- Bengali Word কাতর English definition [কাতোর্] (বিশেষণ) ১ বিপন্ন।
২ দুঃখে পীড়িত।
৩ অধীর; ব্যাকুল।
৪ কুণ্ঠিত।
৫ অভাবগ্রস্ত; কাঙাল (সাধু নহে ধনেতে কাতর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
কাতরতা, কাতর্য বি।
কাতরা (স্ত্রীলিঙ্গ)।
কাতরকন্ঠ, কাতরস্বর (বিশেষ্য) যন্ত্রণা প্রকাশক ধ্বনি; আর্তরব।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কু>কা+√তৃ+অ>; (তৎসম বা সংস্কৃত শব্দ) সুপ&সুপা}
- Bengali Word কাতরা English definition [কাত্রা] (বিশেষ্য) ফোঁটা; এক অঞ্জলি (মিশে যায় কেন সেই কাত&রা জীবনের অতলান্ত দরিয়ায়-ফররুখ আহমদ)।
{(আরবি) কতরাহ}
- Bengali Word কাতরানো , কাতরান English definition [কাত্রানো] (ক্রিয়া) ১ যন্ত্রণায় কাতর হয়ে শব্দ করা; আর্তনাদ করা।
২ ছটফট করা।
□ (বিশেষ্য) উক্ত সকল অর্থে।
কাতরানি (বিশেষ্য) ১ যন্ত্রণাসূচক কাতর শব্দ; আর্তনাদ; গোঙানি (বুড়া মানুষের কাতরানি শুনিতে পাইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
২ ছটফটানি (এই ভাতের জন্যে কাতরানি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কাতর+ বা.আ>√কাতরা+আনো, আন}