• Bengali Word কাজল , কাজর English definition [কাজোল্‌, কাজোর্‌] (বিশেষ্য) অঞ্জন (কাজরে সাজল মদন ধনু-বিদ্যাপতি)। □ (বিশেষণ) কাজলের ন্যায় বর্ণবিশিষ্ট (কাজল মেঘের নীল অঞ্জন- রঠা)। কাজল কেশর (বিশেষ্য) কাজলের মতো ঘনকৃষ্ণ কেশ (রূপের অতল কাজল কেশর-মুনীর চৌধুরী)। কাজলদাম (বিশেষ্য) কাজল সদৃশ ঘন কৃষ্ণবর্ণ কেশরাশি (ক্ষরিত কাজলদামে পদ্মনীল আঁখি-সাহ)। কাজলপাতা (বিশেষ্য) কাজল রাখার পাত্র (শিয়রে রাখিবার কাটারী আর রূপার কাজল পাতা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)।কাজললতা (বিশেষ্য) কাজল তৈরি করার ও রাখার আধার বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল>কাজল>কাজর(ল=র)}
    • Bengali Word কাজলা ১ English definition [কাজ্‌লা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কাজলবর্ণ; উজ্জ্বল শ্যামবর্ণা (কাজলা মেয়ে-(কাজী নজরুল ইসলাম))। {(বাংলা) কাজল+ আ(আদরে বা স্ত্রীলিঙ্গে=কাজলা)}
    • Bengali Word কাজলা ২ English definition [কাজ্‌লা] (বিশেষ্য) করাতিদের ব্যবহৃত কাষ্ঠকীলক; গোঁজ; খিল; wedge। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ>কাঠ+ (বাংলা) লা>}