ক পৃষ্ঠা ৬২
- Bengali Word কালিয় , কালীয় English definition [কালিয়ো] (বিশেষ্য) হিন্দু পুরাণ মতে ভয়ঙ্কর সর্প যাকে কৃষ্ণ দমন করেছিলেন; ভাগবতে বর্ণিত যমুনা গর্ভস্থ নাগবিশেষ। কালিয় দমন (বিশেষ্য) ১ কালিয় নামক ভয়ঙ্কর নাগের দমন বা শাসন। ২ কৃষ্ণ কালিয়া নাগের দমনকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালিক>(প্রাকৃত ) কলিঅ}
- Bengali Word কালিয়া English definition [কালিয়া] (বিশেষ্য) মাছ, মাংস ইত্যাদির তৈরি ব্যঞ্জনবিশেষ। {(আরবি) কালিয়হ্}
- Bengali Word কালিয়া ২ English definition [কালিয়া] (বিশেষ্য) কালা (অখিলের নাম তুমি হে! কালিঅ/য় যোগীর আরাধ্য ধন-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালিয়া>(প্রাকৃত) কালিঅ+আ}
- Bengali Word কালী ১ English definition [কালি] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা শিবের পত্নী। ২ কৃষ্ণবর্ণা নারী। কালীতলা (বিশেষ্য) হিন্দুদের কালিকা দেবীর পূজার জন্য নির্দিষ্ট স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কল্+অ(ঘঞ্)>কাল+ঈ>}
- Bengali Word কালীন , কালীয় ১ English definition [কালিন্, কালিয়ো] (বিশেষণ) সাময়িক (তৎকালীন, প্রাতঃকালীন)। এককালীন (বিশেষ্য) একবারে (এককালীন দান)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ঈন(খ), ঈয়(ছ)}
- Bengali Word কালেংড়া English definition ⇒ কালাংড়া
- Bengali Word কালেক্টর , কালেক্টার English definition [কালেক্টর্, কালেকটার্] (বিশেষ্য) ১ জেলার রাজস্ব আদায়ের প্রধান কর্মচারী(চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইংরেজ কালেক্টরদের নিয়োগ -আনিস চৌধুরী)। ২ সংগ্রহকারী। কালেক্টরি, কালেক্টারি (বিশেষ্য) ১ কালেক্টরের দফতর; জিলার রাজস্ব আদায়ের প্রধান অফিস (আকবর আলীকালেক্টারীর একজন প্রদান আমলা ছিলেন।-কাজী ইমদাদুল হক)।২কালেক্টরের বৃত্তি বা পদ। □ (বিশেষণ) কালেক্টর বা তার দফতর সংক্রান্ত। {(ইংরেজি) collector}
- Bengali Word কালেব English definition [কালেব্] (বিশেষ্য) কাঠামো। {(আরবি) কালিব}
- Bengali Word কালেভদ্রে English definition [কালেভ্দরে] কদাচিৎ। {কালে+ভদ্রে}
- Bengali Word কালো , কাল ৩ English definition [কালো] (বিশেষ্য) ১ কৃষ্ণবর্ণ (কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন?)। ২ শ্যামবর্ণ।বিণ কৃষ্ণ বা শ্যামবর্ণবিশিষ্ট।কালোআঁচড় (বিশেষ্য) লেখাপড়ার চিহ্ন (পেটেতে কড়িটি ভোর কাল আঁচড় নাই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় )। কালোকিষ্টি (বিশেষণ) অতিশয় কালো ও ময়লা। কালোচোখি, কালোচোখী (বিশেষণ) কালো বা কাজল রঙের চোখবিশিষ্ট(চারুদেহী কালোচোখী চাঁদবদনী যায় রে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। কালোঝুল ( বিশেষণ) ধোঁয়া থেকে জাত কৃষ্ণবর্ণ ঝুলের মতো কালো।কালোবাজার, কালোবাজার (বিশেষ্য) গোপনে নির্দিষ্ট বা প্রচলিত বা নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে জিনিস বিক্রি, black market। কালোবাজারি (বিশেষ্য) গোপনে নির্দিষ্ট বা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জিনিষ বিক্রয়ের কাজ; ব্ল্যাক মার্কেটি। কালোমতো (বিশেষণ) কালচে; কৃষ্ণাভ; ঈষৎ কালো রঙের (একজন ঝাঁকড়া-চুল কালোমত লোক -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। কালোহাঁড়ি (বিশেষ্য) ১ পোড়া অশুচি হাঁড়ি;ছুঁতো হাঁড়ি (কালহাঁড়ি ফেলে মারে কুলের বহুড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।২ ঘোড় কালো বর্ণ। মনের∼বি বিদ্বেষ; হিংসা(সাজরে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে নারে-অতুলপ্রসাদ সেন)। মুখকালো করা (ক্রিয়া) দুঃখিত হওয়া; অভিমান করা (মুখ কালো করে থেকো না)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+অ(ঘঞ্)+(বাংলা) ও}
- Bengali Word কালোবাজার , কালাবাজার English definition ⇒ কালো
- Bengali Word কালোয়াত English definition [কালোয়াত্] (বিশেষ্য) ধ্রুপদ খেয়াল-ইত্যাদি সঙ্গীতে পারদর্শী শিল্পী; উচ্চাঙ্গ সঙ্গীত ও বাদ্যাদিতে ওস্তাদ(বাদশার হুকুমে সঙ্গীতবিদ্যা গভীর রকমের কবরস্থ করলে কালোয়াতরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কালোয়াতি , কালোয়াতী (বিশেষ্য) ১ উচ্চাঙ্গ সংগীতে নৈপুণ্য; রাগ সংগীতে পারদর্শিতা (দ্রুত তেতালেই তাঁদের কালোয়াতি দেখানোর শখ-সৈয়দ মুজতবা আলী)। ২ কালোয়াতের পেশা। □ (বিশেষণ) উচ্চাঙ্গ সংগীত সন্বন্ধীয়; কালোয়াত সংক্রান্ত।{( তৎসম বা সংস্কৃত শব্দ) কলাবৎ>কলাওয়াত>কালোয়াত}
- Bengali Word কাল্পনিক English definition [কাল্পোনিক্] (বিশেষণ) ১ কল্পনাপ্রসূত; মনগড়া। ২ মিথ্যা;অলীক। ৩ অবাস্তব।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্পনা+ইক(ঠঞ্)}
- Bengali Word কাশ ১ English definition [কাশ্] (বিশেষ্য) এক প্রকার লম্বা ঘাস বা এর ফুল।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাশ্+অ(ঘঞ্)}
- Bengali Word কাশ ২ , কাশি English definition [কাশ্, কাশি] (বিশেষ্য) ১ এক প্রকার রোগ; কাশরোগ।২ কাশার শব্দ। ৩ গয়ার; কন্ঠনিঃসৃত সর্দির শ্লেষ্মা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কাস্+অ(ঘঞ্)>}
- Bengali Word কাশন্দি English definition ⇒ কাসুন্দি
- Bengali Word কাশা English definition [কাশা] (ক্রিয়া) কন্ঠ থেকে শ্লেষ্মা তুলবার জন্য খক খক শব্দ করে বেগ দেওয়া; কাশ বের করার জন্য গলায় শব্দ করা । □ ( বিশেষ্য) উক্ত অর্থে। {কাশ+আ=কাশা}
- Bengali Word কাশিদা English definition [কোশিদা] (বিশেষ্য) কাপড়ের উপরে তোলা ফুল বা নকশা; embroidery । {(ফারসি) কাশীদাহ }
- Bengali Word কাশী English definition [কাশি] (বিশেষ্য) বেনারস; বারাণসী; হিন্দুদের তীর্থস্থান।
- Bengali Word কাশী ধাম English definition (বিশেষ্য) বারাণসী তীর্থ; কাশীনগরী। কাশীনাথ, কাশীশ, কাশীশ্বর (বিশেষ্য) ১ হিন্দুদের দেবতা শিব; কাশীর অধিদেবতা। ২ কাশীর অধিপতি; কাশীরাজ। কাশী প্রাপ্তি, কাশীলাভ (বিশেষ্য) ১ কাশীতে মৃত্যুবরণ। ২ ((আলঙ্কারিক)) মৃত্যু হওয়া। কাশীশ, কাশীশ্বর ⇒ কাশীনাথ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কাশ্+ঈ}