ক পৃষ্ঠা ৬৩
- Bengali Word কাশ্মীর ১ English definition [কাশ্মির্] (বিশেষ্য) জাফরান; কুঙ্কুম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাশ্মীর+অ(অণ্)}
- Bengali Word কাশ্মীর ২ English definition [কাশ্মির্] (বিশেষ্য) হিমারয়ের পশ্চিমে ভারত ও পাকিস্তানের দ্বারা দ্বিধাবিভক্ত একটি প্রাচীন রাজ্য। কাশ্মীরি, কাশ্মীরী (বিশেষণ) কাশ্মীরে জাত বা উৎপন্ন। □ (বিশেষ্য) ১ কাশ্মীরের অধিবাসী। ২ কাশ্মীরে প্রস্তুত (শাল)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কাশ্+মীর}
- Bengali Word কাশ্যপ English definition [কাশ্শোপ্] (বিশেষণ) কশ্যপ মুনি সন্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ কশ্যপ মুনির সন্তান বা বংশধর। ২ গোত্রবিশেষ। ৩ একজন প্রাচীন ঋষির নাম। কাশ্যপেয় (বিশেষ্য) ১ কাশ্যপ মুনির পুত্র। ২ হিন্দু পুরাণে উল্লিখিত পক্ষিরাজ গরুড়। ৩ সূর্য। কাশ্যপ গোত্র (বিশেষ্য) ১ গোত্রবিশেষ; কশ্যপ মুনির বংশ। ২ ((আলঙ্কারিক)) যার জাতি ও বংশ পরিচয় অজ্ঞাত (জাত খুইয়ে কাশ্যপ গোত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কশ্যপ+অ(অণ্)}
- Bengali Word কাষায় English definition [কাশায়্] (বিশেষণ) কষায় বর্ণের দ্বারা রঞ্জিত; গৈরিক; খয়ের বর্ণবিশিষ্ট (ভিক্ষুদের কাষায় চীবর-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষায়+অ(অণ্)}
- Bengali Word কাষ্টিলান English definition [কাশ্টিলান] (বিশেষ্য) স্পেনের কাষ্টিলার অধিবাসী (আরমনি অলন্দাজ, দিনেমার ইংরেজ কাষ্টিলান আর ফ্রান্সিস্-সৈয়দ আলাওল)। {স্পে.}
- Bengali Word কাষ্ঠ English definition [কাশ্ঠো] (বিশেষ্য) কাঠ; দারু। □ (বিশেষণ) নীরস। কাষ্ঠকুট্ট (বিশেষ্য) কাঠ-ঠোকরা পাখি। কাষ্ঠপদ (বিশেষ্য) কাঠের তৈরি কৃত্রিম পা (যাহার চরণ আছে, তাহাকে আর কাষ্ঠপদ অবলম্বন করিতে হয় না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কাষ্ঠপাদুকা (বিশেষ্য) খড়ম। কাষ্ঠপুত্তল,কাষ্ঠপুত্তলিকা (বিশেষ্য) কাঠের তৈরি পুতুল (হেথা কেন দাঁড়ায়েছে কবি, যেন কাষ্ঠপুত্তল ছবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাষ্ঠফলক (বিশেষ্য) ১ তক্তা; কাঠের ফলক। ২ কাঠের তৈরি বোর্ড।কাষ্ঠবৎ (বিশেষণ) ১ কাঠের মতো নীরস ও কঠিন। ২ নির্দয়; নির্মম। ৩ অচল। কাষ্ঠভার ( বিশেষ্য) কাঠের বোঝা। কাষ্ঠমঞ্চ (বিশেষ্য) ১ কাঠের তৈরি মাচা। ২ হিন্দুদের পূজার জন্য কাঠের বেদি। ৩ কাঠের আসন। কাষ্ঠময় (বিশেষণ) ১ কাঠের তৈরি। ২ নির্মম; নির্দয়। কাষ্ঠহাসি ( বিশেষ্য) কৃত্রিম হাসি; আন্তরিকতাশূন্য লোক-দেখানো হাসি। কাষ্ঠাসন (বিশেষ্য) কাঠের তৈরি আসন; চেয়ার পিঁড়ি টুল ইত্যাদি আসন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাশ+থ(ক্থন্)}
- Bengali Word কাষ্ঠা English definition [কাশ্ঠা] (বিশেষ্য) ১ সীমা (পরাকাষ্ঠা)। ২ সময়ের অতি সূক্ষ্ম পরিমাণ বিশেষ।; অষ্টাদশ নিমেষ। ৩ কাঠা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ+আ(টাপ্)}
- Bengali Word কাষ্ণ্য English definition [কার্শ্নো] (বিশেষ্য) কালো রং; কৃষ্ণতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ+য(ষ্যঞ্)}
- Bengali Word কাসা English definition [কাশা] (বিশেষ্য) পেয়ালা। {(ফারসি) কাসাহ}
- Bengali Word কাসার English definition [কাশার] (বিশেষ্য) জলাশয়; পুকুর; তড়াগ। {স.ক+আসার}
- Bengali Word কাসিদ English definition ⇒ কাসেদ
- Bengali Word কাসীস English definition ⇒ হিরাকশ
- Bengali Word কাসুন্দি , কাসন্দি English definition [কাশুন্দি, কাশোন্দি] (বিশেষ্য) সরিষার তৈরি আচারবিশেষ। পুরনো কাসুন্দি (বিশেষ্য) শুনতে অনিচ্ছুক জানা পুরনো কাহিনী (আমি বললুম, ও তো পুরনো কাসুন্দি-সৈয়দ মুজতবা আলী; কাসন্দি আচার-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাসমর্দ>( প্রাকৃত) কাসুংদ>(বাংলা) কাসুন্দি}
- Bengali Word কাসেদ , কাসিদ English definition [কাশেদ্, কাশিদ্] (বিশেষ্য) পত্রবাহক; দূত; বার্তাবহ (আবদুল জব্বারের নিকট কাসেদ প্রেরণ করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কাসিদ}
- Bengali Word কাস্কেট English definition [কাস্কেট্] (বিশেষ্য) মণি, রত্ন প্রভৃতি রাখার ছোটো বাক্স । {(ইংরেজি) Casket}
- Bengali Word কাস্তকার , কাস্তগার English definition [কাস্তোকার্, কাস্তোগার্] (বিশেষ্য) কৃষক; চাষি। {(ফারসি) কাশ্তকার}
- Bengali Word কাস্তে English definition [কাস্তে] (বিশেষ্য) শস্যাদি কাটার বাঁকা দাঁতালো অস্ত্রবিশেষ; শস্য কর্তরী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ত্রিকা অথবা কর্তরিকা>}
- Bengali Word কাহন English definition [কাহোন্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ১৬পণ; ১২৮০টি। ২ বহু; অসংখ্য (সে এক কাহন কথা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্যাপণ>(পালি) কহাপণ, ( প্রাকৃত) কাহায়ণ>কাহন}
- Bengali Word কাহাত English definition [কাহাত্] (বিশেষ্য) আকাল; দুর্ভিক্ষ; (প্রাণপণ করেছে খিদমত কাহাতের দিনে -ফররুখ আহমদ)। {(আরবি) কহাত}
- Bengali Word কাহার ১ English definition [কাহার্] (বিশেষ্য) শিবিকা-বাহক; বেহারা; হিন্দু সম্প্রদায়বিশেষ (কাহার প্রভৃতি যারা ছুটিয়া পলায়। তাহা দেখে দাসু বাসু কাঁদে উভরায়-বারা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাহারক>কাহারঅ>কাহার}