• Bengali Word কাইট , কাট English definition [কাইট্‌, কাট্‌] (বিশেষ্য) তৈলাদির গাদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিট্ট>কাইট (অর্ধতৎসম)}
    • Bengali Word ব্রঙ্কাইটিস English definition [ব্রোঙ্‌কাইটিস্‌] (বিশেষ্য) বায়ুনালির প্রদাহ রোগ; শ্বাসনালির শ্লৈষ্মিক ঝিল্লির বিকারজনিত শিরঃপীড়া, স্বরভঙ্গ, গাঢ় শ্লেষ্মা ও কাসি, গলা ঘড়ঘড়, বুকে বেদনাবোধ, শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণজনিত ব্যাধি। {(ইংরেজি) bronchitis}