ক পৃষ্ঠা ৬০
- Bengali Word কালবুদ English definition [কাল্বুদ] (বিশেষ্য) ১ ছাঁচ; দেহ; আধার (পড়িয়া রহিল বাসা খাকের কালবুদ-সৈয়দ হামজা)। ২ জুতা তৈরির কাঠের ফর্মা। ৩ খিলান গাথিঁবার ফর্মা। ৪ খিলান করা সাকোঁ; culvert। {(ফারসি) কালবুদ}
- Bengali Word কালবেলা English definition [কাল্ব্যালা] (বিশেষ্য) (জ্যোশা) অশুভ সময়।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+বেলা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কালবৈশাখী , কালবোশেখি English definition [কাল্বোইশাখি, কাল্বোশেখি] (বিশেষ্য) চৈত্র-বৈশাখ মাসের বৈকালের ঝড়বৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+বৈশাখী; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কালবোস , কালবাউশ English definition [কাল্বোশ্, কাল্বাউশ্] (বিশেষ্য) রুইমাছের তুল্য এক জাতীয় মাছ, এর রং কালো হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালবাস>?}
- Bengali Word কালম English definition [কালোম্] (বিশেষ্য) পঙ্গপাল(কালমে খাঈল ধান-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+ম; (আঞ্চলিক)}
- Bengali Word কালমেঘ English definition [কালোমেঘ্] (বিশেষ্য) যকৃতের রোগে উপকারী একপ্রকার তিক্ত গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+মেঘ; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কালরাত্রি English definition [কাল্রাত্ত্রি] (বিশেষ্য) ১ মৃত্যু বা বিপদের ভয় আছে এমন রাত্রি; ভয়ঙ্কর রাত্রি। ২ (জ্যোশা)রাত্রির অশুভ সময়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+রাত্রি; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কালশশী English definition [কালোশোশি] (বিশেষ্য) ১ কৃষ্ণচন্দ্র; কৃষ্ণপক্ষের চাঁদ।২ অমাবস্যার চাঁদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+শশী; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কালা ১ English definition [কালা্] (বিশেষণ) বধির; কানে শোনে না বা কম শোনে এমন(নহেত থাকিব কালা বোবা সমসর-সৈয়দ আলাওল )।{(বাংলা) কাল+(বাংলা) আ}
- Bengali Word কালা ২ English definition [কালা] (বিশেষণ) অতিশয় ঠান্ডা; শীতল।কালানো, কালিয়ে যাওয়া (ক্রিয়া) অতিশয় শীতল হওয়া;শীতে অসাড় হয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+(বাংলা) আ}
- Bengali Word কালা ৩ English definition [কালা] (বিশেষণ) ১ কালো; কৃষ্ণবর্ণ। ২ কলঙ্কিত(কালামুখ)। □ (বিশেষ্য) কৃষ্ণ(বড়ু চন্ডীদাসে কয় না হইল পরিচয়, রসের নাগর বড় কালা-চণ্ডীদাস)। চিকনকালা আদারার্থে শ্রীকৃষ্ণের নামান্তর; সুন্দর কৃষ্ণ।কালাআদমি, আদমী (বিশেষ্য) যাদের গায়ের রং ময়লা; প্রাচ্য দেশের লোক(তুমি আর গরীব কালা আদমীদের দুঃখের নিমিত্ত হয়ো না-রাজশেখর বসু (পরশু))।কালাকানুন (বিশেষ্য) অন্যায় আইন; প্রজার স্বার্থবিরোধী আইন; black act।কালাচাঁদ (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+( বাংলা) আ=কালা}
- Bengali Word কালাংড়া , কালেংড়া English definition [কালাঙ্ড়া, কালেঙ্ড়া] (বিশেষ্য) প্রাতঃকালীন গানের মিশ্র রাগবিশেষ(পরতা কালেংড়া বহু মধুর রাগিণী-কায়কোবাদ)।
- Bengali Word কালাইগর English definition [কালাইগর্] (বিশেষ্য) যে তামা বা পিতলের হাঁড়ি পাতিল ইত্যাদি কালাই করে (সে কি কথা? ছুতোর কামার কালাইগর, মুচী- সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) রুল’ঈ+ (ফারসি) গর}
- Bengali Word কালাকাল English definition [কালাকাল্] (বিশেষ্য) সময় অসময়; শুভ ও অশুভ সময় (কালাকাল মানা নাই, কলির বিচার-রবীন্দ্রনাথ ঠাকুর)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অকাল; ( দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word কালাগুরু English definition [কালাগুরু] (বিশেষ্য) কালো রঙের সুগন্ধযুক্ত চন্দন; কৃষ্ণবর্ণ অগুরু কাঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অগুরু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কালাগ্নি , কালানল English definition [কালাগ্নি, কালানল] (বিশেষ্য) প্রলয়য়াগ্নি; সৃষ্টি ধ্বংসকারী আগুন (আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব-বহ্নি কালনল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অগ্নি, অনল; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কালাজাম , কালোজাম English definition [কালাজাম্, কালোজাম] (বিশেষ্য) ১ কালো রঙের জাম (সম্প্রতি কালোজাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জাম। ৩ কালো রঙের মিষ্টান্ন বিশেষ। {কাল+আ=কালা+জাম<জামু<জম্মু<(তৎসম বা সংস্কৃত শব্দ) জম্বু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কালাজ্বর English definition [কালাজর্] (বিশেষ্য) প্লীহা রক্তাল্পতা ইত্যাদি লক্ষণযু্ক্ত একপ্রকার জ্বর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+(ফারসি) আজার = কালাজ্বার; জ্বরের সঙ্গে এক মনে করে ‘জ্বর=জ্বার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কালাতিক্রম , কালাতিপাত , কালাত্যয় English definition [কালাতিকক্রোম্, কালাতিপাত্, কালাত্তয়্] (বিশেষ্য) ১ সময় কাটানো; কালক্ষেপ। ২ সময় বয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অতিক্রম, অতিপাত, অত্যয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কালানুবর্তী English definition [কালানুবোর্তি] (বিশেষণ) সময় বা যুগের অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অনুবর্তী; ৬ (তৎপুরুষ সমাস)}