Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঐন্দ্রজালিক Bengali definition ইন্দ্রজাল
  • Bengali Word ঐন্দ্রিয় Bengali definition [ওইন্‌দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয় সম্বন্ধীয়; প্রত্যক্ষ।
  • Bengali Word ঐন্দ্রিয়ক Bengali definition ( বিশেষণ ) ইন্দ্রিয় সম্বন্ধীয়; প্রত্যক্ষ। ঐন্দ্রিয়িক (বিশেষ্য) ইন্দ্রিয় সম্বন্ধীয়; ইন্দ্রিয় পরায়ণ। {( তৎসম বা সংস্কৃত) ইন্দ্রিয়+অ(অণ; ইক(ঠক্)}
  • Bengali Word ঐরাবত Bengali definition [ওইরাবত্] (বিশেষ্য) ১ হাতি (ঐরাবতেরে চালায় মাহুত শুধু বুদ্ধির ছলে-কাজী নজরুল ইসলাম)। ২ পরাণ-প্রসিদ্ধ সমুদ্র মন্থনে উত্থিত হস্তী; হিন্দুপুরাণে ইন্দ্রের বাহনের নাম ‘ঐরাবত’। {(তৎসম বা সংস্কৃত) ইরা+বৎ+অ(অণ্)}
  • Bengali Word ঐরূপ Bengali definition [ওইরুপ্] (বিশেষণ) ঐপ্রকার; ঐরকম; ঐমত; অমন। {বাংলা ঐ+(তৎসম বা সংস্কৃত ) রূপ}
  • Bengali Word ঐরেয় Bengali definition [ওইরেয়ো] (বিশেষ্য) অন্ন জাত মদ্য; পচানি। {(তৎসম বা সংস্কৃত) ইরা(=অন্ন)+এয়(ঢক্)}
  • Bengali Word ঐশ , ঐশ্বিক , ঐশ্বর Bengali definition [ওইশো, ওইশ্‌শিক্, ওইশ্‌শর্] (বিশেষণ) ঈশ্বর সম্বন্ধীয়; ঈশ্বরের, ঈশ্বরকৃত। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ঐশী (ঐশী মায়া)। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্ +অ(অণ্), ইক (ঠক্), বর(বরচ্) + অ(অণ্)}
  • Bengali Word ঐশ্বরিক Bengali definition [ওইশ্‌শোরিক্] (বিশেষণ) ঈশ্বর বিষয়ক; ঈশ্বর সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত ) ঈশ্বর+ইক্(ঠক্)}
  • Bengali Word ঐশ্বর্য Bengali definition [ওইশ্‌শোর্‌জো] (বিশেষ্য) ১ ধন; সম্পত্তি; বিভব। ২ বিপুল ধনসম্পত্তির সহিত প্রভাব প্রতিপত্তি। ৩ অণিমা লঘিমা ব্যাপ্তি প্রকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব কামাব সায়িতা এই আট প্রকারের যোগলব্ধ অলৌকিক শক্তি বা গুণ। ৪ ঈশ্বরত্ব; প্রভুত্ব; প্রভুর ভাব। ঐশ্বর্যগর্ব, ঐশ্বর্যমদ (বিশেষ্য) ধনগর্ব; ধনের অহঙ্কার। ঐশ্বর্যগর্বিত, ঐশ্বর্যমত্ত (বিশেষণ) ধনগর্বিত। ঐশ্বর্যবান, ঐশ্বর্যশালী,ঐশ্বর্যসম্পন্ন (বিশেষণ) ঐশ্বর্যের অধিকারী। ঐশ্বর্যব্রতী, ঐশ্বর্যশালী, ঐশ্বর্যসম্পন্না (স্ত্রীলিঙ্গ)। ঐশ্বর্যমত্ততা (বিশেষ্য) ধনসম্পত্তি ও তজ্জনিত প্রভাব-প্রতিপত্তির হেতু অত্যধিক অহংকার বা গর্বান্ধতা। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্বর +য(ষ্যঞ্)}
  • Bengali Word ঐষীক Bengali definition [ওইশিক্] (বিশেষণ) ঈষিকা সম্বন্ধীয়। □ (বিশেষ্য) মহা-ভারতের সৌপ্তিক পর্বের অন্তর্গত পর্ব বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ঈষিকা+ অ(অণ্)}
  • Bengali Word ঐষ্টিক Bengali definition [ওইশ্‌টিক্] (বিশেষণ) ১ ইষ্টসম্বন্ধীয়। ২ যজ্ঞ সম্বন্ধীয়; যজ্ঞীয়। {(তৎসম বা সংস্কৃত) √যজ্ +ত(ক্ত)= ইষ্ট+ইক(ঠক্)}
  • Bengali Word ঐসন Bengali definition ঐছন
  • Bengali Word ঐসে Bengali definition ঐছে
  • Bengali Word ঐস্লামিক Bengali definition [ওইস্‌স্লামিক্] (বিশেষণ) ইসলাম সম্বন্ধীয় (ইহা কখনও ঐস্লামিক বিধি সঙ্গত নহে-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) ইসলাম +(তৎসম বা সংস্কৃত) ইক(ঠক্)=ঐস্লামিক; (তুলনীয়) ( ইংরেজি) Islamic}
  • Bengali Word ঐহলৌকিক Bengali definition [ওইহোলোউকিক্] (বিশেষণ) ইহলোক সম্বন্ধীয়; ঐহিক। পারলৌকিক বিপ। {(তৎসম বা সংস্কৃত) ইহলোক+ইক(ঠক্)}
  • Bengali Word ঐহিক Bengali definition [ওইহিক্] (বিশেষণ) ১ ইহলোকের; এই জন্মের। ২ হইলোক বিষয়ক; ইহলোক সংক্রান্ত। পারত্রিক (বিপরীতার্থক শব্দ)। ঐহিকদর্শী (বিশেষণ) ইহকালের সুখদুঃখ দর্শনকারী; সাংসারিক; ভোগান্বেষী; ইহকাল সর্বস্ব worldly minded। ঐহিকদর্শিনী (স্ত্রীলিঙ্গ )। ঐহিকদর্শিতা বি। ঐহিকবাদী (বিশেষণ) ভোগবাদী; জাগতিক সুখ সমর্থক; ইহলৌকিক সুখের পক্ষাবলম্বী। {(তৎসম বা সংস্কৃত) ইহ+ ইক(ঠক্)}