- Bengali Word কালো , কাল ৩ English definition [কালো] (বিশেষ্য) ১ কৃষ্ণবর্ণ (কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন?)।
২ শ্যামবর্ণ।বিণ কৃষ্ণ বা শ্যামবর্ণবিশিষ্ট।কালোআঁচড় (বিশেষ্য) লেখাপড়ার চিহ্ন (পেটেতে কড়িটি ভোর কাল আঁচড় নাই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় )।
কালোকিষ্টি (বিশেষণ) অতিশয় কালো ও ময়লা।
কালোচোখি, কালোচোখী (বিশেষণ) কালো বা কাজল রঙের চোখবিশিষ্ট(চারুদেহী কালোচোখী চাঁদবদনী যায় রে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)।
কালোঝুল ( বিশেষণ) ধোঁয়া থেকে জাত কৃষ্ণবর্ণ ঝুলের মতো কালো।কালোবাজার, কালোবাজার (বিশেষ্য) গোপনে নির্দিষ্ট বা প্রচলিত বা নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে জিনিস বিক্রি, black market।
কালোবাজারি (বিশেষ্য) গোপনে নির্দিষ্ট বা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জিনিষ বিক্রয়ের কাজ; ব্ল্যাক মার্কেটি।
কালোমতো (বিশেষণ) কালচে; কৃষ্ণাভ; ঈষৎ কালো রঙের (একজন ঝাঁকড়া-চুল কালোমত লোক -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।
কালোহাঁড়ি (বিশেষ্য) ১ পোড়া অশুচি হাঁড়ি;ছুঁতো হাঁড়ি (কালহাঁড়ি ফেলে মারে কুলের বহুড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।২ ঘোড় কালো বর্ণ।
মনের∼বি বিদ্বেষ; হিংসা(সাজরে বাসরে ভালো নইলে মনের কালো ঘুচবে নারে-অতুলপ্রসাদ সেন)।
মুখকালো করা (ক্রিয়া) দুঃখিত হওয়া; অভিমান করা (মুখ কালো করে থেকো না)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্+অ(ঘঞ্)+(বাংলা) ও}
- Bengali Word কালোবাজার , কালাবাজার English definition ⇒ কালো
- Bengali Word কালোয়াত English definition [কালোয়াত্] (বিশেষ্য) ধ্রুপদ খেয়াল-ইত্যাদি সঙ্গীতে পারদর্শী শিল্পী; উচ্চাঙ্গ সঙ্গীত ও বাদ্যাদিতে ওস্তাদ(বাদশার হুকুমে সঙ্গীতবিদ্যা গভীর রকমের কবরস্থ করলে কালোয়াতরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
কালোয়াতি , কালোয়াতী (বিশেষ্য) ১ উচ্চাঙ্গ সংগীতে নৈপুণ্য; রাগ সংগীতে পারদর্শিতা (দ্রুত তেতালেই তাঁদের কালোয়াতি দেখানোর শখ-সৈয়দ মুজতবা আলী)।
২ কালোয়াতের পেশা।
□ (বিশেষণ) উচ্চাঙ্গ সংগীত সন্বন্ধীয়; কালোয়াত সংক্রান্ত।{( তৎসম বা সংস্কৃত শব্দ) কলাবৎ>কলাওয়াত>কালোয়াত}