ক পৃষ্ঠা ৫৫
- Bengali Word কামিন English definition [কামিন্] (বিশেষ্য) স্ত্রীমজুর; মজুরনি (একটি কামিন একখানে দেখা দিতে এলে তার কামিনীর কাছে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কমিণী>কামিনী>কামিন}
- Bengali Word কামিনী English definition [কামিনি] (বিশেষ্য) ১ রমণী; স্ত্রীলোক (তিনি বিবাহিতা কামিনী-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্ত্রী; পত্নী। ৩ অতিশয় কামার্ত নারী। ৪ একপ্রকার সুগন্ধ ফুল। কামিনী সুলভ (বিশেষণ) স্ত্রীজাতির পক্ষে স্বাভাবিক বা সাধারণ এমন (কামিনীসুলভ কোমলতা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word কামিল English definition ⇒ কামেল
- Bengali Word কামিলা English definition ⇒ কামলা
- Bengali Word কামিয়াব English definition [কামিয়াব্] (বিশেষণ) কৃতকার্য; সফল (খুদা তোমাকে কামিয়াব করুক-জগলুল হায়দার আফরিক)। কামিয়াবি (বিশেষ্য) কৃতকার্যতা; সফলতা। {(ফারসি) কামিয়াব}
- Bengali Word কামী (-ইন্)(ইনি) English definition [কামি] (বিশেষণ) ১ কামুক; কামবিশিষ্ট (কামী মনঃ মজাতে বিভ্রমে কামাতুরা-মাইকেল মধুসূদন দত্ত)। ২ ইচ্ছুক; অভিলাষী (শান্তিকামী)। কামিনী ( স্ত্রীলিঙ্গ)। {স.√কম্, (বাংলা) √কাম+ইন্(ইনি)}
- Bengali Word কামুক English definition [কামুক্] (বিশেষণ) ১ যৌন সম্ভোগেচ্ছা অত্যন্ত প্রবল এমন; কামাতুর। ২ অভিলাষী। কামুকা, কামুকী (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+ উক(উকঞ্)}
- Bengali Word কামেজ English definition ⇒ কামিজ
- Bengali Word কামেল , কামিল English definition [কামেল্, কামিল্] (বিশেষণ) সিদ্ধ; পূর্ণাঙ্গ; নিষ্কলঙ্ক (বেটি বলে বটে যদি কামেল ফকির-সৈয়দ হামজা)। □ (বিশেষ্য) সিদ্ধপুরুষ; সাধুব্যক্তি (মিলন শাহ নামক কামিল ফকিরের মুরীদ হন-সৈয়দ মুর্তাজা আলী)। {(আরবি) কামিল}
- Bengali Word কামেলকার , কামিলকার English definition [কামেল্কার্, কামিল্কার্] (বিশেষণ) সুদক্ষ; সুনিপুণভাবে করে এমন (আমাগো গিরামে এমন কামিলকার আছে আগে জানতাম না-(জসীমউদ্দীন))। {(বাংলা) কাম+ইল(অথবা (আরবি) কামিল)+ ( ফারসি) কার}
- Bengali Word কামেশ্বর English definition [কামেশ্শর্] (বিশেষ্য) অভিষ্টদাতা; কাম্যবস্তু দান করার ক্ষমতাসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+ঈশ্বর; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কামোদ English definition [কামোদ্] (বিশেষ্য) সঙ্গীতের রাগবিশেষ। কামোদা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ ) সঙ্গীতের রাগিণী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+দ>}
- Bengali Word কাম্বোজ English definition [কাম্বোজ্] বিবিণ কম্বোজ নামক দেশের অধিবাসী। {কেম্বোজ+অ(অণ্)}
- Bengali Word কাম্য English definition [কাম্মো] (বিশেষণ) ১ বাঞ্ছনীয়; অভিলষণীয়; অভীষ্ট। ২ ভোগ্য। ৩ ফল লাভের জন্য অনুষ্ঠেয়। কাম্যফল ( বিশেষ্য) কামনার ফল বা পরিণতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাম্+ণিচ্+য(যৎ)}
- Bengali Word কামড় English definition [কামোড়্] (বিশেষ্য) ১ দংশন; দাঁতের চাপ বা আঘাত (সাপের কামড়)। ২ নির্দয় দাবি বা চাপ; অন্যায় লোভ (মহাজনের সুদের কামড়)। ৩ যন্ত্রণা; বেদনা (পেটের কামড়)। কামড় কাটা, কামড় দেওয়া, কামড় বসানো, কামড় মারা (ক্রিয়া) ১ দাঁত দিয়ে দংশন করা; দন্তাঘাত করা। ২ অধিক অর্থাদি দেওয়ার জন্য চাপ দেওয়া। কামড়াকামড়ি (বিশেষ্য) ১ পরস্পর দংশন। ২ মারামারি। কামড়ানো, কামড়ান (ক্রিয়া) ১ দংশন করা; দাঁত দ্বারা আঘাত করা। ২ দাবি করা; দাবি আদায়ের জন্য চাপ দেওয়া। ৩ বেদনা বা যন্ত্রণাবোধ করা; শূলানো। ৪ সজোরে চেপে ধরা (মেশিনে হাত কামড়ে ধরেছে)। ৫ দৃঢ়সঙ্কল্প হয়ে থাকা (ভিটে-মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি (বিশেষ্য) ব্যথা; যন্ত্রণাবোধ; শূল। কামড়ে ধরা, কামড়াইয়া ধরা (ক্রিয়া) ১ দাঁত দিয়ে ধরা; দাঁতে কামড় দিয়ে ধরা। ২ আঠার মতো চেপে ধরা। তেলকামড়া (বিশেষণ) কাপড়ে তেলের মতো লেগে থাকে এমন, সহজে ছাড়তে চায় না এমন। তেল কামড়ি বি। পেট কামড়ানি (বিশেষ্য) ১ পেটের যন্ত্রণা; পেটের অসুখ। ২ গোপন কথা বলার জন্য অস্থিরতা। বিষপিঁপড়ার কামড় (বিশেষ্য) গা জ্বালাকর যন্ত্রণাদায়ক আক্রমণ (কথা তো নয় বিষপিঁপড়ার কামড়)। মরণ কামড় (বিশেষ্য) যে কামড়ের ফল মৃত্যু। ((আলঙ্কারিক )) চরম সর্বনাশকর আক্রমণ। হাত কামড়ানি (বিশেষ্য) ক্ষোভ; মনস্তাপ; আফসোস। {(প্রাকৃত) কম্মণ>কম্মড়>}
- Bengali Word কার ১ English definition [কার্] (সর্বনাম) কোন লোকের / ব্যক্তির। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্>ক, কা+র; বা.কাহার>}
- Bengali Word কার ২ English definition [কার্] (বিশেষ্য) পাকানো সুতা; পকেট বা টেঁকঘড়ি বাঁধার সুতাবিশেষ। {(ইংরেজি) cord}
- Bengali Word কার ৩ English definition [কার্] (বিশেষ্য) গাড়ি; মোটরগাড়ি বা ট্যাক্সি (এলোমেলো বাঁকা পায়ে, ট্রামে বাসে হয়তো বা কারএ-বিষ্ণু দে)। {(ইংরেজি) car}
- Bengali Word কার ৪ English definition [কার্] (বিশেষ্য) কারাগার; কারাবাস (চোরে দিয়া মিয়া সাউদেরে দেয় কার- মৈগী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কারা>}
- Bengali Word কারক English definition [কারোক্] (বিশেষ্য) (ব্যাকরণ) বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত শব্দ। □ (বিশেষণ) কর্ম সম্পাদক। (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কারিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ + অক(ম্বুল্)}