- Bengali Word কাংস , কাংস্য , কাংসক , কাংস্যক English definition [কাঙ্শো, কাঙ্শো, কাঙ্শক্, কাঙ্শক্] (বিশেষ্য) ১ কাঁসা; তামা ও রাং এর মিশ্রণ জাত ধাতু।
২ কাঁসার বাসন বা পেয়ালা।
৩ কাঁসার তৈরি বাদ্যযন্ত্র বিশেষ; কাঁসি (কাংস্যও রজতের ন্যায় মধুরনাদী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
□ (বিশেষণ) কাঁসার তৈরি (কাংস্য ঘটে গঙ্গাজল-মোহিতলাল মজুমদার)।
কাংস্য-কর্কশ (বিশেষণ) কাঁসার আওয়াজের মতো শ্রুতিকটু (কাংস্য-কর্কশ কন্ঠস্বর অনেকক্ষণ শোনা গেল না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)।
কাংস্যকার (বিশেষ্য) কাঁসারি।
কাংস্যনিন্দিত (বিশেষণ) কাঁসার কর্কশ ধ্বনি অপেক্ষাও শ্রুতিকটু (কাংস্যনিন্দিত কন্ঠস্বর)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কংস+ঈয়(ছ)=কাংস্য+ক(কব্)}