ক পৃষ্ঠা ৫৬
- Bengali Word কারকিত , কারকুত English definition [কার্কিত্, কার্কুত্] (বিশেষ্য) কার্যনৈপুণ্য; কারিগরি (ধানের জমিতে যে কারকিত করিতে হয়, তার চারগুণ কারকিত নীলের জমিতে দরকার-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কৃ> (বাংলা) কার+কিত(<√কৃ+ক্বিপ&=কৃৎ)}
- Bengali Word কারকুন English definition [কার্কুন্] (বিশেষ্য) ১ জমিদারির তত্ত্বাবধায়ক; বিষয়-সম্পত্তির তদারককারী বা হিসাবরক্ষক (শৃগালের কেহ দেওয়ান কেহ কারকুন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ মুসলমান আমলের রাজস্ব বিভাগীয় কর্মচারী (নদিান নামেতে তার আছয়ে কারকুন-ময়মনসিংহ গীতিকা)। {(ফারসি) কারকুন=যে কাজ করে}
- Bengali Word কারখানা English definition [কার্খানা] ১ (বিশেষ্য) কর্মশালা; যে স্থানে শিল্পদ্রব্য প্রস্তুত হয়; factory। ২ খণ্ড; বিরাট ব্যাপার (দেখে জাতি ছত্রিশ ছত্রিশ কারখানা-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) কারখানাহ }
- Bengali Word কারগো English definition [কার্গো] (বিশেষ্য) জাহাজের মাল (তিনি বিশ বৎসরে যে কারগো বোঝাই নিয়েছেন বিশ বৎসর যাবে হজম কত্তে-দীনবন্ধু মিত্র)। {(ইংরেজি) Cargo}
- Bengali Word কারচুপি , কারচোপ , কারচূবি , কারচোব English definition [কার্চুপি, কারচোপ্, কার্চুবি, কার্চোব্] (বিশেষ্য) ১ কাপড় বা অন্য কিছুর উপর নকশার কাজ (তাতে কতই না কারচুপি -সৈয়দ মুজতবা আলী; বুকে জরীর কারচোপের কর্মকরা কাবা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); হাতেতে কারচুবি চুড়ি পায়েতে পাশলি-ফকির গরীবুল্লাহ)। ২ চালাকি; কৌশল (সব টাকার কারচুপি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) কারচোব}
- Bengali Word কারণ ১ English definition [কারোন্] (বিশেষ্য) ১ হেতু; নিমিত্ত। ২ উদ্দেশ্য; প্রয়োজন। ৩ যা থেকে বা যার যোগে কার্য সম্পন্ন হয়। ৪ যা থেকে কোনো বিষয় সংঘটিত হয়। ৫ মূল; বীজ। ৬ তান্ত্রিক পদ্ধতিতে ব্যবহৃত মদ। (কারণ-অমৃত পরিপূর্ণ অতুলিত-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (অব্যয়) কেননা; যেহেতু (সে ভাত খায় নাই কারণ সে অসুস্থ)। কারণজল, কারণবারি (বিশেষ্য) ১ শাস্ত্রোক্ত আদিম পানি যা থেকে জীবের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। ২ (ব্যঙ্গার্থ)মদ।কারণ-মালা (বিশেষ্য) কাব্যালঙ্কার বিশেষ। কারণ শরীর (বিশেষ্য) বেদান্তোক্ত সূক্ষ্ম দেহবিশেষ। কারণিক ( বিশেষণ) ১ কারণ সম্বন্ধীয়। □ (বিশেষণ) (বিশেষ্য) পরীক্ষক; বিচারক; কারণ অনুসন্ধান করে যে। কারণীভূত (বিশেষণ) ১ কারণস্বরূপ। ২ কারণরূপে কল্পিত বা উপস্থাপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word কারণ ২ English definition [কারোন্] (বিশেষ্য) ১ যদ্দ্বারা কাজ করা হয়। ২ ইন্দ্রিয়। ৩ দেহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word কারণ্ডব English definition [কারোন্ডব্] (বিশেষ্য) একপ্রকার হাঁস; বালিহাঁস (কারণ্ডব খঞ্জন করকট-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কারণ্ড+√বা+অ(ক) অথভা কারণ্ড+অ(অণ্)}
- Bengali Word কারদানি, কারদানী English definition ⇒ কেরদানি
- Bengali Word কারপরদাজ , কারপরদাজি English definition [কার্পর্দাজ্, কার্পর্দাজি] (বিশেষ্য) কর্মচারী; প্রতিনিধি স্থানীয় ভৃত্য; তত্ত্বাবধায়ক ( রায় মহাশয়ের কারপরদাজেরা নায়েব মহাশয়ের মৃতদেহ… লুক্কায়িত করিল-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) কারপরদাজ (ফারসি ) কারপরদাজি= যে কাজ তদারক করে; কাজ তদারকির কাজ}
- Bengali Word কারপেট English definition ⇒ কার্পেট
- Bengali Word কারফরমা English definition [কার্ফরমা] (বিশেষ্য) ১ আদেশ দান করে যে; সেনাপতি। ২ বাদশাহি আমলের কর্মচারীর উপাধিবিশেষ। {(ফারসি) কারফরমান= কায়ফরমাঁ> কারফরমা; কারফর্মা}
- Bengali Word কারফা English definition [কারফা] (বিশেষ্য) সঙ্গীতের তালবিশেষ (পাকা তবলচির মত রেলগাড়িটা কি সুন্দর কারফা বাজিয়ে যাচ্ছে-(কাজী নজরুল ইসলাম))। {(হিন্দী) কাহারবা>(বাংলা) কারফা}
- Bengali Word কারফিউ English definition [কার্ফিউ] (বিশেষ্য) নির্ধারিত সময়ে বাড়ির বাইরে বা রাস্তায় না যাওয়ার নির্দেশ(জেলখানার চতুর্দিকে কারফিউ জারী করিতে দেখা যায় নাই-সৈয়দ ওয়ালিউল্লাহ)। {(হিন্দী) curfew}
- Bengali Word কারবন , কারবনিক , কারবলিক English definition ⇒ কার্বন
- Bengali Word কারবা English definition [কার্বা] (বিশেষ্য) নৃত্যবিশেষ (দুনিয়ার আদরের ফুরতির আতরের- মনোহারী বেলোয়ারী কারবা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(হিন্দী) কাহারবা>}
- Bengali Word কারবার English definition [কার্বার্] (বিশেষ্য) ১ ব্যবসা (পাটের কারবার)। ২ পেশা; বৃত্তি। ৩ ব্যবহার; আদানপ্রদান জনিত সম্পর্ক (তাদের সঙ্গে কারবার ভালো যাচ্ছে না)। ৪ কাজকর্ম। কারবারি (বিশেষ্য) ব্যবসায়ী। {(ফারসি) কারওবার }
- Bengali Word কারবালা English definition [কার্বালা] (বিশেষ্য) ইরাক দেশস্থ এক প্রসিদ্ধ ময়দান-হযরত ইমাম হোসেন দামেস্কাধিপতি এজিদের ষড়যন্ত্রমূলক যুদ্ধে এখানে শহীদ হন। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) যে স্থানে পানি দুর্লভ। {(আরবি) কারবালাহ}
- Bengali Word কারবেল্লা English definition [কার্বেল্লো] (বিশেষ্য) করলা গাছ। কারবেল্লী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) উচ্ছে। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কার+√বেল্ল্+আ}
- Bengali Word কাররবাই English definition [কার্রোবাই] (বিশেষ্য) ১ কর্মকৌশল; ব্যবহার; পেশা। ২ আপত্তিকর কার্যাবলি বা আচরণ; কেরদানি। {(ফারসি) কাররা্বাঈ+বা, ই}