• Bengali Word কাছ English definition [কাছ্‌] (বিশেষ্য) ১ নিকট; সমীপ (তার কাছে থেকে)। ২ নদীর তীর; তট; কূল। ৩ পরিধেয় বস্ত্রের দ্বিতীয়ঞ্চল; কচ্ছ (বীর কাছ পরিধান, কোপে বীর কম্পমান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৪ অঙ্গাবরণ; দেহের আবরণ; পরিচ্ছদ। ৫ কোমর; কটিদেশ(কাছের কলসী-বড়ু চণ্ডীদাস)। কাছে (ক্রিয়াবিশেষণ) ১ নিকটে; সন্নিধানে (কাছে এসো)। ২ পাশে (সে যে কাছে এসে বসেছিল- রঠা)। ৩ সহিত; সঙ্গে (তার কাছে বাহাদুরি চলবে না)। ৪ তুলনায় (ওর কাছে তুমি কিছুই নাও)। ৫ বিবেচনা (আমার কাছে আপন পর সব সমান)। ৬ নাগালে (হাতের কাছে)। কাছে-কাছে (ক্রিয়াবিশেষণ) ১ সঙ্গে সঙ্গে (কাছে কাছে থাকা)। ২ সর্বদা নিকটে। ৩ খুব নিকটে; অতিশয় কাছে। কাছে পিঠে (ক্রিয়াবিশেষণ) সন্নিকটে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কচ্ছ> (বাংলা) কাছ}