ক পৃষ্ঠা ৬৫
- Bengali Word কায়িক English definition [কায়িক্] (বিশেষণ) ১ শারীরিক; দৈহিক। ২ শ্রমসাধ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়+ইক(ঠক্)}
- Bengali Word কায়েত , কায়েৎ English definition [কায়েত্] (বিশেষ্য) কায়স্থ; বাঙালি হিন্দু সম্প্রদায় বিশেষ (বামুন নহে গো, কায়েৎও নহে-সত্যেন্দ্রনাথ দত্ত)। কায়েতনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কায়স্থ>(প্রাকৃত) কায়ণ্থ>}
- Bengali Word কায়েম , কায়েমি English definition [কায়েম্, কায়েমি] (বিশেষণ) ১ সুদৃঢ়; স্থায়ী; মজবুত; পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত(তখতে কায়েম কর পাক কুরআন-তালিম হোসেন)। ২ চিরস্থাযী (নিজেদের কায়েমী স্বার্থে ইহাকে ব্যবহার করিত-মোঃ ওয়ালিউল্লাহ)। {( আরবি) কায়িমী}
- Bengali Word কায়েম - মকাম , কায়িম - মকাম English definition [কায়েম্ মোকাম্, কায়িম্ মকাম] (বিশেষ্য) প্রতিনিধি। {(আরবি) কায়িমমাকাম}
- Bengali Word কি, কী English definition [কি] সর্বনাম, (বিশেষণ) ও (ক্রিয়াবিশেষণ) রূপে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে ঈ-কার, যেমন-‘কী রূপ’ কিন্তু ‘কিরূপে’) (সর্বনাম) কোন বস্তু; কোন বিষয় (তুমি কী খাবে?)। □ (অব্যয়) ১ সংশয়সূচক; প্রশ্নবোধক শব্দ (তুমি কি যাবে?)। ২ অথবা; কিংবা (কি শীত কি গ্রীষ্ম)। □ (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ কোন রকমের (কী জিনিস?)। ২ কেমন (কী করে এ কথা বলেন?)। ৩ কতো (কী আনন্দ!)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্> (প্রাকৃত) কিং, কি>}
- Bengali Word কিংখাপ , কিংখাব English definition [কিঙ্খাপ্, কিঙ্খাব্] (বিশেষ্য) জরির নকশা-করা; মূল্যবান রেশমি কাপড় বিশেষ; brocade (সোনা রূপার জরি দিয়ে সে কিংখাবে এমনই কারুকার্য করা হয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ফরাসি) কম্খাব }
- Bengali Word কিংবদন্তি , কিংবদন্তী , কিম্বদন্তী (অশুদ্ধ) English definition [কিঙ্বদোন্তি] (বিশেষ্য) ১ জনশ্রুতি; লোকপরস্পরায় শ্রুত ও কথিত কথা (চট্টগ্রামের জোবরা গ্রামে আলাউলের বাসস্থান সম্বন্ধে কিংবদন্তী অতি আধুনিক-সৈয়দ মুর্তাজা আলী)। ২ গুজব; জনরব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+√বদ্+অন্তি, +ঈ (ঙীপ্)}
- Bengali Word কিংবর্তব্য English definition [কিঙ্কর্তোব্বো] (বিশেষ্য) কী করা উচিত বা দরকার তা। কিংবর্তব্যবিমূঢ় ( বিশেষ্য) ১ ভয়, লজ্জা, বিস্ময় বা আকস্মিকতার জন্য কী করা উচিত তা স্থির করতে অসমর্থ; কর্তব্য নিরূপনে অক্ষম। ২ হতবুদ্ধি; হতভম্ব। কিংবর্তব্যবিমূঢ়তা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্ + কর্তব্য}
- Bengali Word কিংবা English definition [কিঙ্বা] (অব্যয়) অথবা; পক্ষান্তরে; বিকল্প। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+বা; কিম্বা অশুদ্ধ}
- Bengali Word কিংশুক English definition [কিঙ্শুক্] (বিশেষ্য) ১ পলাশ ফুল বা এর গাছ (রাগরক্ত কিংশুকে গোলাপে -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নির্গন্ধ পলাশের মতো নির্গুণ ব্যক্তি (রতি রসহীন মাত্র কিংশুক কেবল-কাজী দৌলত)। কিংশুকভাল (বিশেষ্য) কিংশুকসম কপাল বিশিষ্ট (কিংশুকভালের ভাগ্যে তাই সুরঞ্জনী-সাহ)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+ শুক}
- Bengali Word কিউ English definition [কিউ] (বিশেষ্য) নিজের পালা আসার জন্য সারিতে বা লাইনে অন্য লোকজনের সঙ্গে দাঁড়িয়ে প্রতীক্ষা (ইউরোপে এমন কিউ আর কোথাও দেখিনি -মুহাম্মদ আবদুল হাই)। {(ইংরেজি) Queue>}
- Bengali Word কিকে ( প্রাচীন বাংলা ) English definition [কিকে] (অব্যয়) কেন; কি হেতু; কি কারণে (কিকে পরিহর রাধা-বড়ু চণ্ডীদাস)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্>; (হিন্দী) কিঁউ}
- Bengali Word কিঙ্কর , কিংকর English definition [কিঙ্কর্] (বিশেষ্য) ১ চাকর; ভৃত্য; সেবক; পরিচারক (নৃপতি কিঙ্কর সেবি নিরন্তর-সৈয়দ আলাওল)। ২ অনুচর। কিঙ্করী, কিংকরী (স্ত্রীলিঙ্গ) (যাহারা চপলা মেঘ কন্যারে করিয়াছে কিঙ্করী-নেই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+√কৃ+অ(অচ্)}
- Bengali Word কিঙ্কিণী , কিংকিণী English definition [কিঙ্কিনি] (বিশেষ্য) ১ ঘুঙুর; ঘন্টিকা; ছোট ঘন্টা (ঠেকল কখন তোমার কাঁকন-কিঙ্কিণীতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্ষুদ্র ঘন্টিকাবিশিষ্ট কটিভূষণ বিশেষ (কটিতে কিঙ্কিণী চরণে নূপুর ধ্বনি-শেখ ফয়জুল্লাহ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+√কণ্+ই(ইন্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word কিচকিচ , কিচকিচানি , কিচমিচ , কিচিকিচি , কিচিরমিচির English definition [কিচ্কিচ্, কিচ্কিচানি, কিচ্মিচ্, কিচিকিচি, কিচির্মিচির্] (বিশেষ্য) ১ পাখি, বানর, ইঁদুর ইত্যাদির কলরব; ক্ষুদ্র পশু-পাখির একত্র কোলাহল ধ্বনি। ২ কোলাহল; গোলমাল। ৩ ঝগড়া; বচসা; গালাগালি (কিচিমিচি রাখো-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কিচকিচা English definition [কিচ্কিচা] (অব্যয়) উজ্জ্বল কালো রঙের ভাব প্রকাশক (লোকটির মুখে কলপ দেওয়া কাল কিচকিচা চাপ দাড়ি-আবুল মনসুর আহমদ)। {কুচকুচে>}
- Bengali Word কিছু English definition [কিছু] (বিশেষণ) অল্প পরিমাণ; সামান্য কয়েক (কিছু দুধ, কিছু টাকা)। □ (সর্বনাম) কোনো বস্তু বা বিষয় (আমি কিছুর মধ্যে নেই)। □ (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়তা বিধান অর্থে; অবশ্য (সে কিছু এখনি করে ফেলছে না)। একটা কিছু (সর্বনাম) যে কোনো বস্তু বিষয় বা কাজ (একটা কিছু করা-দ্বিজেন্দ্রলাল রায়)। কিছু কিছু বণি অল্প অল্প; কিঞ্চিৎ কিঞ্চিৎ (কিছু কিছু মাল)। □ (বিশেষ্য), (সর্বনাম) কিয়দংশ (ওর খবর কিছু কিছু রাখি)। □ (ক্রিয়াবিশেষণ) সামান্য পরিমাণে (কিছু কিছু দেখেছি)। কিছুতেই (ক্রিয়াবিশেষণ) কোনো উপায়ে; কোনো মতে (কিছুতেই রাজি করানো গেল না)। □ (সর্বনাম) কোনো বিষয় বা বস্তুতে (মন নাহি মোর কিছুতেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিঞ্চিৎ, ( প্রাকৃত) কিছু}
- Bengali Word কিঞ্চিৎ English definition [কিন্চিত্] (অব্যয়) কিছু; সামান্য; অল্প; একটু (সকলে বাঁটিয়া লও কিঞ্চিৎ কিঞ্চিৎ-ভারতচন্দ্র রায় গুণাকর)। কিঞ্চিৎকর (অব্যয়) কিছু কাজের মতো বা উপযোগী। অকিঞ্চিৎকর বিপ। কিঞ্চিদধিক (অব্যয়) সামান্য বেশি; কিছু বেশি। কিঞ্চিদুষ্ণ (বিশেষণ) সামান্য গরম। কিঞ্চিদূন (বিশেষণ ) ঈষৎকম; কিছু ন্যূন। কিঞ্চিন্মাত্র (বিশেষণ) (বিশেষ্য) অল্প পরিমাণ; কিছুমাত্র একটুও (কিঞ্চিন্মাত্র শুনিতে চাহি না)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+চিৎ}
- Bengali Word কিঞ্জল , কিঞ্জল্ক English definition [কিন্জল, কিন্জল্কো] (বিশেষ্য) ১ পরাগ; পুষ্পরেণু। ২ কেশর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্ +√জল্+অ(অচ্)}
- Bengali Word কিটকিটা , কিটকিটে English definition [কিট্কিটা, কিট্কিটে] (বিশেষণ) মলিন; অতিশয় ময়লা (কালো কিটকিটে নিশ্চয়ই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিট্ট>কিট; দ্বিরুক্তিতে কিট্ট কিট্ট> কিটকিট+ইয়া=কিট্কিটিয়া>; (তৎসম বা সংস্কৃত শব্দ)√কিটকিটা (কিটকিটায়তে)}