• Bengali Word কুঁজ English definition [কুঁজ্‌] (বিশেষ্য) পিঠের অস্বাভাবিক বক্রতা বা স্ফীতি। কুঁজা, কুঁজো (বিশেষণ) (বিশেষ্য ) যার পিঠ বাঁকা বা ফোলা (পিঠ একটু কুঁজা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) সুরাহি; পানি পাত্রবিশেষ। কুঁজী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুব্জ> পা., (প্রাকৃত) কুজ্জ>কুঁজ; (ফারসি) কুজা কোজ}