট। ৩ কুট; জটিল (কুটিল প্রশ্ন)। কুটিলতা, কৌটিল্য বি। কুটিল আবর্ত (বিশেষ্য) ঘুর্ণিপাক। কুটিলচিত্ত (বিশেষণ) মন সরল নয় এমন; ক্রূরচিত্ত; অসরল। কুটিলচিত্তা (স্ত্রীলিঙ্গ)। কুটিলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ অসরলা; বক্রা। ২ ক্রূরা; ধূর্তা। ৩ রাধিকার ননদ ও আয়ানের ভগিনী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্+ইল(ইলচ্)}
- Bengali Word কুটুজ ১ English definition ⇒ কুট
- Bengali Word কুটুজ ২ English definition ⇒ কূটজ২
- Bengali Word কুটুম ১ English definition ⇒ কুটুম্ব
- Bengali Word কুটুম ২ English definition [কুটুম্] (বিশেষ্য) একপ্রকার ছোট পাখি যে কুটুম কুটুম ডাকে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কুটুম্ব , কুটুম English definition [কুটুম্বো, কুটুম] (বিশেষ্য) ১ আত্মীয়; জ্ঞাতি; স্বগোত্রজ ব্যক্তি (সারা বাড়ি আত্মীয় কুটুম্বে ভরা-রাজিয়া খান)। ২ পরিবার পরিজন; পোষ্যবর্গ। ৩ যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ ঘটেছে(বিয়ের কুটুম এসেছে আজ সাজুর মায়ের বাড়ি-(জসীমউদ্ দীন))। কুটুম্বিতা (বিশেষ্য) ১ আত্মীয়তা। ২ বৈবাহিক সম্বন্ধ ও তন্নিমিত্ত প্রীতিপূর্ণ আদান প্রদান; কুটুম্বসুলভ আদর আপ্যায়ন বা লৌকিকতা (সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। কুটুম্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কুটুম্ববিশিষ্ট। □ (বিশেষ্য) গৃহকর্ত্রী; কুলনারী; পতিপুত্রাদি বিশিষ্টা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রীকুটুম; কুটুম্ব পক্ষের স্ত্রীলোক (কুটুম্ব কামিনী যত কুটুম্বিনী। করিতে লাগিল উমা দেহ প্রসাধনী-রঙ্গলাল সেন)। কুটুম্বী (-ম্বিন্) (বিশেষ্য) গৃহস্থ। □ (বিশেষণ) কুটুম্ববিশিষ্ট; পোষ্য পরিবৃত। ঘরকুটুম (বিশেষ্য) (বিদ্রূপাত্মক) শালা বা সম্বন্ধী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুটুম্ব > (বাংলা ) কুটুম}
- Bengali Word কুটুর English definition [কুটুর্] (অব্যয়) ইঁদুর প্রভৃতির দন্ত দ্বারা কাষ্ঠাদি কাটার শব্দ; ‘কুট’-এর চেয়ে হালকা শব্দ। কুটুরে (বিশেষণ ) দন্তাদি দ্বারা কাষ্ঠাদি কাটার স্বভাববিশিষ্ট (ঝাউ গাছে কুটুরে প্যাঁচা কাঁচি চালায় কচর কচর-অবনীন্দ্রনাথ ঠাকুর )। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কুটো English definition ⇒ কুটা
- Bengali Word কুট্টন English definition [কট্টন] (বিশেষ্য) ১ খনন। ২ ছেদন। ৩ পিষ্টকরণ; ছেচন। ৪ দূষণ; নিন্দাকরণ; গালি দেওয়া। কুট্টিত বিণ। কুট্টনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দূতী; নারী পুরুষের অবৈধ মিলনে সাহায্য কারিণী; কুটনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট+অন(ল্যুট্)}
- Bengali Word কুট্টমিত English definition [কুট্টোমিতো] (বিশেষ্য) নায়িকার বিলাস বিশেষ; নায়কের আচরণে আনন্দিত হলেও নায়িকার কপট বিরূপতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট+অম+ইত}
- Bengali Word কুট্টিম English definition [কুট্টিম্] (বিশেষ্য) ১ পাকা মেঝে; চাতাল (গৃহ -কুট্টিম)। ২ রত্ন-খনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট+ইম(ইমচ্)}
- Bengali Word কুট্মাল , কুড্মাল English definition [কুট্মল্, কুড্মল] (বিশেষ্য) মুকুল; কলিকা; ফুলের কুঁড়ি। কুট্মালিত (বিশেষণ) মুকুলিত; কলিকাবিশিষ্ট। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্, √কুড্+মল}
- Bengali Word কুঠ English definition [কুঠ] (বিশেষ্য) কুষ্ঠ রোগ; leprosy (যদি মারি তো আমার হাতে যেন কুষ্ঠ হয়; পোকা হয়-(কাজী নজরুল ইসলাম))। কুঠিয়া, কুঠে (বিশেষণ) কুষ্ঠরোগী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুষ্ঠ> (পালি) প্র. কুট্ঠ>কুঠ, +ইয়া>এ}