- Bengali Word কুৎসা , কুচ্ছা English definition [কুত্শা, কুচ্ছা] (বিশেষ্য) নিন্দা; দোষ কীর্তন; কলঙ্ক রটনা (তবে ভয় হয় এই বয়সে আমারই বা কি কুচ্ছা রচায়-মীর মশাররফ হোসেন)।
কুৎসন (বিশেষ্য) নিন্দাকরণ; নিন্দন।
কুৎসাকারী(-রিন্) ( বিশেষ্য) নিন্দক; নিন্দাকারী; দোষ কীর্তনকারী।
কুৎস্য (বিশেষণ) নিন্দা বা অপবাদের যোগ্য; নিন্দার্হ (নহ চির-অপরাধী করুণা-ভিখারী অভাগী অধম কুৎস্য-গোলাম মোস্তফা)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কুৎস্+অ+আ(টাপ্)=কুৎসা>কুচ্ছা (যেমন ‘মহোৎসব’>মোচ্ছব)}