Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আধেলা Bengali definition [অধেলা] (বিশেষ্য) আধ পয়সা। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>আধ+লা=আধলা>আধেলা}
  • Bengali Word আধেয় Bengali definition [আধেয়ো] (বিশেষণ), (বিশেষ্য) ১ স্থাপনযোগ্য। ২ উৎপাদ্য। ৩ আধারস্থিত বস্তু (ভাব ও ভাষায় আধেয় আধার সম্পর্ক)। ৪ ধারণ করার যোগ্য। ৫ বন্ধক রাখার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধা+য(যৎ)}
  • Bengali Word আধো - আধো Bengali definition আধ
  • Bengali Word আধোয়া Bengali definition [আধোয়া] (বিশেষণ) ১ ধোয়া বা কাচা হয়নি এমন; অধৌত (আধোয়া কাপড়)। ২ অপরিষ্কৃত। ৩ কোরা। { (বাংলা) আ+ধোয়া}
  • Bengali Word আধ্মাত Bengali definition [আদ্‌ধাঁত্] (বিশেষণ) ১ শব্দিত; ধ্বনিত। ২ স্ফীত; বায়ুপূরিত। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্মা+ত(ক্ত)}
  • Bengali Word আধ্মান Bengali definition [আদ্‌ধাঁন্] (বিশেষ্য) ১ নিনাদ; শব্দ। ২ স্ফীতি। ৩ পেট ফাঁপা (উদরাধ্মান)। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্মা+অন(ল্যুট্)}
  • Bengali Word আধ্যাত্মিক , অধ্যাত্মিক Bengali definition [আদ্‌ধাত্‌তিঁক্, অদ্‌ধাত্‌তিঁক্] (বিশেষণ) ১ পারমার্থিক; spiritual (এই ধর্মের বীজমন্ত্রগুলি আধ্যাত্মিক ভাবাপন্ন- শেখ আবদুর রহিম)। ২ আত্মা থেকে জাত বা আত্মা সম্বন্ধীয়। ৩ মানসিক। {(তৎসম বা সংস্কৃত) অধ্যাত্ম+ইক(ঠঞ্)}
  • Bengali Word আধ্যান Bengali definition [আদ্‌ধ্যান্] (বিশেষ্য) ১ স্মরণ। ২ ধ্যান; চিন্তা। ৩ উৎকণ্ঠা; দুশ্চিন্তা। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্যৈ+অন(ল্যুট্)}
  • Bengali Word আন ১ ( পদ্যে ব্যবহৃত ) Bengali definition [আন্] (বিশেষণ) অন্য; অপর (আমি চাই না লো আন পানে-কাজী নজরুল ইসলাম)। □ (ক্রিয়াবিশেষণ) ১ অন্যথা; অন্যরূপ (স্বপ্ন উপদেশ বলি না করিও আন-বিজয় গুপ্ত)। ২ অধিক; আর (শুন শুন, মাধব কি কহিব আন-বিদ্যাপতি)। আন আন (বিশেষণ) অন্যান্য; অপরাপর (আন-আন দিন এখান দিয়াই তো যাই -দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অন্য>}
  • Bengali Word আন ২ Bengali definition [আন্] (ক্রিয়া) আনয়ন কর; নিয়ে আয়। আনো (তুমি আনো)। আনুন (আপনি আনুন)। আনে (সে আনে)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নী> (বাংলা) √আন্}
  • Bengali Word আন ৩ ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আন্] (বিশেষ্য) আহার্য; অন্ন (আন পানী নাহি খাও-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √অদ্+ক্ত>অন্ন> (বাংলা) আন}
  • Bengali Word আন ৪ Bengali definition [আন্] (অব্যয়) সকল গণ আদি সমূহ প্রভৃতি ফারসি ভাষায় বহুবচন বাচক (শরিক+আন = শরিকান; মালিক+আন = মালিকান)। {(ফারসি) আন}
  • Bengali Word আনক Bengali definition [আনক্] (বিশেষ্য) ঢাক; ভেরি; পটহ; মৃদঙ্গ। □ (বিশেষণ) শব্দায়মান। {(তৎসম বা সংস্কৃত) √অন্+ণিচ্+অক(ণ্বুল্)}
  • Bengali Word আনকা , আনকো , আনখা , আইনকা Bengali definition [আন্‌কা, আন্‌কো, আন্‌খা, আইনকা] (বিশেষণ) ১ অজ্ঞাত; অপরিচিত (আনকা মানুষের কাছে ছেলেটা যেতে চায় না; আনকা কথা)। ২ দেখা যায় না এমন; অস্পষ্ট (আনকো আলোয় যায় দ্যাখ্যা ওই পদ্মকলির হাই তোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ অভিনব; অদ্ভুত (সঙ্গী বাবুরা দুই একটা আনখা শব্দ লইয়া রঙ্গ করত-√প্যারি)। {(হিন্দি) আনোখা; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) অনীক্ষা (অন (নঞ্)+ঈক্ষা)> অনিক্‌খা> অনীখা> আনকা}
  • Bengali Word আনকোরা Bengali definition [আন্‌কোরা] (বিশেষণ) ১ সম্পূর্ণ নতুন (আনকোরা প্রতিষ্ঠান-মনোজ বসু)। ২ আধোয়া; কোরা (আনকোরা কাপড়)। ৩ অমলিন; অব্যবহৃত (আনকোরা নোট)। ৪ টাটকা (স্বামীর খুনের ছোপ দেওয়া তায় ডগডগে আনকোরা-কাজী নজরুল ইসলাম)। ৫ অনিভজ্ঞ; কাঁচা (আনকোরা যত নন-ভায়োলেন্ট ননকো’র দলও নন খুশী-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) আন্‌কোরা}
  • Bengali Word আনচান Bengali definition [আন্‌চান্] (বিশেষণ) অস্থির; আকুল; উচাটন (দুনিয়ার দেনা মিটে যায় আজ তবু আনচান-কাজী নজরুল ইসলাম)। □ (ক্রিয়াবিশেষণ) আকুলি বিকুলি; চঞ্চলা; উতলা (মা বলিতে প্রাণ করে আনচান-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) প্রলাপ; বাজে কথা (বোলএ বচন আনচানে-বড়ু চণ্ডীদাস)। { (বাংলা) আন (<অন্য)+(ফারসি) চাইন> চান=আনচান}
  • Bengali Word আনজাম Bengali definition আঞ্জাম
  • Bengali Word আনট , আনোট ( মধ্যযুগীয় বাংলা ) আনোটা Bengali definition [আনোট, আনোট, আনোটা] (বিশেষ্য) পায়ের আঙ্গুলের আংটি; আঙ্গোট (শোভিত নেপুর রত্ন আনট বিছিয়া-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুষ্ঠ> আংগুট্ট> আন্‌গুঠ>আনুট, আনোট, আনট}
  • Bengali Word আনত ১ Bengali definition [আনতো] (বিশেষণ) ১ অবনত; ঈষৎ নত (আনত নয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নম্র; বিনীত। ৩ প্রণত। আনতি (বিশেষ্য) ১ বিনয়; নম্রতা। ২ প্রণাম; অবনমন। {(তৎসম বা সংস্কৃত) আ+√নম্+ত(ক্ত)}
  • Bengali Word আনত ২ Bengali definition [আনত] (ক্রিয়াবিশেষণ) অপর দিকে (আনত হেরি ততহি দেই কানে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অন্যত্র>অন্নত্ত>আনত্ত>আনত}
  • Bengali Word আনতি Bengali definition আনত১
  • Bengali Word আনদেশ Bengali definition আন্দেশা
  • Bengali Word আনদ্ধ Bengali definition [আনদ্‌ধো] (বিশেষ্য) চর্মাবৃত বাদ্যযন্ত্র; মৃদঙ্গ খোল তবলা বাঁয়া প্রভৃতি যন্ত্র (কাজ নাই আনদ্ধ ঝঙ্কারে- সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) ১ আবদ্ধমুখ; চর্মাচ্ছাদিত (আনদ্ধ যন্ত্র)। ২ গ্রথিত; সুবিন্যস্ত (আনদ্ধ কেশপাশ; আনদ্ধ আভরণ)। ৩ বেশভূষায় সজ্জিত; বস্ত্রালঙ্কারে ভূষিত। {(তৎসম বা সংস্কৃত) আ+√নহ্+ত(ক্ত)}
  • Bengali Word আনন Bengali definition [আনোন্] (বিশেষ্য) ১ মুখমণ্ডল; বদন। ২ মুখ। {(তৎসম বা সংস্কৃত) আ√অন্+অন(ল্যুট্)}
  • Bengali Word আনন্তর্য Bengali definition [আনন্‌তর্‌জো] (বিশেষ্য) অব্যবধান। ২ অনন্তরত্ব। {(তৎসম বা সংস্কৃত) অনন্তর+য(ষ্যঞ্)}
  • Bengali Word আনন্ত্য Bengali definition [আনন্‌তো] (বিশেষ্য) ১ অসীমত্ব; অনন্তের ভাব; অশেষত্ব। ২ বাহুল্য। {(তৎসম বা সংস্কৃত) অনন্ত+য(ষ্যঞ্)}
  • Bengali Word আনন্দ Bengali definition [আনন্‌দো] (বিশেষ্য) ১ হর্ষ; পুলক (আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুখ; তৃপ্তি (আনন্দ লাভ; আনন্দদান)। ৩ সন্তোষ; পরিতোষ; সম্যক তৃপ্তি (রাজার আনন্দকর-রাজ্যের কুশল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ স্ফূর্তি; আহ্লাদ (আনন্দ করা)। আনন্দিত বিণ। আনন্দকন্দ (বিশেষ্য) আনন্দের উৎস বা মূল (সঙ্গে নিত্যানন্দ ভুবনে আনন্দকন্দ- কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আনন্দন (বিশেষ্য) ১ হর্ষউৎপাদন; আনন্দদান। ২ অভিনন্দন; স্বাগত জিজ্ঞাসা। আনন্দ-নীপ (বিশেষ্য) আনন্দরূপ কদম্ববৃক্ষ (মানসে যিনি আনন্দনীপ বন্দি তাঁয় জাগরে, দীন -সত্যেন্দ্রনাথ দত্ত)। আনন্দ প্রবাহ (বিশেষ্য) হর্ষস্রোত; সুখের সাগর (প্রজাবর্গ বহুদিনের পর রাজসন্দর্শন প্রাপ্ত হইয়া আনন্দপ্রবাহে মগ্ন হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আনন্দ-মঞ্জুলা (বিশেষ্য) আনন্দদায়ক কুঞ্জবন! □ (বিশেষণ) আনন্দমধুর। আনন্দমতী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আনন্দিতা; হর্ষপরিপূর্ণা (কোথায় ছিলে সেদিন আনন্দতীরা-মনোজ বসু)। আনন্দময় ( বিশেষণ) আনন্দপূর্ণ; সদানন্দ। আনন্দময়ী (স্ত্রীলিঙ্গ)। আনন্দলহরি (বিশেষ্য) ১ আনন্দের ঢেউ; হর্ষতরঙ্গ। ২ একতন্ত্রী বাদ্যযন্ত্রবিশেষ। আনন্দলাড়ু, আনন্দনাড়ু (বিশেষ্য) চালের গুঁড়া ও গুড় সহযোগে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। আনন্দসম্পন্ন ( বিশেষণ) হর্ষযুক্ত; পুলকিত (অন্ন খায় সবে সুখে আনন্দসম্পন্ন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নন্দি+অ(অচ্)}
  • Bengali Word আনমন ১ Bengali definition [আনমোন্] (বিশেষ্য) ঈষৎ নতকরণ; নোয়ানো; বাঁকানো। আনমনীয়, আনম্য (বিশেষণ) বাঁকানো বা নোয়ানো যায় এমন। আনমনীয়া, আনম্যা (স্ত্রীলিঙ্গ)। আনমিত (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ঈষৎ নত; আনত (স্বর্ণ শীর্ষে আনমিত শস্য ক্ষেত্রতল -রবীন্দ্রনাথ ঠাকুর; মস্তক আনমিত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√নম্+অন(ল্যুট্)}
  • Bengali Word আনমনা , আনমন Bengali definition [আন্‌মোনা [আন্‌মোনা/আন্‌মনা, আন্‌মোন্] (বিশেষণ) অন্যমনস্ক; অমনোযোগী; আদাসীন (আনমনা যদি হই এক তিল- রবীন্দ্রনাথ ঠাকুর)। আনমন (বিশেষ্য)। আনমনে (ক্রিয়াবিশেষণ) শূন্য মনে; নির্লিপ্তভাবে; অন্যমনস্তভাবে (আর আনসার মাঝে মাঝে আনমনে হুঁ দিয়ে যাচ্ছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অন্যমনঃ (মনস্)>অন্নমনা>আনমনা}
  • Bengali Word আনম্র Bengali definition [আনম্‌ম্রো] (বিশেষণ) বিনয়াবনত; বিনীত (তোমার আনম্র শিরে আনন্দে আদরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+নম্র}