• Bengali Word কাসুন্দি , কাসন্দি English definition [কাশুন্‌দি, কাশোন্‌দি] (বিশেষ্য) সরিষার তৈরি আচারবিশেষ। পুরনো কাসুন্দি (বিশেষ্য) শুনতে অনিচ্ছুক জানা পুরনো কাহিনী (আমি বললুম, ও তো পুরনো কাসুন্দি-সৈয়দ মুজতবা আলী; কাসন্দি আচার-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাসমর্দ>( প্রাকৃত) কাসুংদ>(বাংলা) কাসুন্দি}