ক পৃষ্ঠা ৫৭
- Bengali Word কারসাজ English definition [কার্সাজ্] (বিশেষণ) ১ ভাঙাগড়ার নিয়ামক; সৃষ্টিকর্তা। ২ চালাক; চালবাজ। কারসাজি, কারসাজী (বিশেষ্য) ১ চালাকি; কূটকৌশল (ভেবে দেখ সুন্নত বিষম কারসাজী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ ছলচাতুরী; প্রবঞ্চনা (প্রকাশকের কারসাজিতে বিভিন্ন কবির নামে প্রচারিত একই কাব্য-আনিস চৌধুরী)। {(ফারসি) কারসাজ}
- Bengali Word কারা English definition [কারা] (বিশেষ্য) কয়েদ; আটক। কারাগার, কারাগৃহ (বিশেষ্য ) জেলখানা; কয়েদখানা; বন্দীশালা। কারাধ্যক্ষ, কারাপাল (বিশেষ্য) জেলখানার অধ্যক্ষ; জেলের ভারপ্রাপ্ত কর্মচারী; jailor। কারাবাস (বিশেষ্য) ১ বন্দীভাবে কারাগারে অবস্থিতি; বন্দিত্ব। ২ কারাগার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অঙ্)+আ}
- Bengali Word কারাবা , কার্বা English definition [কারাবা, কার্বা] (বিশেষ্য) কাচের তৈরি শিশি বোতল প্রভৃতি পাত্র (গোলাপজলের মুখ আঁটা ছিল, কে কার্বা ভাঙ্গিয়া ফেলিল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) কারাবা }
- Bengali Word কারাভান , কারোয়াঁ , কারোয়ান English definition [কারাভা, কারোয়াঁ, কারোয়ান্] (বিশেষ্য) ১ অভিযাত্রীদল (ইসলামের কারাভান চালিবারে পারে-গোলাম মোস্তফা; এই কারোয়াঁর সিপাহসালার আমার পিয়ারা নবী করিম-গোলাম মোস্তফা; কোন&দিগেতে কারোয়ানেরা ঘোড়া হাতি উট … লইয়া বসিয়া আছে-রামরাম বসু)। ২ মরুযাত্রীদল। {(ফারসি) কাররাবাঁ; (ইংরেজি ) Caravan}
- Bengali Word কারার English definition ⇒ করার
- Bengali Word কারি ১ English definition [কারি] (বিশেষণ) মলিন; কৃষ্ণবর্ণ বিশিষ্ট; কালো (কাঞ্চন কাঁতি বরণ ভেল কারি-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কালী>কারি-(ল>র)}
- Bengali Word কারি ২ ,কারী ৩ English definition [কারি] (বিশেষ্য) কোরান পাঠক; যিনি বিশুদ্ধভাবে কোরান পাঠ করেন (কাজী ছাড়ে কলমা কোরান ছাড়ে কারী -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) কারী}
- Bengali Word কারি ৫ English definition [কারি] (বিশেষ্য) শিল্পকার্য। কারিগর, কারিকর (বিশেষ্য) কারুশিল্পী; মিস্ত্রি (এ বড় কারিকরে, কুঁদিলে তাহারে-চণ্ডীদাস; কে এমন কারিগর বানাইলে ঘর-চণ্ডীদাস)। কারিগরি, কারিকরি (বিশেষ্য) ১ সূক্ষ্ম শিল্পকার্য; শিল্পনৈপুণ্য। ২ কারিগরের কাজ বা পেশা। ৩ কৌশল; চালাকি; ফন্দি (আমি আজ মনে মনে যে কারিকুরি এঁচেছি-মীর মশাররফ হোসেন)। ৪ গতি; উপায়। □ (বিশেষণ) ১ শিল্প বা শিল্পনৈপুণ্য সম্বন্ধীয়; technical; কারিগর সংক্রান্ত। ২ শিল্পনৈপুণ্যবিশিষ্ট। {(ফারসি) কার}
- Bengali Word কারিকা English definition [কারিকা] (বিশেষ্য) ১ শ্লোকপূর্ণ ব্যাখ্যা পুস্তক; অল্পাক্ষর বৃত্তিদ্বারা বহু অর্থজ্ঞাপক কবিতা। ২ শিল্পকার্য। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কর্মকর্ত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অক(ন্বুল্)+আ(টাপ্)=কারক>}
- Bengali Word কারিত English definition [কারিতো] (বিশেষণ) অপরের দ্বারা কৃত; করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ই(ণিচ&)= কারি(করানো)+ত(ক্ত)= কারিত}
- Bengali Word কারিন্দা English definition [কারিন্দা] (বিশেষ্য) কর্মচারী, গোমস্তা; ম্যানেজার (কেরানী-কারিন্দা, ক্লার্ক মুছুদ্দি দেওয়ান-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) কারিন্দাহ }
- Bengali Word কারিব , করিব English definition [কারিব্, কোরিব্] (বিশেষণ) নিকটবর্তী; প্রায় আসন্ন (নির্দিষ্ট সময় কারিব হয়ে গেছে-আবদুর রশীদ ওয়াসেকপুরী)। {(আরবি) করীব}
- Bengali Word কারী ২ , কারি ৩ English definition [কারি] (বিশেষণ) কার্যকরী; ফলদায়ক (কোন মন্ত্রই কারী হচ্ছে না-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ইন্(ণিনি)=কারি্, ১মা একব-কারী)}
- Bengali Word কারু English definition [কারু] (বিশেষ্য) শিল্পী; শিল্পকার; artisan। □ (বিশেষণ) নির্মাতা; কর্তা। কারুকর্ম, কারুকলা, কারুকার্য, কারুশিল্প (বিশেষ্য) ১ শিল্পকর্ম; কাঠ ধাতু ইত্যাদির কারিগরি শিল্প; crafts। ২ নকশা। ৩ শিল্পবিদ্যা।কারুছত্র (বিশেষ্য) কারুকর্ম বিদ্যার সত্র বা বিতরণের স্থান (শিল্পের পাঠশালা শিল্পের হাট কারুছত্র কলাভবন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কারুশিল্পী, কারুকর্মী (বিশেষ্য) কারিগর; শিল্পী; artisan; craftsman। কারু-সমবায় (বিশেষ্য ) ১ শিল্পোৎপাদন ও শিল্প বিক্রয়ের উদ্দেশ্যে গঠিত সমবায় প্রতিষ্ঠান। যেখানে শিল্পীরা একত্রে মিলিত হয়ে শিল্প সম্বন্ধীয় বিষয় আলোচনা করেন; guild; organization। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+উ(উণ্)}
- Bengali Word কারুণিক English definition [কারুনিক্] (বিশেষণ) দয়ালু; করুণাময়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করুণা+ইক্(ঠক্)}
- Bengali Word কারুণ্য English definition [কারুন্নো] (বিশেষ্য) করুণা বা করুণার ভাব; দয়াশীলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করুণ+য(ষ্যঞ্)}
- Bengali Word কারুশিল্প , কারুশিল্পী , কারুসমবায় English definition ⇒ কারু
- Bengali Word কারেক্ট English definition [কারেক্ট্] (বিশেষণ) নির্ভুল। {(ইংরেজি) correct}
- Bengali Word কারেন্সি নোট English definition [কারেন্সি নোট্] (বিশেষ্য) নগদ মুদ্রার পরিবর্তে দেয় সরকারি ছাপমারা কাগজ বা নোট। {(ইংরেজি) currency notes}
- Bengali Word কারোয়া English definition [কারোয়া] (বিশেষ্য) কেওড়া। {(ফারসি) করাবিয়াহ (ইংরেজি) caraway}