ক পৃষ্ঠা ৫৯
- Bengali Word কার্ষাপণ English definition [কার্শাপোন্] (বিশেষ্য) ১৬ পণ; ১ কাহন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ষ+আপন = কর্ষাপণ +অ(অণ্); কর্ষ(আশি রতি পরিমাণ) আপন যার = (বহুব্রীহি সমাস)
- Bengali Word কার্ষ্ণ English definition [কার্শ্নো] (বিশেষণ) কৃষ্ণ সংক্রান্ত; কৃষ্ণ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ+অ(অণ্)}
- Bengali Word কারয়িতা (-তৃ) English definition [কারোয়িতা] (বিশেষণ) যে অপরের দ্বারা কোনো কাজ করায় বা অপরকে কোনো কাজ করতে বাধ্য করে। কারয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। (মুখ্যত ভাবয়িত্রী হলেও কারয়িত্রী পরিকল্পনাতেও তিনি অদ্বিতীয়-সুধীন্দ্রনাথ দত্ত)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ণিচ্+তৃ(তৃচ্)}
- Bengali Word কাল - নটেশ English definition [কাল্ নটেশ] (বিশেষ্য) কালরূপ নটরাজ(পাষাণে তোমার গড়িয়াছ তাজ/নহে তাহা অক্ষয়, কাল-নটেশের চরণের ঘায়ে কোনোদিন পাবে ক্ষয়। -(জসীমউদ্দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাল+নটেশ}
- Bengali Word কাল ১ English definition [কাল] (বিশেষ্য) ১ সময়; ঋতু (প্রাতঃকাল, বর্ষাকাল)। ২ যুগ (একালে আর সেকালে অনেক তফাত)। ৩ মানব-জীবনের বিভিন্ন স্তর বা সময় বিভাগ; শৈশব যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য ইত্যাদি (তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)। ৪ জীবন; আয়ুষ্কাল (কাল পূর্ণ হওয়া)। ৫ অবসর (কালাভাব)। ৬ সর্বনাশের হেতু; ধ্বংসের কারণ (জগতে ত জনম হইল মোর কাল-দৌলত উজির বাহরাম খান)। ৭ মৃত্যু (তার কাল হয়েছে)। ৮( ব্যাকরণ)ক্রিয়ার কার্যের সময়; অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি। □ (বিশেষণ) মারাত্মক; ভীষণ (হত রথিপতি ইন্দ্রজিৎ কাল রণে-মাইকেল মধুসূদন দত্ত)। কাল কাটানো (ক্রিয়া) ১ সময় অতিবাহিত করা; কাল ক্ষেপণ করা (এভাবে কাল কাটানোর মানে হয়না)। জীবনযাপন করা (কোনোমতে কাল কাটাচ্ছি)। কালক্রমে (ক্রিয়াবিশেষণ) ১ কালে কালে; কালের গতিতে পরিবর্তনে (কালক্রমে সে সুস্থ হয়ে উঠল)।২ কিছুকাল পরে; পরবর্তী এক সময়ে (বিদেশী জমিদারের নৌকা কালক্রমে যে দিন ঘাটে আসিয়া লাগে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ কালবশে। কালক্ষয় (বিশেষ্য) ১ বিলম্ব; দেরি (অনর্থক কালক্ষয় করে লাভ কি!) ২ কালাতিপাত; কাল কাটানো। কালক্ষেপ, কালক্ষেপণ, কালযাপন (বিশেষ্য) সময় কাটানো; কালাতিপাত। কালগ্রাস (বিশেষ্য) মৃত্যু; মৃত্যুর কবল। কালগ্রাসে পতিত হওয়া (ক্রিয়া) মরা। কালঘাম (বিশেষ্য) ১ অতিশয় পরিশ্রমের ফলে নির্গত ঘাম (দাঁড় টানতে ঝিঁকি মারতে মাঝিদের কালঘাম ছুটছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ মৃত্যুকালীন ঘাম। কালঘুম (বিশেষ্য) ১ যে ঘুম সহজে ভাঙ্গে না। ২ মৃত্যু; চিরনিদ্রা। কালচক্র ( বিশেষ্য) চাকার মতো অবিরাম ঘুরছে যে কাল; সময়ের অনন্ত আবর্তন। কালচিহ্ন (বিশেষ্য) মরণের চিহ্ন; মৃত্যুর লক্ষণ। কালজ্ঞ (বিশেষণ) কালবিৎ, সময়ের মূল্য বুঝে কাজ করে এমন; কখন কী কর্তব্য তা বুঝে কাজ করে এমন। □ (বিশেষ্য) দৈবজ্ঞ। কালজ্ঞান (বিশেষ্য) ১ যথাযোগ্য সময়ের বোধ। ২ জ্যোতিষ শাস্ত্র। কালতুল্য (বিশেষণ) মরাত্মক; মৃত্যুবৎ। কালত্রয়, ত্রিকাল (বিশেষ্য) তিন কাল; অতীত, বর্তমান ও ভবিষ্যতকাল। কালনাগ ⇒ কালসর্প। কালধর্ম (বিশেষ্য ) ১ কাল পরিবর্তনের ফলে পরিবর্তিত রীতিনীতি ও চেতনা; যুগধর্ম। ২ মৃত্যু। কালপ্রবাহ (বিশেষ্য) কালের একটানা গতি; সময়ের অবিরাম স্রোত। কালপ্রভাব (বিশেষ্য) সময়ের শক্তি বা মাহাত্ম্য। কালপ্রাপ্তি (বিশেষ্য) মৃত্যু। মহাকাল (বিশেষ্য) ১ শিব। ২ মৃত্যু। ৩ সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান।কালশুদ্ধি (বিশেষ্য) ক্রিয়াকর্মের পক্ষে শুদ্ধ বা পবিত্র সময়; শাস্ত্রবিহিত কাল। কালসমুদ্র (বিশেষ্য) সমুদ্রের ন্যায় বিস্তৃত কাল; অনাদি অনন্ত কাল। কালসর্প, কালসাপ , কালনাগ (বিশেষ্য) ১ কালো রঙের বিষাক্ত সাপ; কেউটে সাপ (ডমরু ধ্বনি শুনি কালফণী কভু কি নিবসে বিবরে?-মাইকেল মধুসূদন দত্ত)। ২ মৃত্যুরূপী সাপ। কালনাগিনী, কাল সাপিনী (স্ত্রীলিঙ্গ )। কালসহকারে (ক্রিয়াবিশেষণ) কালক্রমে; সময়ের পরিবর্তনের ফলে (কাল সহকারে সকলেরই শোক শিথিল হইয়া যায়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কালহরণ (বিশেষ্য) ১ সময় নষ্ট; অযথা কালক্ষয় (সবিস্তার বর্ণনে কালহরণ করিয়া পাঠকদিগকে আর কষ্ট দিবার প্রয়োজন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ কালাতিপাত; দিন গুজরানো (অবিচ্ছিন্ন ক্লেশভোগে কালহরণ করিবার নিমিত্তই তুমি জন্মগ্রহণ করিয়াছিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কালে (ক্রিয়াবিশেষণ) ১ ভবিষ্যতে; উত্তর কালে। ২ যুগে (কলিকালে)। কালে কালে (ক্রিয়াবিশেষণ) ১ কালক্রমে, সময়ের পরিবর্তনের ফলে। ২ যুগে যুগে; মাঝে মাঝে। কালে ভদ্রে (ক্রিয়াবিশেষণ) কদাচিৎ; অনেকদিন অন্তর; কখন-সখন (ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বাড়িও সে নেহাৎ কালেভদ্রেই যেয়ে থাকে-আবুল ফজল)। কালের হাতে পড়া, কালে ধরা (ক্রিয়া) মৃত্যুর কবলে পড়া। ইহকাল (বিশেষ্য) জগৎ সংসার। একাল ( বিশেষ্য) বর্তমান কাল। একাল সেকাল (বিশেষ্য) বর্তমান ও অতীত কাল। পরকাল (ক্রিয়া) মৃত্যুর পরবর্তী সময়। মহাকাল (ক্রিয়া) ১ শিব। ২ মৃত্যু। ৩ সৃষ্টিকর্তা-যিনি সর্বশক্তিমান। কালসহ (বিশেষণ) দীর্ঘকাল স্থায়ী; durable। সেকাল (বিশেষ্য) অতীত কাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+অ(ঘঞ্)}
- Bengali Word কাল ২ , কালকে , কালি (পদ্য.), কালিকে (পদ্য.) English definition [কাল্, কাল্কে, কালি, কালিকে] (বিশেষ্য), (ক্রিয়াবিশেষণ) ১ আগামী দিন; পরদিন। ২ আগের দিন; পূর্বদিন। কালকের/কালকের, কালিকার (বিশেষণ) ১ আগামীদিনের, পরদিনের। ২ পূর্বদিনের আগের দিনের। আজকাল/আজিকালিকরা (ক্রিয়া) ১ গড়িমসি করা। ২ বৃথা সময় কাটানো। ৩ ইচ্ছাপূর্বক বিলম্ব করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্য>কল্ল>কাল}
- Bengali Word কাল ৩ English definition [কালো] (বিশেষ্য) ১ কৃষ্ণবর্ণ। ২ শ্যামবর্ণ। □ বিষ কৃষ্ণ বা শ্যামবর্ণ বিশিষ্ট। কাল/কালো আঁচড় (বিশেষ্য) লেখা পড়ার চিহ্ন (পেটেতে কড়িটি ভোর কাল আঁচড় নাই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। কাল/কালো কিষ্টি (বিশেষণ) অতিশয় কালো ও ময়লা। কালচিটে ⇒ কালশিটা। কাল/কালো ঝুল (বিশেষণ) ধোঁয়া থেকে জাত কৃষ্ণবর্ণ ঝুলের মতো কালো। কালশিটা, কালচিটে, কালশিরা [কাল্] (বিশেষ্য) আঘাতের ফলে রক্ত জমে দেহে যে কালো দাগ উৎপন্ন হয়। কালহাঁড়ি (বিশেষ্য) ১ পোড়া অশুচি হাঁড়ি; ছুঁতো হাঁড়ি (কালহাঁড়ি ফেলে মারে কুলের বহুড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ ঘোর কালো বর্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+অ(ঘঞ্)}
- Bengali Word কাল ৪ English definition [কাল্] (বিশেষ্য) কলন্দর জাতীয় ভিক্ষাজীবী ফকির; মুসলমান ভিক্ষুক সম্প্রদায়বিশেষ (নিশাকালে ভিক্ষা মাগে নাম ধরে কাল -( কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(আরবি) কলন্দার}
- Bengali Word কাল ৫ English definition [কাল্] (বিশেষণ) ১ অতিশয় ঠাণ্ডা; হিম। □ (বিশেষ্য) শৈত্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল>}
- Bengali Word কালকূট English definition [কাল্কুট্] (বিশেষ্য) তীব্র বিষ; গরল (এ পাপ জগতে মরিতে কি কালকূট পেলে না খুঁজিয়া-কায়কোবাদ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+কূট}
- Bengali Word কালক্রমে English definition [কালক্রোমে] কালের পরিবর্তনে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ক্রম+( বাংলা) এ}
- Bengali Word কালগঙ্গা English definition [কাল্গঙ্গা] (বিশেষ্য) যমুনা নদী; কালিন্দী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+গঙ্গা}
- Bengali Word কালচার English definition [কাল্চার] (বিশেষ্য) ১ সংস্কৃতি; তাহজীব। ২ শিক্ষা (ভরে ভারতের পল্লী নগরী কবীরের কালচারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ মার্জিত রুচি। ৪ উন্নতি। ৫ অনুশীলন। ৬ কর্ষণ। {(ইংরেজি) culture}
- Bengali Word কালচিটা , কালচিটে English definition [কাল্চিটা, কাল্চিটে] (বিশেষ্য) কালো চটচটে দাগ। {কালো>+চিটা, চিটে}
- Bengali Word কালচে English definition [কাল্চে] (বিশেষণ) ঈষৎ কালো আভাযুক্ত (কালচে রঙের দাগ); কৃষ্ণভ। {কালো>কাল+চিয়া প্রত্যয়= কালচিয়া> কালচে}
- Bengali Word কালনেমি English definition [কাল্নেমি] (বিশেষ্য) রাবণের মাতুল। কালনেমির লঙ্কাভাগ-((আলঙ্কারিক)) রাবণের মাতুল কালণেমি হনুমানকে মারার পূর্বে যেরূপ লন্কা ভাগ করে নেওয়ার কল্পনা করেছিল, সেইরূপ কোনো দুর্লভ বস্ত লাভের আগে তা উপভোগ করার অলীক কল্পনা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+নেমি}
- Bengali Word কালন্দর English definition ⇒ কলন্দর
- Bengali Word কালপুরুষ English definition [কাল্পুরুষ] (বিশেষ্য) ১ নক্ষত্রপুঞ্জ বিশেষ; আদমসুরত; Orion।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+পুরুষ}
- Bengali Word কালপৃষ্ঠ English definition [কাল্প্রিশ্ঠো] (বিশেষ্য) কর্ণের ধনু (যবে কর্ণ কালপৃষ্ঠধারী এড়িলা একাঘ্নী বাণ রক্ষিতে কৌরবে-মাইকেল মধুসূদন দত্ত)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+পৃষ্ঠ; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কালপেঁচা English definition [কাল্প্যাঁচা] (বিশেষ্য) ধূসরবর্ণ মস্তকবিশিস্ট কটা রংঙের পেঁচা-যার চিৎকার অশুভসূচক বলে সাধারণ লোকের ধারণা। {কাল(=যম)+পেঁচা<পেচক (তৎসম বা সংস্কৃত শব্দ) ; ( কর্মধারয় সমাস) }