• Bengali Word কাঁঠি , কাঁটি , কাঠি English definition [কাঁঠি, কাঁটি, কাঠি] (বিশেষ্য) ১ মাছধরা জালে ব্যবহৃত লোহার তৈরি বর্তুলাকার দ্রব্যবিশেষ। ২ কন্ঠমালার বিচি বা দানা (উবু ঝুঁটি গলায় কাঁটি দুই কানে সোনার মাকড়ি একদল মালি মালিনী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শুকপাখির গলদেশস্থিত রেখা। ৪ ছোট পেরেক। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী>(প্রাকৃত) কংঠী> কাঁঠি}