ষ পৃষ্ঠা ৩
- Bengali Word ষ্টেশন Bengali definition ⇒ স্টেশন
- Bengali Word ষ্টোভ Bengali definition ⇒ স্টোভ
- Bengali Word ষ্টোর Bengali definition ⇒ স্টোর
- Bengali Word ষ্ট্যাণ্ডার্ড Bengali definition ⇒ স্ট্যান্ডার্ড
- Bengali Word ষ্ট্যাম্প Bengali definition ⇒ স্ট্যাম্প
- Bengali Word ষ্ট্রীট Bengali definition ⇒ স্ট্রিট
- Bengali Word ষ্ঠীবন Bengali definition [ইশ্ঠিবন্] (বিশেষ্য) থুতু; থুৎকার; তুতু দেওয়া; নিষ্ঠীবন। {(তৎসম বা সংস্কৃত) √ষ্ঠিব্=অন(ল্যুট্)}
- Bengali Word ষড়ঋতু, ষড়্ঋতু Bengali definition [শড়োরিতু, শড়্রিতু] (বিশেষ্য) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, ও বসন্ত-এ ছয়টি ঋতুর একত্র নাম। {(তৎসম বা সংস্কৃত) ষট্+ঋতু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়গত, ষড়্গত Bengali definition [শড়োগত, শড়্গত] (বিশেষণ) ১ স্মৃতিগত; মুখস্থ; রপ্ত; অভ্যস্ত (বেশ ষড়গত আছে-রাজশেখর বসু (পরশু))। ২ অবাধ গাতি। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+গত}
- Bengali Word ষড়গুণ, ষড়্গুণ Bengali definition [শড়োগুন্, শড়্গুন্] (বিশেষ্য) সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধ, আশ্রয়-রাজাদের এই ছয়গুণ বা রাজনীতির এই ছয়টি নীতি। □ (বিশেষণ) ছয় সংখ্যা দিয়ে গুণিত; ছয়গুণ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+গুণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষড়ঙ্গ Bengali definition [শড়োঙ্গো] (বিশেষ্য) ১ দেহের ছয়টি অংশ বা অবয়ব-মস্তক, হস্তদ্বয়, কিট, ও পদদ্বয়। ২ ছয় বেদাঙ্গ; শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ-বেদের এই ছয়টি অঙ্গ। ৩ ছয়গব্য-গোমূত্র, গোময়, দুগ্ধ, দধি, ঘৃত, ও গোরোচনা। □ (বিশেষণ) ছয় অঙ্গবিশিষ্ট। ষড়ঙ্গ-ধূপ (বিশেষ্য) ছয় উপাদানে (চিনি গব্য ঘৃত মধু গুলগুল অগুরু ও শ্বেতচন্দন একত্রে) প্রস্তুত ধূপ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+অঙ্গ, (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষড়ঙ্গক Bengali definition [শড়োঙ্গক্] (বিশেষ্য) চিত্রাঙ্কনের ছয়টি অঙ্গ-রূপভেদ, প্রমাণ, ভাব, লাবণ্যযোজন, সাদৃশ্য, বণিকাভঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+অঙ্গ+ক(কন্)}
- Bengali Word ষড়ঙ্ঘ্রি Bengali definition [শড়োঙ্ঘ্রি] (বিশেষ্য) ভ্রমর। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+অঙ্ঘ্রি}
- Bengali Word ষড়জ, ষড়্জ Bengali definition [শড়োজ, শড়্জ] (বিশেষ্য) সঙ্গীতে স্বরগ্রামের প্রথম স্বর ‘সা’; নাসা, কণ্ঠ, বক্ষঃস্থল, তালু, জিহ্বা, দন্ত-এই ছয় স্থান থেকে উৎপন্ন স্বরবিশেষ (আজকে স্বর ওড়ে ষড়জে রেখাবে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+জন্+অ(ড)}
- Bengali Word ষড়দর্শন, ষড়্দর্শন Bengali definition [শড়োদর্শন্, শড়্দর্শোন্] (বিশেষ্য) সংখ্যা, পাতঞ্জল (যোগ), পূর্বমীমাংসা, উত্তর মীমাংসা (বেদান্ত), বৈশেষিক, ও ন্যায়-ভারতের এই ছয়টি দর্শনশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+দর্শন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়দুর্গ, ষড়্দুর্গ Bengali definition [শড়োদুর্গো, শড়্দুর্গো] (বিশেষ্য) মহীদুর্গ বারিদুর্গ বৃক্ষদুর্গ নৃদুর্গ ধনুদুর্গ ও গিরিদুর্গ-এই ছয় প্রকার দুর্গ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+দুর্গ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়ধা, ষড়্ধা Bengali definition [শড়োধা, শড়্ধা] (অব্যয়) ১ ছয় প্রকারে; ছয় ভাগে; ছয় দিকে। ২ ছয় বার। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ধা}
- Bengali Word ষড়বিধ, ষড়বিধ Bengali definition [শড়োবিধো, শড়্বিধো] (বিশেষণ) ছয় প্রকার বা রকম। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+বিধ}
- Bengali Word ষড়ভুজ, ষড়্ভুজ Bengali definition [শড়োভুজ্, শড়্ভুজ্] (বিশেষ্য) ১ চৈতন্যদেব। ২ ছয় হাত ষার; ছয়হাতযুক্ত। ৩ জ্যামিতিতে ছয় বাহুবিশিষ্ট ক্ষেত্র। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ভুজ্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষড়ভুজা, ষড়্ভুজা Bengali definition [শড়োভুজা, শড়্ভুজা] (বিশেষ্য) ১ খরমুজা ফল। □ (বিশেষণ) ১ ছয় হস্তবিশিষ্ট। ২ ছয় হস্তযুক্তা হিন্দু দেবী। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ভুজা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষড়যন্ত্র, ষড়, ষড়্যন্ত্র Bengali definition [শড়োজন্ত্রো, শড়্, শড়্জন্ত্রো] (বিশেষ্য) ১ সমূহ ক্ষতি করার ছয় রকমের আভিচারিক উপায়, (তা থেকে) চক্রান্ত; কূটকৌশল; অন্যায়ভোবে ফাঁদে ফেলার জন্য প্রতিকূল ব্যক্তিদের কুমন্ত্রণা কৌশলজাল। ২ একাধিক ব্যক্তির কূটপরামর্শ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+যন্ত্র; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়রস, ষড়্রস Bengali definition [শড়োরশ্, শড়্রশ্] (বিশেষ্য) লবণ, অম্ল, কসায়, কটু, তিক্ত, মধুর-খাদ্যের এই ছয় প্রকার রস বা স্বাদ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+রস}
- Bengali Word ষড়রিপু, ষড়্রিপু, ষড়বর্গ, ষড়্বর্গ Bengali definition [শড়োরিপু, শড়্রিপু, শড়োবর্গো, শড়্বর্গো] (বিশেষ্য) কাম, ক্রোধ, লোব, মোহ, মদ, মাৎসর্য-এই ছয়টি রিপু বা শত্রু। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+রিপু, বর্গ}
- Bengali Word ষড়লবণ, ষড়্লবণ Bengali definition [শড়োলবোন্, শড়্লবোন্] (বিশেষ্য) সৈন্ধব, সমুদ্র, বিট, সৌবর্চল, উদ্বিজ্জ, মৃত্তিকাজাত-এই ছয় প্রকারের লবণ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+লবণ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়শীতি Bengali definition [শড়োশিতি] (বিশেষ্য), (বিশেষণ) ছিয়াশি সংখ্যা বা সংখ্যক। ষড়শীতিতম (বিশেষণ) ছিয়াশি সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+অশীতি}
- Bengali Word ষড়ানন Bengali definition [শড়ানন্] (বিশেষ্য) ১ ছয় মুখ যার; কার্তিকেয়। □ (বিশেষণ) ছয় মুখ এমন। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+আনন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ষড়াম্নায় Bengali definition [শড়াম্নায়্] (বিশেষ্য) ছয় প্রকার তন্ত্রশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+আম্নায়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word ষড়ৈশ্বর্য Bengali definition [শড়োইশ্শর্জো] (বিশেষ্য) প্রভুত্ব, পরাক্রম, যশ, সম্পদ, জ্ঞান, বৈরাগ্য-একত্রে এই ছয়টি গুণ। {(তৎসম বা সংস্কৃত) ষষ্+ঐশ্বর্য; (কর্মধারয় সমাস)}