- Bengali Word কারাভান , কারোয়াঁ , কারোয়ান English definition [কারাভা, কারোয়াঁ, কারোয়ান্] (বিশেষ্য) ১ অভিযাত্রীদল (ইসলামের কারাভান চালিবারে পারে-গোলাম মোস্তফা; এই কারোয়াঁর সিপাহসালার আমার পিয়ারা নবী করিম-গোলাম মোস্তফা; কোন&দিগেতে কারোয়ানেরা ঘোড়া হাতি উট … লইয়া বসিয়া আছে-রামরাম বসু)।
২ মরুযাত্রীদল।
{(ফারসি) কাররাবাঁ; (ইংরেজি ) Caravan}