• Bengali Word কাবেজ , কাবেয , কাবিয English definition [কাবেজ্‌, কাবেয, কাবিজ্‌] (বিশেষণ) ১ আয়ত্ত; করতলগত; অধীন (যতদিন … কাবালা করে আমার দখল কাবেজে না দেও-মীর মশাররফ হোসেন)। ২ নিস্তেজ; কাবু; দুর্বল (আমির আলীর ব্যাপারটাই তাঁকে এমন কাবেজ করিয়া ফেলিয়াছে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) কাবিদ (আরবি) কবদ}