ক পৃষ্ঠা ৬১
- Bengali Word কালানুসারী English definition [কালানুশারি] (বিশেষণ) সময়ানুযায়ী; কালক্রমিক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অনুসারী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কালান্তক English definition [কালান্ত্] (বিশেষ্য) যম। □ (বিশেষণ) প্রলয়ঙ্কর; কালের বা যুগের লোপ বা ধ্বংসকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অন্তক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কালান্তর English definition [কালান্তর্] (বিশেষ্য) ১ অন্য কাল; সময়ান্তর। ২ সময়ের বা যুগের পরিবর্তন; যুগশেষ; ভিন্নযুগ (১৮৭০ খ্রীষ্টাব্দকে কালান্তর ধরার আরো একটি যুক্তি আছে-আনিস চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অন্তর; অন্য কাল; (নিত্য সমাস)}
- Bengali Word কালাপানি English definition [কালাপানি] (বিশেষ্য) ১ দ্বীপান্তর দণ্ড; তদানীন্তন ভারতবর্ষ থেকে আন্দামানে দণ্ড। ২ সমুদ্র (তোদের দেশ ও আমাদের দেশের মধ্যে কালাপানির ব্যবধান-প্রথম চৌধুরী) ৩ সমুদ্রের পানি; মহাসাগরের কালো পানি (নিবিড় কালো কালাপানির কালো জলেই মুক্তা ফলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+(বাংলা) আ=কালা+পানি<(তৎসম বা সংস্কৃত শব্দ) পানীয়; (কর্মধারয় সমাস)
- Bengali Word কালাপাহাড় English definition [কালাপাহাড়্] (বিশেষ্য) ১ বিরাটাকায় ও ভয়ঙ্কর প্রকৃতির লোক। ১ ((আলঙ্কারিক)) চলিত সংস্কার বা রীতি নীতির ধ্বংসকারী বিদ্রোহী; iconoclast। ৩ তুর্কি আমলের একজন সেনাপতি যিনি প্রথমে হিন্দু ব্রাহ্মণ ছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দুদের বহু দেবমন্দির ও দেবমূর্তি ধ্বংস করেন। কালাপাহাড়ি (বিশেষণ) কালাপাহাড়ের মতো; কালাপাহাড় সংক্রান্ত (কালাপাহাড়ি কাণ্ড)। □ (বিশেষ্য) ধ্বংসলীলা (পিতামহের কীর্তির প্রতি কালাপাহাড়ী করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+বা.আ+(তৎসম বা সংস্কৃত শব্দ) পাষাণ>(প্রাকৃত) পাহাণ>পাহাড়(ণ>ড়); ( কর্মধারয় সমাস) }
- Bengali Word কালাবাজার, কালোবাজার English definition [কালাবাজার, কালোবাজার] (বিশেষ্য) গোপনে অধিক মূ্ল্যে ক্রয়-বিক্রয়; black market-এর পরিভাষা।কালোবাজারি, কালবাজারি (বিশেষ্য) গোপনে বেশি দামে কেনা-বেচা; black marketing।কালবাজারে, কালোবাজারে (বিশেষ্য) কালোবাজারি করে যে; black marketeer। { (বাংলা) কালা, কালো+(ফারসি) বাজার; +ই; ইয়া>এ}
- Bengali Word কালাম English definition [কালাম্] (বিশেষ্য) ১ বাণী; উক্তি; বাক্য (কহি ঐ একই কালাম-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))। ২ হুকুম; আদেশ (খোদার কালাম কি কখনো রদ হয়-মীর মশাররফ হোসেন)। কালামুল্লাহ (বিশেষ্য) আল্লাহর বাণী; কোরান (মা তাঁহার ক্ষুদে নাতনীটিকে এক মনে কালামুল্লাহ& পাড়াইতেছেন-মাহবুব-উল-আলম)। {(আরবি) কলাম}
- Bengali Word কালাশুদ্ধি English definition [কালাশুদ্ধি] (বিশেষ্য) (জ্যোশা) অকাল; অশুদ্ধ যোগ; যে কালে অনুষ্ঠান করলে কর্ম শুদ্ধ হয় না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অশুদ্ধি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কালাশৌচ English definition [কালাশোউচ্] (বিশেষ্য) হিন্দুদের পিতামাতা ইত্যাদি গুরুজনের মৃত্যুর পর বর্ষব্যাপী পালনীয় অশৌচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অশৌচ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কালি ১ English definition [কালি] ⇒ কাল২। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্য>কল্ল>কাল+ই=কালি, কাইল}
- Bengali Word কালি ২ English definition [কালি] (বিশেষ্য) তরল বাসজল রং; মসী (কালো কালি, লাল কালি, মনের কালি)। কালিঝুলি (বিশেষ্য) মসী ও ঝুল। চুনকালি (বিশেষ্য) কলঙ্ক। মুখে চুন কালি পড়া (ক্রিয়া) কলঙ্কে ভরে যাওয়া। হাড় কালি হওয়া (ক্রিয়া) অত্যন্ত কষ্ট ভোগ করা। হাত কালি করা (ক্রিয়া) কলঙ্কিত করা (তোমার মতো ক্ষুদ্র জীবকে মেরে আমি হাত কালি করতে চাইনে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ই}
- Bengali Word কালি ৩ English definition [কালি] (বিশেষ্য) ১ ক্ষেত্রের বা ঘন পদার্থের মাপ; বর্গফল; ঘনফল (বিঘা কালি, কাঠা কালি)। ২ একত্রীকরণ; সংকলন। কালিকরা, কালিকষা (ক্রিয়া) ক্ষেত্রফল বের করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কল্+ই}
- Bengali Word কালিক English definition [কালিক্] (বিশেষণ) ১ কাল সংক্রান্ত; সাময়িক (কোন আচরণই স্থানিক কালিক ও ব্যক্তিগত প্রভাব নিরপেক্ষ নয়-আহমদ শরীফ)। ২ সময়োচিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ইক (ঠঞ্)}
- Bengali Word কালিকা English definition [কালিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কালী বা চণ্ডী দেবীর রূপবিশেষ(গড় বেল্লার কঙ্কাল জালে সাজিয়াছ আজ তুমি কারিকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। কালিকাপুরাণ (বিশেষ্য ) হিন্দুদের কারিকা দেবীর মাহাত্ন্য বর্ণিত গ্রন্থবিশেষ। কালিকাশ্রম (বিশেষ্য) বিপাশা নদীর কূলে অবস্থিত হিন্দুদের কালিকা দেবীর মন্দির ও তীর্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালিক+আ(টাপ্)}
- Bengali Word কালিজিরা English definition [কালিজিরা] (বিশেষ্য) কৃষ বর্ণের ‘জিরা’নামক মসলা(মটরের ডাল,মসুরের ডাল, কালিজিরা আর ধনে।লঙ্কা-মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে -(জসীমউদ্দীন))।{(বাংলা) কাল>কালি+জিরা<(প্রাকৃত) জীরঅ<(তৎসম বা সংস্কৃত শব্দ) জীরক}
- Bengali Word কালিদহ English definition [কালিদহো] (বিশেষ্য) যমুনা গর্ভস্থ কালিয় নাগের বাসস্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালিয় হ্রদ, (বাংলা) কালি+দহ(বর্ণবিপর্যয়ে);৬ (তৎপুরুষ সমাস )}
- Bengali Word কালিদাস English definition [কালিদাশ] (বিশেষ্য) প্রাচীন ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি এবং রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম রত্ন; রঘুবংশ শকুন্তলা ইত্যাদি কাব্য-নাটকাদির রচয়িতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালী+দাস ৬ ( তৎপুরুষ সমাস); (কালিদাস শব্দে সংস্কৃত ব্যাকরণ অনুসারে কালী শব্দটি কালি রূপ গ্রহণ করে)}
- Bengali Word কালিনী English definition [কালিনি] (বিশেষণ) ১ দুঃখিনী; শোকাকুলা (কালিনী মায়ের প্রাণে ইহা বাহে কি-ঘনরাম চক্রবর্তী)। ২ কন্যকা (দশবর্ষীয়া)। কালিনীজাত (বিশেষণ) বে-জন্মা। ৩ কৃষ্ণ; কালো। ৪ কালিন্দী; যমুনা নদী (কালিনী নই কূলে- বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ইন্ (ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word কালিন্দী English definition [কালিন্দি] (বিশেষ্য) ১ যমুনা নদী। ২ রাগিণীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলিন্দ+অ(অণ্)+ঈ}
- Bengali Word কালিমা English definition [কালিমা] (বিশেষ্য) ১ মলিনতা; কালির দাগ। ২ কলঙ্ক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ইমন্}