• Bengali Word কাঁপ , কাঁপন , কাঁপুনি English definition [কাঁপ্‌, কাঁপোন্‌, কাঁপুনি] (বিশেষ্য) কম্পন; স্পন্দন (উলিদের দর্প শুনি উপজিল কাঁপ-হেয়াত মাহমুদ; আমার বুকের ভেতর কাঁপুনি জাগল না-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্প>(প্রাকৃত) কংপ> ( বাংলা) √কাঁপ, +অন, উনি}
    • Bengali Word কাঁপন English definition ⇒ কাঁপ
    • Bengali Word কাঁপানে , কাঁপানো English definition [কাঁপানে, কাঁপানো] (বিশেষণ) যা কাঁপায় বা কম্পিত করে। {√কম্প্‌>(প্রাকৃত) কংপ>( বাংলা) √কাঁপ্‌+ই(ণিচ্‌)+ আন+ইয়া (কাঁপানিয়া)> এ (কাঁপানে আনো (কাঁপানো)}