- Bengali Word কাঁকই , কাঁকুই , কাকই English definition [কাঁকোই, কাঁকুই, কাঁকোই] (বিশেষ্য) বড় ও মোটা দাঁড়ার চিরুনি (রাণীর কেশে কাঁকুই টানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ; ঘরে আছে গন্ধ তৈল আরেচ কাকই দিয়া-ময়মনসিংহ গীতিকা)।
{( তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কতিকা>কাঁকইআ>কাঁকই, কাকই}