Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মহাবিষুব Bengali definition [মহাবিশুব্] (বিশেষ্য) মেষ রাশিতে সূর্যের সংক্রমণ কাল; দিন ও রাত্রির সমান হওয়ার সময়; চৈত্র সংক্রান্তি। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিষুব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাবীর Bengali definition [মহাবির্‌] (বিশেষণ) অতিশয় বীর্যবান বা বিক্রমশালী। □ (বিশেষ্য) ১ রামায়ণোক্ত হনুমান। ২ সুবিখ্যাত জৈন ধর্ম প্রচারক বর্ধমান মহাবীর। মহাবীর্য (বিশেষ্য) অতিশয় বীরত্ব (মহাবীর্যের পরীক্ষা)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বীর; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাবৃহতী Bengali definition [মহাবৃহোতি] (বিশেষ্য) বড় বেগুন। {(তৎসম বা সংস্কৃত) মহা+বৃহতী}
  • Bengali Word মহাবেগ Bengali definition [মহাবেগ্‌] (বিশেষ্য) অতি দ্রুত বেগ বা গতি (মহা বেগে চলা)। মহাবেগবান (বিশেষণ) অত্যন্ত বেগযুক্ত। মহাবেগবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বেগ}
  • Bengali Word মহাবৈদ্য Bengali definition [মহাবোইদ্‌দো] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ চিকিৎসক। ২ (ব্যঙ্গার্থ) হাতুড়ে চিকিৎসক; যম। {(তৎসম বা সংস্কৃত) মহা+বৈদ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাবোধ Bengali definition [মহাবোধ্‌] (বিশেষ্য) ১ মহাবোধসম্পন্ন। ২ বৌদ্ধধর্ম প্রচারক। মহাবোধি (বিশেষ্য) বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) মহা+বোধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাব্যাধি Bengali definition [মহাবোধি] (বিশেষ্য) ১ দুরারোগ্য রোগ। ২ কুষ্ঠরোগ। ৩ ক্যানসার, এইডস প্রভৃতি দুরারোগ্য ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্যাধি; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাব্যোম Bengali definition [মহাব্যোম্‌] (বিশেষ্য) নভোমণ্ডল; মহাশূন্য; মহাকাশ (মহাব্যোম জুড়ে বেড়ায় আশ্রয়হারা পাখী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্যোম; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাব্রণ Bengali definition [মহাব্‌ব্রোন্‌] (বিশেষ্য) দুষ্টব্রণ; দুষ্টক্ষত। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্রণ}
  • Bengali Word মহাব্রাহ্মণ Bengali definition [মহাব্রাম্‌হোন্‌] (বিশেষ্য) ১ হিন্দুসমাজে নিন্দিত ব্রাহ্মণ; নিকৃষ্ট ব্রাহ্মণ। ২ অগ্রদানী ব্রাহ্মণ; অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) মহা+ব্রাহ্মণ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাভাগ Bengali definition [মহাভাগ্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ অত্যন্ত সৌভাগ্যবান। ২ মহান; মহাশয়; সদগুণসম্পন্ন ব্যক্তি (হে মহাভাগ, আপনার পূজা করিব ইচ্ছা হইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মহাভাগা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভাগ্য>}
  • Bengali Word মহাভাব Bengali definition [মহাভাব্‌] (বিশেষ্য) প্রেম ভক্তি প্রভৃতির সর্বোচ্চ অবস্থা; বৈষ্ণবতত্ত্বের রাধাভাব; কৃষ্ণপ্রেম। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভাব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাভারত Bengali definition [মহাভারোত্‌] (বিশেষ্য) ১ বেদব্যাস রচিত কুরু-পাণ্ডবের কাহিনী বিষয়ক সংস্কৃত মহাকাব্য ও তার অনুবাদ গ্রন্থ। ২ (আলঙ্কারিক) অত্যন্ত বিরাট কাহিনী (তোমার মহাভারত শোনার সময় নেই এখন)। মহাভারত অশুদ্ধ হওয়া (ক্রিয়া) বিশেষ বা বৃহৎ কোনো দোষ হওয়া (এতে আর মহাভারত অশুদ্ধ হবে না)। মহাভারত আরম্ভ করা (ক্রিয়া) (ব্যঙ্গার্থ) অতি বিস্তৃত ভূমিকাসহ কোনো বিরাট কাহিনী শুরু করা (আবার তোমার মহাভারত আরম্ভ করলে?)। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভারত; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাভিক্ষু Bengali definition [মহাভিক্‌খু] (বিশেষ্য) বৌদ্ধ ধর্মপ্রচারক; বুদ্ধদেব। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভিক্ষু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাভুজ Bengali definition [মহাভুজ্‌] (বিশেষণ) ১ দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত। ২ মহাবল; মহাবীর। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভুজ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাভুল, মহাভ্রম Bengali definition [মহাভুল্‌, মহাব্‌ভ্রোমো] (বিশেষ্য) বিষম বা মস্ত ভুল। {(তৎসম বা সংস্কৃত) মহা+ (বাংলা) ভুল, (তৎসম বা সংস্কৃত) ভ্রম}
  • Bengali Word মহাভৈরব Bengali definition [মহাভোইরব্‌] (বিশেষ্য) মহাদেব; শিব। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভৈরব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাভয়ঙ্কর, মহাভয়ংকর Bengali definition [মহাভয়োঙ্‌কর্‌] (বিশেষ্য) অত্যন্ত ভীতিপ্রদ; ভয়ানক। □ (বিশেষণ) ঘোর (মহাভয়ঙ্কর দুর্যোগ)। মহাভয়ঙ্করা, মহাভয়ঙ্করী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+ভয়ঙ্কর, ভয়ংকর; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহামণ্ডল Bengali definition [মহামন্‌ডোল্‌] (বিশেষ্য) বিরাট সঙ্ঘ বা সমবায়। বৌদ্ধ; ভিক্ষু পরিষদ। {(তৎসম বা সংস্কৃত) মহা+মণ্ডল; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহামতি, মহামনাঃ, মহামনা Bengali definition [মহামোতি, মহামোনাহ্‌, মহামনো] (বিশেষণ) ১ উদারহৃদয়; অতি উন্নতচরিত্র; মহানুভব (মহামতি আকবর; আরবে তোমার সেই মহামনা পুত্রের গুণে চিরশান্তি বিরাজিত হইবে-শেখ আবদুর রহিমর)। ২ অতিশয় বুদ্ধিমান। {(তৎসম বা সংস্কৃত) মহা+মতি, মনস্‌; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহামনস্বী(-স্বিন্‌) Bengali definition [মহামনোশ্‌শি] (বিশেষণ) অত্যন্ত প্রতিভা সম্পন্ন; মহামনা; অতি প্রশস্তচিত্ত। মহামনস্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+মনস্বী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহামহিম Bengali definition [মহামোহিম্‌] (বিশেষণ) ১ অতিশয় মহান; মহাসম্মানিত; প্রচুর মহিমাসম্পন্ন (মহামহিম বিচারক সাহেব)। ২ প্রতাপবান। {(তৎসম বা সংস্কৃত) মহা+মহিমা}
  • Bengali Word মহামহিমান্বিত Bengali definition [মহামোহিমান্‌নিতো] (বিশেষণ) অতিশয় গৌরবান্বিত। মহামহিমান্বিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+মহিমান্বিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহামহোপাধ্যায় Bengali definition [মহামহোপাদ্‌ধ্যায়্‌] (বিশেষ্য) ১ ইংরেজ আমলে সংস্কৃতজ্ঞ পণ্ডিতকে সরকার প্রদত্ত উপাধিবিশেষ। ২ অত্যন্ত শ্রদ্ধেয় আচার্য। □ (বিশেষণ) ১ পণ্ডিতাগ্রগণ্য (মহামহো-পাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ২ (ব্যঙ্গার্থ) জ্ঞানশূন্য। {(তৎসম বা সংস্কৃত) মহামহ+উপাধ্যায়; মহান+মহৎ+উপাধ্যায়, (তুলনীয়) শামসুলউলেমা}
  • Bengali Word মহামাংস Bengali definition [মহামাঙ্‌শো] (বিশেষ্য) নরমাংস; মনুষ্য মাংস। {(তৎসম বা সংস্কৃত) মহা+মাংস; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহামাত্য Bengali definition [মহামাত্‌তো] (বিশেষ্য) প্রধানমন্ত্রী; Prime Minister। {(তৎসম বা সংস্কৃত) মহা+অমাত্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহামাত্র Bengali definition [মহামাত্‌ত্রো] (বিশেষ্য) ১ প্রধানমন্ত্রী। ২ ধনবান ব্যক্তি। ৩ মাহুত (কতিপয় কৃষ্ণকায় মহামাত্র সমভিব্যহারে উপকূল সন্নিহিত এক উন্নত হরিত প্রদেশের প্রান্তভাগে উপস্থিত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) মহা+মাত্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহামানী(-নিন্‌) Bengali definition [মহামানি] (বিশেষণ) ১ সম্মানিত; অতি গৌরবযুক্ত। ২ অতিশয় মান্য। ২ গর্বিত; অতিশয় অভিমানী (অভিমানে মহামানী বীরকুলর্ষভ রাবণ-মাইকেল মধুসূদন দত্ত)। মহামানিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+মানী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহামারী, মহামারি Bengali definition [মহামারি্‌] (বিশেষ্য) ১ মহাগণ্ডগোল; গোলযোগ; বিশৃঙ্খলা (খারিজি সহিতে আজি কর মহামার-হেয়াত মাহমুদ; সে এক মহামারি কাণ্ড)। ২ বহু প্রাণীর মৃত্যু হয় এমন সংক্রামক ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) মহা+মারী,>}
  • Bengali Word মহামায়া Bengali definition [মহামায়া] (বিশেষ্য) ১ অবিদ্যা; হিন্দু পুরাণোক্ত অবিদ্যারূপিণী দেবী; মায়াদেবী। ২ প্রকৃতি। ৩ দুর্গাদেবী ভগবতী। ৪ লক্ষ্মী (উর মহামায়া দেহ পদছায়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মহা+মায়া; (বহুব্রীহি সমাস)}