Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আত্মোৎসর্গ Bengali definition [আত্‌তোঁত্‌শর্‌গো] (বিশেষ্য) ১ আত্মত্যাগ; নিজ জীবন দান। ২ সুখ বা স্বার্থবিসর্জন। ৩ সম্যকভাবে আত্মনিয়োগ (দেশের কাজে আত্মোৎসর্গ করা)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উৎসর্গ; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আত্যন্তিক Bengali definition [আত্‌তোন্‌তিক্] (বিশেষণ) ১ অতিরিক্ত; অত্যধিক; অত্যন্ত (নারীর প্রতি আত্যন্তিক শ্রদ্ধাবোধেরও অভাব প্রকাশমান-আনিস চৌধুরী)। ২ যৎপরোনাস্তি; অশেষ (গণবোধ্য মাতৃভাষাতে শাস্ত্রালোচনা থাকলে ক্রিয়াকর্মের আত্যন্তিক প্রসার পায়-সৈয়দ মুজতবা আলী)। আত্যন্তিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অত্যন্ত+ইক(ঠক্)}
  • Bengali Word আথান্তর Bengali definition অথান্তর। {(তৎসম বা সংস্কৃত) অবস্থান্তর>}
  • Bengali Word আথাল Bengali definition [আথাল্] (বিশেষ্য) গোশালা; গোয়ালঘর (আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) অ+স্থল}
  • Bengali Word আথাল পাথাল , আথালি - পাথালি Bengali definition আতালি পাতালি
  • Bengali Word আথিবিথি , আথেবেথে Bengali definition [আথিবিথি, আথেবেথে] (ক্রিয়াবিশেষণ) আস্তেব্যস্তে; শশব্যস্তে; অতি সত্বর; তাড়াতাড়ি (আনন্দে মা আথিবিথি করিয়া ডালা এলাইলেন, কুলা এলাইলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; আথেব্যথে মহাপ্রভু আচমন করি-বৃন্দাবন দাস)। {আস্তেব্যস্তে>}
  • Bengali Word আদ Bengali definition [আদ্] (বিশেষ্য) কোরানোক্ত দক্ষিণ আরবের জাতিবিশেষ (মাথা চাড়া দিয়ে কাঁটা বনে জাগে নতুন আদ সমুদ-ফররুখ আহমদ)। {(আরবি)আদি>}
  • Bengali Word আদ ২ Bengali definition [আদ্] (বিশেষণ) আদি; সাবেক; মূল; প্রথম (আদ বাড়ি)। {(তৎসম বা সংস্কৃত) আদি>}
  • Bengali Word আদত ১ , আদৎ Bengali definition [আদোত্] (বিশেষ্য) ১ স্বভাব; অভ্যাস। ২ আচার; রীতি, ধরন। {(আরবি)আদৎ}
  • Bengali Word আদত ২ Bengali definition [আদোত্] (বিশেষণ) ১ আসল; খাঁটি; প্রকৃত (কি আদত কথা কও-আবু ইসহাক)। ২ আস্ত; সমগ্র। {(তৎসম বা সংস্কৃত) আদিতঃ>}
  • Bengali Word আদত্ত Bengali definition আদান
  • Bengali Word আদদ Bengali definition [আদোদ্] (বিশেষ্য) ১ সংখ্যা; গণন; অঙ্ক। ২ বার; দফা। {(আরবি)আদদ}
  • Bengali Word আদনা Bengali definition [আদ্‌না] (বিশেষণ) ১ নীচ। ২ সামান্য; তুচ্ছ। {(আরবি)আদ্‌না}
  • Bengali Word আদপে , আদবে Bengali definition [আদোপে, আদোবে] (ক্রিয়াবিশেষণ) ১ আদৌ; একেবারই (যা আদপেই কেজো নয়(আহমদ শরীফ))। ২ আসলে; মূলে। {(তৎসম বা সংস্কৃত) আদৌ>}
  • Bengali Word আদব ১ Bengali definition [আদোব্] (বিশেষ্য) ১ শিষ্টাচার; ভদ্রতা; বিনয়; নম্রতা (পুছিলে উত্তর দিব আদব প্রমাণে-সৈয়দ আলাওল )। ২ সম্মান প্রদর্শন (কর রে আদব হেথায় হাফিজ-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। আদব-কায়দা, আদব-তামিজ (বিশেষ্য) ১ ভদ্র সমাজের রীতি-পদ্ধতি। ২ ভদ্র ব্যবহার; শিষ্টাচার (ছেলেটি বেশ ভালো তো। বেশ আদবতমিজ)। আদব-কায়দা দুরস্ত/দোরস্ত (বিশেষণ) ১ আদবে (ক্রিয়াবিশেষণ) বিনয়ের সঙ্গে; নম্রতার সঙ্গে (দুই জানু চাপি মান্য আদবে বসিল-সৈয়দ আলাওল)। আদবের খেলাফ, আদবের বরখেলাফ (বিশেষ্য) শিষ্টাচার লঙ্ঘন। □ ( বিশেষণ) শিষ্টাচার বহির্ভূত; ভদ্রতা বিরুদ্ধ। {(আরবি)আদব্}
  • Bengali Word আদব ২ Bengali definition আদাব
  • Bengali Word আদবে ১ Bengali definition আদপে
  • Bengali Word আদবে ২ Bengali definition আদব১
  • Bengali Word আদম Bengali definition [আদোম্] (বিশেষ্য) ১ প্রথম সৃষ্ট মানুষের নাম (আদিম মানব আদমে সৃজিয়া-কাজী নজরুল ইসলাম)। ২ মানুষ। আদম খোর (বিশেষণ) নরখাদক (আদমখোর সাত আদি পাহাড়েতে থাকে-সৈয়দ হামজা)। আদম গাড়ি (বিশেষ্য) মনুষ্যচালিত রিকশা (এই রকমে আমার দিনগুলো এখন যাচ্ছে ‘আদম-গাড়ির’ (রিকশা) মতন এক হয়ে-কাজী নজরুল ইসলাম)। আদম ব্যাপারী (বিশেষ্য) জনশক্তি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায়ে জড়িত বা ‍উক্ত ব্যবসায়ের দালালি করে এমন ব্যক্তি। আদম শুমারি, আদম শুমার (বিশেষ্য) লোকগণনা, census (১৯৬১ সালে আদমশুমারি অনুযায়ী দেখা যায় -সৈয়দ মুজতবা আলী)। আদমসুরাত, আদম-ছুরাত, আদম সুরত, আদমছবি (বিরল) [আদোম্‌সুরাত্, আদোম্‌সুরত্, আদোম্‌ছোবি] (বিশেষ্য) মানবাকৃতি বিশিষ্ট নক্ষত্রপুঞ্জ; কালপুরুষ (মরু-শর্বরী পাড়ি দিয়ে যবে নেমে এল নীচে আদম-সুরাত- ফররুখ আহমদ; আমাদের আদমছবি যেন হাত পাও তুলি নাচিছে-মীর মশাররফ হোসেন। {(আরবি)আদম্}
  • Bengali Word আদমি Bengali definition [আদ্‌মি] (বিশেষ্য) ১ মানুষ; লোক; ব্যক্তি (মণিরামপুরের মাধববাবু আচ্ছা আদমি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ পতি; স্বামী (আমার আদমি একথা টের পাল্যি আমাগো দুই জনকে গলা টিপে মেরে ফেলবে -মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি)আদমী+ই}
  • Bengali Word আদর Bengali definition [আদোর্] (বিশেষ্য) ১ যত্ন; খাতির (আদর করে খাওয়ানো)। ২ সম্মান; মর্যাদা; কদর (গুণের আদর চিরদিনই আছে)। ৩ স্নেহ; প্রীতি; সোহাগ (আদরের দুলাল)। ৪ ভক্তি; শ্রদ্ধা। ৫ অনুরাগ। আদর-অভ্যর্থনা (বিশেষ্য) সমাদর ও যত্ন; খাতির তোয়াজ। আদর-আপ্যায়ন (বিশেষ্য ) সমাদর ও সন্তোষ বিধান। আদর করা (ক্রিয়া) স্নেহ করা; সোহাগ করা; যত্ন করা। আদরণীয় (বিশেষণ) ১ আদরের যোগ্য। ২ মাননীয়; শ্রদ্ধেয়। ৩ গ্রহণযোগ্য। আদরিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্নেহ বা আদরের পাত্রী; সমাদরের যোগ্যা; সোহাগিনী। {(তৎসম বা সংস্কৃত) আ+√দৃ+অ(অপ্)}
  • Bengali Word আদরা , আদড়া (বিরল) Bengali definition [আদ্‌রা, আদ্‌ড়া] (বিশেষ্য) নকশা; খসড়া; প্রাথমিক রেখাচিত্র; ‍sketch (আদরা শুধু আধটা দেখি ঘুমতি-নদীর তীর ঘুরে- সত্যেন্দ্রনাথ দত্ত; বিশ্বকর্মা ভারতবর্ষের আদড়াটা প্রায় শেষ করেছিলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আদর্শ>}
  • Bengali Word আদরী Bengali definition আদুরে
  • Bengali Word আদরু-পেঁদরু Bengali definition [আঁদ্রু-পেঁদ্রু] (বিশেষ্য) মেটে ফিরিঙ্গি (তুচ্ছার্থে); সাহেবিয়ানার আতিশয্য প্রকাশকারী ব্যক্তি। (সব আঁদরু-পেঁদরুর দল মিলে একাজ করেছে)। {(ইংরেজি) Endrew+Pedro; দ্বন্দ্ব.}
  • Bengali Word আদর্শ Bengali definition [আদোর্‌শো] (বিশেষ্য) ১ অনুকরণযোগ্য শ্রেষ্ঠ বিষয়। ২ নমুনা; দৃষ্টান্ত। ৩ আয়না; দর্পণ। আদর্শ নারী (বিশেষ্য) এমন নারী যার উন্নত চরিত্র অনুসরণের যোগ্য। আদর্শ পুরুষ (বিশেষ্য) যে মহৎ পুরুষের অনুকরণে চরিত্র উন্নত করা যায়। আদর্শবাদ (বিশেষ্য) উচ্চ আদর্শ ও নীতি দ্বারা জীবন নিয়ন্ত্রিত করার মতবাদ (এইটুকু আদর্শবাদ ও রোমান্টিকতা প্রচ্ছন্ন না থাকলে সাহিত্যের উদ্দেশ্যই যাবে ব্যর্থ হয়ে(আহমদ শরীফ))। আদর্শ বিদ্যালয় (বিশেষ্য) যে বিদ্যালয়ে চরিত্র গঠন ও জীবনের মান উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে উন্নত ধরনের শিক্ষা দেওয়া হয়; model school । আদর্শ-লিপি (বিশেষ্য) প্রাথমিক শিক্ষার্থীরা যে লিপি অনুসারে লিখতে শেখে। আদর্শ স্থানীয় (বিশেষণ) আদর্শ হওয়ার যোগ্য; অনুকরণীয়। {(তৎসম বা সংস্কৃত) (আরবি)√দৃশ্+অ(ঘঞ্)}
  • Bengali Word আদল ১ Bengali definition [আদোল্] (বিশেষ্য) ১ সাদৃশ্য; অবয়বের মিল (এই চরিত্রগুলিতে নাট্যকারের সমসাময়িক বিত্তশালী ভূস্বামীদের আদল আছে-আনিস চৌধুরী)। ২ গঠন; আকৃতি (তার শান্ত মুখের মত আদল গর্বের আলোয় আরো ঝলমলে-শওকত ওসমানকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত) আদর্শ>}
  • Bengali Word আদল ২ Bengali definition [আদল্] (বিশেষ্য) ন্যায়বিচার (এমন আদলে খুব করেন বাদশাই-ফকির গরীবুল্লাহ)। {(আরবি)আদল}
  • Bengali Word আদা Bengali definition [আদা] (বিশেষ্য) আর্দ্রক; ঝাঁজবিশিষ্ট এক প্রকার মূল। আদাজল খেয়ে লাগা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে লাগা; দৃঢ় সংকল্প; মরিয়া হয়ে লাগা। আদায় কাঁচকলায় (বিশেষণ) বিরুদ্ধ স্বভাবযুক্ত; পরস্পর শত্রুভাবাপন্ন; সাপে-নেউলে। আদার ব্যাপারী (বিশেষ্য) নগণ্য লোক; ছোট কারবারি (আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কি?)। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া ( ক্রিয়া) নিজের সামর্থ্যের বাইরে কাজ করতে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্রক>}
  • Bengali Word আদাই Bengali definition আদায়
  • Bengali Word আদাওত , আদাওতি Bengali definition [আদায়োত্, আদায়োতি] (বিশেষ্য) শত্রুতা; বৈরভাব; দ্বেষাদ্বেষি (বস্তিওয়ালা লোক সাথে আদাওতি রাখ-সৈয়দ হামজা)। {(আরবি)আদার্‌ত}