- Bengali Word কুঁচি ১ , কুঁচা English definition [কুঁচি, কুঁচা] (বিশেষ্য) ১ শূকর ইত্যাদি পশুর মোটা লোম।
২ মুড়া ঝাঁটা; চাল মুড়ি ইত্যাদি ভাজার ছোটো ঝাঁটা।
৩ বুরুশ।
৪ অতি ক্ষুদ্র খণ্ড; কুটি বা কুটা।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কুর্চ>( প্রাকৃত) কুচ্চ> (বাংলা) কুঁচি, কুঁচা}
- Bengali Word কুঁচি ২ English definition ⇒ কুচা
- Bengali Word কুঁচিয়া , কুঁচে English definition [কুঁচিয়া, কুঁচে] (বিশেষ্য) সর্পাকৃতি মাছ বিশেষ।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা>(প্রাকৃত) কুংচিআ কুঁচিয়া>কুঁচে}