ক পৃষ্ঠা ৫৮
- Bengali Word কারোয়াঁ , কারোয়ান English definition ⇒ কারাভান
- Bengali Word কার্কশ্য English definition [কার্কোশ্শো] (বিশেষ্য) কর্কশতা; রূঢ়তা। (স্বামী কর্কশ্য প্রদর্শন করিলেও রোযবশা ও প্রতিকূলচারিণী হইবে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্কশ+য(ষ্যঞ্)}
- Bengali Word কার্টিজ English definition ⇒ কার্তুজ
- Bengali Word কার্ড English definition [কার্ড] (বিশেষ্য) ১ মোটা কাগজের টুকরা; পুরু কাগজখণ্ড। ২ পোস্টকার্ড; চিঠি লেখার পুরু কাগজখণ্ড। {(ইংরেজি ) card, post card}
- Bengali Word কার্তিক , কার্ত্তিক English definition [কার্তিক] (বিশেষ্য) ১ বৎসরের সপ্তম মাস। ২ দেব-সেনাপতি কার্তিকেয়। □ (বিশেষণ) সুন্দর চেহারাবিশিষ্ট; রূপবান (দেখতে একেবারে কার্তিক)। কার্তিকে (বিশেষণ) কার্তিক মাসে হয় এমন। লোহার কার্তিক((ব্যঙ্গার্থ) (আলঙ্কারিক))-বহিঃসৌন্দর্যযু্ক্ত অপদার্থ ব্যক্তি; মাকাল ফল; Iron October। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃত্তিকা+অ(অণ্)}
- Bengali Word কার্তুজ , কার্টিজ English definition [কার্তুজ্, কার্টিজ্] (বিশেষ্য) বন্দুকের টোটা; cartridge (শিকার কি করে করবো বন্দুকের যে কার্তুজ নেই- ওবায়েদুল হক)। {(ফরাসি) cartouche; (ইংরেজি) cartridge}
- Bengali Word কার্দিয়াল English definition [কার্দিয়াল্] (বিশেষ্য) আন্তরিকতা; cordial (এ আঁতাত কার্দিয়াল-এর ভিতর যথেষ্ট অর্থ আছে-প্রথম চৌধুরী)। {(ফরাসি) Cordiale}
- Bengali Word কার্নিভ্যাল English definition [কার্নিভ্যাল্] (বিশেষ্য) আনন্দমেলা; আনন্দোৎসব (কার্নিভ্যাল বা জুয়াখেলা হলে তার আপত্তি হতে পারতো- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) carnival}
- Bengali Word কার্নিশ , কার্ণিশ (অশুদ্ধ) English definition [কার্নিশ্] (বিশেষ্য) ১ দেয়াল বা ছাদের বাইরের দিকে বেড়ে থাকা প্রান্তভাগ। {(ইংরেজি) Cornice}
- Bengali Word কার্পণ্য English definition ⇒ কৃপণ
- Bengali Word কার্পাস , কাপাস English definition [কার্পাশ্] (বিশেষ্য) তুলাবিশেষ। □ (বিশেষণ) কার্পাস দ্বারা প্রস্তুত। কাপাস হাসি (বিশেষ্য) কার্পাসের ন্যায় শুষ্ক হাসি (লজ্জার খাতিরে তিনি কিছুই হয়নি বলে কাপাস হাসি হাসতে চেষ্টা করেছিলেন-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্পাসী+অ(অণ্)=কার্পাস> (প্রাকৃত) কপ্পাস> (বাংলা ) কাপাস}
- Bengali Word কার্পেট , কারপেট English definition [কারপেট] (বিশেষ্য) গালিচা; carpet। {(ইংরেজি) carpet }
- Bengali Word কার্বন, কারবন English definition [কার্বোন্] (বিশেষ্য) ১ অঙ্গার; carbon । ২ অঙ্গার হীরক ও কৃষ্ণ সীসকাদিরূপে পরিণত অমিশ্র পদার্থ।কার্বনিক, কারবনিক বিণ। কার্বন ডাই অক্সাইড (বিশেষ্য) কার্বন ও অক্সিজেনে সৃষ্ট বায়বীয় পদার্থ বিশেষ। কার্বন পেপার (বিশেষ্য) একপিঠে কালি মাখানো কাজগ বিশেষ যার উপরে ও নিচে কাগজ রেখে উপরের কাগজে লিখলে নিচের কাগজে লেখা ওঠে। কার্বনিক অ্যাসিড (বিশেষ্য) অঙ্গারাম্ল। {(ইংরেজি) Carbon}
- Bengali Word কার্বা , কারাবা English definition [কার্বা, কারাবা] (বিশেষ্য) গোলাপ পাশ; রৌপ্যাদি নির্মিত সুগন্ধি জলের পাত্র (নয়নের কার্বা যে মোর ছাপিয়ে ঢেউ খেলে যায়- সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) করাবাহ}
- Bengali Word কার্মার English definition [কর্মার্] (বিশেষ্য) কামার; লোহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মন+অ(অণ্)}
- Bengali Word কার্মিক English definition [কার্মিক্] (বিশেষ্য) ১ কারুকর্ম বা সূচিকার্য করা হয়েছে এমন; সূচিকর্ম দ্বারা চিত্রিত (কার্মিক বস্ত্রে মণ্ডিত করিয়া সিংহাসন প্রস্তুত করা হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ কার্যসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মন্+ইক(ঠক্)}
- Bengali Word কার্মুক English definition [কারমুক] (বিশেষ্য) ১ ধনু (কার্মুক টংকারি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ তুলা ধোনার যন্ত্র। কার্মুকধারী (বিশেষণ) ধনুর্ধর। কার্মুকধারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মন্+উক(উকঞ্)}
- Bengali Word কার্য English definition [কার্জো] (বিশেষ্য) ১ কাজকর্ম। ২ প্রয়োজন; নিমিত্ত (কোন কার্যে এসেছে?)। ৩ উপকার; ফল (ঔষধে কার্য সাধন হওয়া)। ৪ শাস্ত্রবিহিত কর্ম; শ্রাদ্ধ ইত্যাদি ক্রিয়া। □ (বিশেষণ) কর্তব্য; করণীয়; কৃত্য (অবশ্যকার্য)। কার্য করা, কার্যকারী(-রিন্) (বিশেষণ) ফলদায়ক; উপযোগী; ক্রিয়াসধক। কার্যকরী, কার্যকারিণী (স্ত্রীলিঙ্গ)। (বিশেষ্য) কার্যকরতা, কার্যকারিতা বি। কার্যকরী (বিশেষণ) ১ কাজে পরিণত (কার্যকরী হওয়া)। ২ কার্য পরিচালনা করে এমন (কার্যকরী সংসদ)। কার্যকলাপ (বিশেষ্য) কাজকর্ম; কর্মপ্রবাহ; কর্মসমূহ। কার্যকারক (বিশেষ্য) চাকর; নফর; আমলা (তাঁহার কার্যকারকগণ মধ্যে কয়েকজন এক বেঞ্চে পা ঝুলাইয়া বসিয়া আছেন-মীর মশাররফ হোসেন)। কার্যকারণ সম্বন্ধ-কাজের সঙ্গে কারণের ও কারণের সঙ্গে কাজের সম্বন্ধ; কার্য ও কারণের পারস্পরিক আপেক্ষিক সম্বন্ধ। কার্যকাল (বিশেষ্য) ১ কর্মকাল; চাকরি ইত্যাদির ব্যাপ্তিকাল। ২ প্রয়োজনের সময় (কার্যকালে কারো দেখা নেই)। কার্যকুশল, কার্যদক্ষ, কার্যপটু (বিশেষণ) কর্মনিপুণ। কার্যক্রম (বিশেষ্য) কার্যতালিকা; programme।কার্যক্ষম (বিশেষণ) কাজ করতে সমর্থ; কর্মক্ষম। কার্যগতিকে (ক্রিয়াবিশেষণ) কাজের প্রয়োজনে; কাজের তাগিদে। কার্যত (ক্রিয়াবিশেষণ) ১ প্রকৃত প্রস্তাবে; ফলত। ২ কার্যকালে; প্রয়োজনের সময়ে। কার্যতৎপর (বিশেষণ) ১ কাজে উদ্যমী বা সচেষ্ট। ২ কর্মপটু; কার্যদক্ষ। কার্যনির্বাহ (বিশেষ্য) কার্যসমাধা; কার্যসাধন। কার্যদক্ষ ⇒ কার্যকুশল। কার্যনির্বাহক (বিশেষণ) কার্য সমাধানকারী কর্মসম্পাদক (কার্যনির্বাহক সংসদ)। কার্যনিষ্পত্তি (বিশেষ্য) কাজের মীমাংসা বা সমাধান। কার্যপটু ⇒ কার্যকুশল। কার্য পদ্ধতি (বিশেষ্য) কর্মপ্রণালি; কাজের রীতি। কার্য পরস্পরা (বিশেষ্য) ক্রমানুযায়ী কর্মসমূহ। কার্যপরিষদ (বিশেষ্য) সরকারি প্রধান দপ্তরখানা; secretariat। কার্যফল (বিশেষ্য) কর্মফল; কাজের পরিণাম। কার্যবশত (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) কাজের অনুরোধে; কর্ম নিবন্ধন। কার্যবাহ (বিশেষ্য) কর্মপ্রবাহ; সভাদিতে আলোচিত বা নির্বাচিত বিষয় সকল; proceedings। কার্যব্যপদেশে (ক্রিয়াবিশেষণ) কাজের উদ্দেশ্যে। কার্যরত (বিশেষণ) কাজে নিযু্ক্ত বা ব্যস্ত।কার্যসমাধা, কার্যসম্পাদন, কার্যসাধন (বিশেষ্য ) কর্মনির্বাহ; কাজের শেষ। কার্যসিদ্ধি, কার্যোদ্ধার (বিশেষ্য) ১ অভীষ্টলাভ; বাঞ্ছিত কাজের ফললাভ। ২ সাফল্য; কৃতকার্যতা। কার্যাকার্য (বিশেষ্য) ১ ভালো কাজ ও খারাপ কাজ; কর্ম ও কুকর্ম। ২ বিধেয় ও অবিধেয় কাজ। কার্যার্থী (বিশেষণ) কর্মপ্রার্থী; চাকরির উমেদার। কার্যাথির্নী(স্ত্রীলিঙ্গ)। কার্যাধ্যক্ষ (বিশেষ্য) কর্মনিয়ন্তা; কর্মাধ্যক্ষ; কাজের তত্ত্বাবধায়ক।কার্যানুরোধে (ক্রিয়াবিশেষণ) কার্যবশে; কাজের প্রয়োজনে। কার্যান্তর (বিশেষ্য ) অন্য কাজ; ভিন্ন কর্ম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+য(ণ্যৎ)}
- Bengali Word কার্যোদ্ধার English definition ⇒কার্যসিদ্ধি
- Bengali Word কার্শ্য English definition ⇒ কৃশ