• Bengali Word করার , কড়াল , কড়ার English definition [করার্‌, কড়াল্‌, কড়ার্‌] (বিশেষ্য) ১ চুক্তি; শর্ত (আদ্যের গুরু অর্ধেক ধরার! মৃত্যুর ডেরায় মুক্তির করার!-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অঙ্গীকার; স্বীকৃতি; ওয়াদা (আমি এই রাতে তারে দিয়াছি করার-সৈয়দ হামজা)। {(আরবি) করার }
    • Bengali Word করারদাদ English definition [করার্‌দাদ্‌] (বিশেষ্য) মীমাংসিত বাক্য; সর্বসম্মত সংকল্প। {(আরবি) করার্‌ }
    • Bengali Word ইকরার English definition ⇒ একরার