• Bengali Word কাঁচল , কাঁচুলি , কাঁচলি English definition [কাচোল্‌, কাচুলি, কাচোলি] (বিশেষ্য) স্ত্রীলোকদের স্তন-আবরক বস্ত্র; বুকের আবরণ (আঁচলখানি পড়েছে খসি পাশে, কাঁচলখানি পড়িবে বুঝি টুটি-রবীন্দ্রনাথ ঠাকুর; মুক্তাভূষিত কাঁচলি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চুলী, কঞ্চুলিকা>(প্রাকৃত) কংচুলি> কাঁচুলি}