• Bengali Word কাঠ , কাট English definition [কাঠ্‌, কাট্‌] (বিশেষ্য) ১ কাষ্ঠ; গাছের কাণ্ড ও শাখার শক্ত অংশ। ২ ((আলঙ্কারিক)) কঙ্কাল; হাড় (দেহে কাঠ ছাড়া আর আছে কি!)। □ (বিশেষণ) ১ কাঠের মতো অনড় ও স্পন্দনশূন্য (আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম-সুকুমার রায়)। ২ রসশূন্য (শুকিয়ে কাঠ হওয়া)। ৩ শক্ত; অসাড় (মরে কাঠ হওয়া)। ৪ নিস্তব্ধ; অবাক (নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঠ কাঠ, কাট কাট (বিশেষ্য) কাঠের ন্যায় শক্ত; শুষ্ক ও লাবণ্যহীন (গড়নটা বড় কাটকাট-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঠকাঠরা, কাটকাটরা (বিশেষ্য) কাঠের তৈরি আসবাবপত্র। কাঠকুড়ানি, কাঠকুড়ানিয়া/ কাঠকুড়ানে (বিশেষ্য), (বিশেষণ) কাঠ কুড়িয়ে জীবিকা নির্বাহকারী (সাত আট বৎসরের সৌভাগ্যবান কাঠকুড়ানে ব্রাহ্মণের ছেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাঠখড় (বিশেষ্য) মাল মসলা। কাঠখড় পোড়ানো (ক্রিয়া) অভীষ্ট সিদ্ধির জন্য বহুবিধ চেষ্টা ও উদ্যোগ আয়োজন করা; ব্যয় ও পরিশ্রম করা (কাইরো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না-সৈয়দ মুজতবা আলী)। কাঠখড়ি (বিশেষ্য) ১ শক্ত খড়িমাটি বিশেষ। ২ জ্বালানি কাঠ। কাঠখড়ি হওয়া, কাঠে খড়ে হওয়া (ক্রিয়া) মরা; মরে কাঠ ও কঠিন রোগে পোড়ার মতো হওয়া। কাটখোট্টা ⇒ কাটখোট্টা। কাঠখোলা (বিশেষ্য) বালি না দিয়ে যে খোলায় ভাজা হয়। কাঠগড় ( বিশেষ্য) উদূখল। কাঠগড়া (বিশেষ্য) ১ কাঠের বেড়া দেওয়া মঞ্চ বা ঘর; কাঠরা (কাঠগড়াতে যারা দাঁড়ায় অশুচি তো নয়কো তারা মূলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কাঠের তৈরি বেড়া (চারিদিকে কাঠগড়া মত্ত হাতী মাঝে- ঘচ)। কাঠগোলা (বিশেষ্য) কাঠের আড়ত ও কারখানা; কাঠের গুদাম। কাঠ গোলাপ (বিশেষ্য) বনগোলাপ; গন্ধহীন গোলাবিশেষ (আবাদ করিতে জানিলে কাঠগোলাপ বসরাগোলাপে পরিণত হয়- প্রথম চৌধুরী)। কাঠচোটা (বিশেষণ) কর্কশ; নীরস; রুক্ষ (বজ্রনির্ঘোষের মত এই কাঠচোটা স্বরই করুণা আর স্নেহক্ষীর হয়ে ঝরে- নই)। কাঠঠোকরা (বিশেষ্য) এক রকম পাখি; woodpecker। কাঠপিঁপড়া, কাটপিঁপড়া (বিশেষ্য) কালো রঙের বড়ো পিঁপড়া বিশেষ যা কাঠে থাকে। কাঠফড়িং (বিশেষ্য) কাঠির মতো সরু ফড়িং বিশেষ। কাঠফাটা (বিশেষণ) কাঠও ফেটে যায় এমন তীব্র (দুপুরের এই কাঠফাটা রোদ-এআ)। কাঠবমি (বিশেষ্য) শুষ্ক বমনের বেগ যাতে কিছুই ওঠে না। কাঠবিড়াল, কাঠবেরাল (বিশেষ্য) ইঁদুর জাতীয় বৃক্ষচর প্রাণী বিশেষ। কাঠবিড়ালি, কাঠবেরালি (স্ত্রীলিঙ্গ)। কাঠমল্লিকা (বিশেষ্য) বনমল্লিকা ফুল। কাঠমূরতি (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) কাঠের ন্যায় প্রাণহীন মূর্তি; জড়মূর্তি (কাঠমূরতি ঐছন আছয়ে কবি বিদ্যাপতি ভনে-(বিদ্যাপতি))। কাঠে কাঠে (ক্রিয়াবিশেষণ) ১ ঠিক ঠিক; ‍মুখে মুখে পরস্পরের জোড়ের সঙ্গে(কাঠে কাঠে মেলা)। ২ সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। কাঠে খড়ে করা (ক্রিয়া) চরম ব্যবস্থা করা। কাঠের পুতুল ( বিশেষ্য) ব্যক্তিত্বহীন মানুষ; figurehead। {স.কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ, কাট}
    • Bengali Word কাঠখোট্টা English definition ⇒ কাটখোট্টা
    • Bengali Word কাঠরা [কাঠ্‌রা] English definition ⇒ কাটরা।