• Bengali Word কর্ক, কাক ১ English definition [কর্‌ক্‌, কাক্‌] (বিশেষ্য) শিশিবোতলের মুখ আটকাবার ছিপি; কাক। {(ইংরেজি) cork}
    • Bengali Word কর্কট, কর্কটক English definition [কর্‌কট্‌, কর্‌কটক্‌] (বিশেষ্য) ১ কাঁকড়া। ২ টিউমার জাতীয় প্রসারণশীল সাংঘাতিক রোগবিশেষ; ক্যান্সার। ৩ জ্যোতিষ শাস্ত্রে উল্লিখিত রাশি বিশেষ। কর্কটক্রান্তি (বিশেষ্য) বিষুব রেখার উপরিস্থ নিরক্ষীয় অঞ্চরের সীমা নির্দেশক অক্ষরেখা; tropic of Cancer। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কর্ক্‌+অট(অটন্‌)}
    • Bengali Word কর্করা , করকরা , কড়কড়া English definition [কর্‌করা, কর্‌করা, কড়্‌কড়া] (বিশেষণ) শুষ্ক বাসি (ভাত); পর্যুষিত (সালন দিয়ে কর্করা ভাত খাওয়ার প্রস্তাব)। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ক+ √রা+ অ(ক)}