ক পৃষ্ঠা ৬৪
- Bengali Word কাহারবা English definition [কাহার্বা] (বিশেষ্য) সংগীতের তালবিশেষ; কাহার সম্প্রদায়ের নৃত্যগীত হইতে উৎপন্ন এক প্রকার তাল (যেন কাহারবায় গজল কে গায়-( কাজী নজরুল ইসলাম))। {(হিন্দী) কাহার+বা}
- Bengali Word কাহাল English definition [কাহাল্] (বিশেষ্য) এক প্রকার বাদ্য (জয়ঢাক বীরঢাক মৃদঙ্গ কাহাল-বৃন্দাবন দাস)।{( তৎসম বা সংস্কৃত শব্দ) কলাহক>কহালক(বর্ণ-বিপর্যয়ে)>কহালঅ> কহাল>}
- Bengali Word কাহিনী English definition [কাহিনি] (বিশেষ্য) ১ গল্প; উপন্যাস। ২ বৃন্তান্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথনিকা. (প্রাকৃত) কহাণিআ> (বাংলা) কহানি> (স্বরসাম্যে) কাহিনী}
- Bengali Word কাহিল English definition [কাহিল্] (বিশেষণ) ১ দুর্বল; অবসন্ন; নিস্তেজ; ক্লান্ত। (শরীরটা কাহিল হযেছে-রাজশেখর বসু (পরশু))। ২ ক্ষীণ; কৃশ (মা আমার না খেয়ে কাহিল হলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ রোগা। □ (বিশেষ্য) ক্লান্তি। {(আরবি) কাহিল ; (তুলনীয়) ( তৎসম বা সংস্কৃত শব্দ) কাতর> (প্রাকৃত) কাহল (শুষ্ক, কৃশ)> কাহিল; (তুলনীয়) (হিন্দী) কাহিল (অর্থ : অলস)}
- Bengali Word কাহে English definition [কাহে্] (অব্যয়) কেন। □ (সর্বনাম) (ব্রজবুলি) কাকে (কাহে না লাগে-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মাৎ অথবা কথং,(প্রাকৃত) কহং> (হিন্দী) কাহে; (তৎসম বা সংস্কৃত শব্দ) কথ্> (প্রাকৃত) কথ্>(হিন্দী) কাহে}
- Bengali Word কাহেরি , কাহেরে , কাহৈরি , কাহো ( প্রাচীন বাংলা ) English definition [কাহেরি, কাহেরে, কাহৈরি, কাহো] (সর্বনাম) কার। {(তৎসম বা সংস্কৃত শব্দ)কঃ>চর্যাপদে কাহেরি, কাহেরে, কাহৈরি, কাহো}
- Bengali Word কাহ্ন , কাহ্নাই , কাহ্নাঞি , কাহ্নাঞিঁ , কাহ্নাঞী , কাহ্নায়ি , কাহ্নু , কাহ্নে (মধ্যযুগীয় বাংলা) English definition ⇒ কানাই
- Bengali Word কাড়ন English definition [কাড়োন্] (বিশেষ্য) কেড়ে নেওয়ার কাজ; বলপূর্বক গ্রহণ; লুঠ। {√কাড়্+অন}
- Bengali Word কাড়া ১ English definition [কাড়া] (বিশেষ্য) ঢাক জাতীয় বাদ্যযন্ত্র। কাড়া নাকাড়া, কাড়া-নাগড়া (বিশেষ্য) ঢাক জাতীয় বিবিধ বাদ্যযন্ত্র (কতগুলি বন্যলোক কাড়া নাগড়া বাজাইয়া গান করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); সুরের ভিতর দিয়ে যুদ্ধের পদক্ষেপ, আর কারা নাকাড়ার ধ্বনি-ড. কাজী মোতাহার হোসেন)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কটাহ> (প্রাকৃত) কডাহ> বা,কাড়া+ (ফারসি) নাকাড়া(আ.) নককারাহ}
- Bengali Word কাড়া ২ English definition [কাড়া] (ক্রিয়া) ১ কেড়ে নেওয়া; বলপূর্বক ছিনিয়ে নেওয়া; ছিনতাই বা জোর করে আদায় করা। ২ মুগ্ধ করা (কি যে অনুরাগে কেড়ে নেয় প্রাণখানি-রশীদ খাঁন)। ৩ টানা; আকর্ষণ করা(কাড়িয়া চালের খড় জ্বালিল আউড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৪ উচ্চারণ করা; বলা (আর যদি কাড় রা বসন্তের মাথা খা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৫ ব্যবহারে আনা; কাজে লাগানো (নতুন হাঁড়ি কাড়া)। ৬ রচনা করা (কিতাবেত কাড়ি দিলুম হিন্দুয়ানি করি-সৈয়দ সুলতান)। ৭ পরিষ্কার করা; আবর্জনা ইত্যাদি সাফ করা (দুখু চোখের জল মুছিয়া গাইয়ের গোয়াল কাড়িল, খড়জল দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৮ চাওয়া (আদর কাড়া)। □ (বিশেষ্য) আকর্ষণ। □ (বিশেষণ) লুষ্ঠিত; বলপুর্বক গৃহীত। কাড়াকাড়ি (বিশেষ্য) ১ পরস্পরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বা নেওয়ার চেষ্টা। ২ টানাটানি (যমে মানুষে কাড়াকাড়ি)। কাড়ানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা কাড়া; কাড়াতে বাধ্য করা। ২ আদায় করা (আদর কাড়ানো)। ৩ স্বীকার করানো (কথা কাড়ানো)। □ বিবিণ উক্ত সকল অর্থে। {√কাড়&+আ=কাড়া}
- Bengali Word কাড়াইল English definition [কাড়াইল্] (বিশেষ্য) যে দণ্ড দ্বারা ধান প্রভৃতি শস্য নেড়ে- চেড়ে দেওয়া হয়(কাড়াইল দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া মা নোটের ধান নাড়িয়া দেয়-(জসীমউদ্দীন))। {√কাড়&+আইল}
- Bengali Word কাড়ানো ২ English definition [কাড়ানো] (ক্রিয়া) ১ ধান প্রভৃতি গাচের গোড়া কোপানো। ২ ধান প্রভৃতি শষ্যকে উপযোগী করার জন্য কাজ করা। □ ( বিশেষ্য) আবাদের উপযোগিতা। { (বাংলা) কাড়&+আন,আনো}
- Bengali Word কায় ১ English definition [কায়্] (বিশেষ্য) দেহ; শরীর (তুহিন তুষারে অঙ্গ মাজিতে দুগ্ধ ধবলকায়-(জসীমউদ্দীন))। কায়কল্প (বিশেষ্য) দীর্ঘায়ু ও দীর্ঘ যৌবন বা পূর্ণ যৌবন লাভের জন্য আয়ুর্বেদীয় চিকিৎসাবিশেষ।
- Bengali Word কায়কারবার English definition [কায়্কার্বার্] (বিশেষ্য) দৈনন্দিন কাজকর্ম (সেরেস্তার কায়কারবার তক অনেক সময় অচল থাকতো- সজ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়+কারবার (ফারসি)
- Bengali Word কায়ক্লেশ English definition (বিশেষ্য) শারীরিক পরিশ্রম। কায়ক্লেশে (ক্রিয়াবিশেষণ) কষ্টেসৃষ্টে; অভাব অনটনে; শারীরিক কষ্টভোগ করে। কায়চিকিৎসা (বিশেষ্য) জ্বর ইত্যাদি শারীরিক রোগের চিকিৎসা। কায়মনোবাক্যে ( ক্রিয়াবিশেষণ) দেহ মন ও কথার দ্বারা; সর্বতোভাবে; সর্বান্তঃকরণে কায়সাধনা (বিশেষ্য) দেহকে অমর করার জন্য যৌগিক সাধনা। কায়সিদ্ধি (বিশেষ্য) যৌগিক সাধনাযোগে দেহের অমরত্ব লাভ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+অ(অণ্)}
- Bengali Word কায়দা , কাএদা English definition [কায়্দা] (বিশেষ্য) ১ কৌশল; পটুতা; দক্ষতা (দায়ে পড়লে কায়দা বেরোয় মস্তিষ্ক ফুঁড়ে-মনোজ বসু)। ২ উপায় (পানি ভরা গড়খাই, যাবার কায়দা নাই-সৈয়দ হামজা)। ৩ আচার ব্যবহারের রীতি বা পদ্ধতি (কায়দা মতো রোম ঠোকা)। ৪ আয়ত্তি; অসুবিধাজনক অবস্থা; অধীনতা (অত বড় কঠিন বিষয়টিকে এমন কায়দার মধ্যে এনে-কেদারনাথ মজুমদার)। ৫ আরবি বর্ণমালা ও বানান শিক্ষার প্রাথমিক পুস্তক। কায়দা পাওয়া (ক্রিয়া) আপনার অধিকারের মধ্যে পাওয়া; বাগে পাওয়া; কাউকে জব্দ করার সুযোগ লাভ করা; হাতের মুঠোয় পাওয়া। {(আরবি) কায়দাহ}
- Bengali Word কায়দাদুরস্ত English definition [কায়্দাদুরস্ত্] (বিশেষ্য) নির্ভুল চালচলনযুক্ত; মার্জিত আচার-ব্যবহারসম্পন্ন (যেমন চেহারা তেমনি কথাবার্তা; তেমন কায়দা-দুরস্ত-সুকুমার রায়)। {(আরবি) কায়দাহ +(ফারসি) দরসত; ( তৎপুরুষ সমাস)}
- Bengali Word কায়বার English definition [কায়্বার্] (বিশেষ্য) গুণকীর্তন; স্তুতিপাঠ; নান্দীপাঠ (ব্রাহ্মণেতে বেদ পঠে ভাটে কায়বার-কৃষ্ণদাস কবিরাজ)। {স.কার্যবারতা>; অথবা, রায়বার <রাজ+বারতা। রাজ>রাঅ>রায়>কায়(ক আগম, (তুলনীয়) রায়বার)}
- Bengali Word কায়স্থ , কায়স্ত English definition [কায়োস্থো, কায়োস্তো] (বিশেষ্য) ১ বর্ণাশ্রম অনুযায়ী শূদ্র বর্ণের বাঙালি হিন্দু সম্প্রদায় বিশেষ; কায়েত। ২ কেরানি; মুহুরি; সরকারি কর্মচারী বিশেষ(লিখিতে লিখিতে কায়স্তকুল হৈল ভোর-সৈয়দ আলাওল)। কায়স্থা, কায়স্থিনী (বিরল) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়+√স্থা+অ(ক)}
- Bengali Word কায়া English definition [কায়া] (বিশেষ্য) দেহ; শরীর (কাআ তরুবর পঞ্চবি ডাল- চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়> (প্রাকৃত) কাআ>