- Bengali Word কৃপণ, কিরপিন English definition [কৃপোন্, কির্পিন্] (বিশেষণ) ১ অত্যন্ত ব্যয়কুষ্ঠ; কিপটে; কঞ্জুস; খরচ না করে কেবল সঞ্চয় করতে চায় এমন (লোকে বলত আমি নাকি বড্ডো কিরপিন-(কাজী নজরুল ইসলাম))।
২ অনুদার; নীচপ্রবৃত্তি।
কৃপণা (স্ত্রীলিঙ্গ)।
- Bengali Word কৃপণতা, কার্পণ্য English definition (বিশেষ্য)।
কৃপণের কড়ি কৃপণের ধন (বিশেষ্য) খরচ না করে অত্যন্ত যত্নের সঙ্গে যে অর্থ সঞ্চয় করা হয়।
{( তৎসম বা সংস্কৃত শব্দ)
√কৃপ্+অন(ক্যুন্)=কৃপণ>কিরপিন(স্বরভক্তিতে)+তা(পন্), য(ষ্যঞ্)}
- Bengali Word অকৃপণ English definition [অকৃপোন্,অকৃপন্] (বিশেষণ) ১ মুক্তহস্ত; বদান্য (অনেক দেছেন যিনি মনবেরে অকৃপণ করে-সত্যেন্দ্রনাথ দত্ত)।
২ অমিতব্যয়ী।
৩ প্রচুর (উদার অকৃপণ-রবীন্দ্রনাথ ঠাকুর)।
অকৃপণতা (বিশেষ্য)।
{(তৎসম বা সংস্কৃত) অ+কৃপণ; (বহুব্রীহি সমাস)}