• Bengali Word কারু English definition [কারু] (বিশেষ্য) শিল্পী; শিল্পকার; artisan। □ (বিশেষণ) নির্মাতা; কর্তা। কারুকর্ম, কারুকলা, কারুকার্য, কারুশিল্প (বিশেষ্য) ১ শিল্পকর্ম; কাঠ ধাতু ইত্যাদির কারিগরি শিল্প; crafts। ২ নকশা। ৩ শিল্পবিদ্যা।কারুছত্র (বিশেষ্য) কারুকর্ম বিদ্যার সত্র বা বিতরণের স্থান (শিল্পের পাঠশালা শিল্পের হাট কারুছত্র কলাভবন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কারুশিল্পী, কারুকর্মী (বিশেষ্য) কারিগর; শিল্পী; artisan; craftsman। কারু-সমবায় (বিশেষ্য ) ১ শিল্পোৎপাদন ও শিল্প বিক্রয়ের উদ্দেশ্যে গঠিত সমবায় প্রতিষ্ঠান। যেখানে শিল্পীরা একত্রে মিলিত হয়ে শিল্প সম্বন্ধীয় বিষয় আলোচনা করেন; guild; organization। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+উ(উণ্‌)}