• Bengali Word কবালা , কবলা , কওলা English definition [কবালা, কব্‌লা, কওলা] (বিশেষ্য) বিক্রির চুক্তি-দলিল (একটা বিলাতী টিনের ছোট বাক্‌সতে উইল, কবালা, খত ইত্যাদি রাখিয়া থাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; আগেই ও পাড়ার হরেন বোসের নামে ভিটা সে কওলা ক’রে দিয়ে টাকা নিয়ে রেখেছিল-নরেন্দ্রনাথ মিত্র; যতদিন…… কাবালা করে আমার দখল কাবেজে না দেও, ততদিন এই অবস্থায় কয়েদ থাকতে হবে-মীর মশাররফ হোসেন)। কট-কবলা (বিশেষ্য) শর্তবিশিষ্ট বিক্রির দলিল; যে চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে চুক্তিপত্র বিক্রয় দলিলে রূপান্তরিত হয়। {(আরবি) কাবালাহ }
    • Bengali Word কটকবালা English definition ⇒ কট২