ভ পৃষ্ঠা ১
- Bengali Word ভ ১ Bengali definition ‘প’ বর্গের চতুর্থ এবং চব্বিশতম ব্যঞ্জনবর্ণ। এটি মহাপ্রাণ (aspirated), অঘোষ (voiced), ওষ্ঠ্য (bilabial), ঘৃষ্ট (plosive) ধ্বনি। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এটা শিসজাত দন্তৌষ্ঠ (labio-dental fricative) ধ্বনি।
- Bengali Word ভ ২ Bengali definition [ভ] (বিশেষ্য) ১ নক্ষত্র। ২ গ্রহ। ভগোল, ভচক্র, ভমণ্ডল (বিশেষ্য) (জ্যোবি) রাশিচক্র। {(তৎসম বা সংস্কৃত) √ভা+অ(ড)}
- Bengali Word ভঁ, ভঁ-ভঁ Bengali definition ⇒ ভোঁ
- Bengali Word ভঁইষ, ভঁইস Bengali definition ⇒ ভইষ
- Bengali Word ভংত Bengali definition [ভঙ্তো] (বিশেষ্য) কাঁসর (কাসা ভংত বাড়ি মারে বাজায় হৈষর শিং-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) কংস>}
- Bengali Word ভআ, ভওয়া (ব্রজবুলি) Bengali definition [ভয়া, ভওয়া] (ক্রিয়া) হওয়া (কুসুম হার ভইল ভার হৃদয় তার দহিছে-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভঅ-হয়। ভঅল, ভএল, ভইল, ভৈল, ভেল, ভইলী, ভৈইলা, ভয়িলা, ভেলা-হলো। ভৈইলি, ভৈয়িলি, ভৈলি, ভেলি-হলে। ভৈগেল, ভৈগেলা-হয়ে গেল (মহাতেজে ভইল জন-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ]; ভৈ গেল নিরাশা-বিদ্যাপতি )। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>}
- Bengali Word ভআঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভয়াঁ] (ক্রিয়া) হয়ে (মাঝে যমুনা ত বর বাত ভআঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>}
- Bengali Word ভইন, ভইনী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভোইন্, ভোইনি] (বিশেষ্য) ১ বহিন; ভগিনী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>}
- Bengali Word ভইষ, ভইস, ভঁইষ, ভঁইস Bengali definition [ভোইশ্, ভোইস্, ভোঁইশ্, ভোঁইস্] (বিশেষ্য) মহিষ। ভইষা, ভঁইষা, ভইসা, ভঁয়সা, ভয়সা (বিশেষণ) ১ মহিষসংক্রান্ত (ভয়সা ঘি, ভইষা গাড়ি)। {(তৎসম বা সংস্কৃত) মহিষ>, (তুলনীয়) (হিন্দি) ভঁইস}
- Bengali Word ভওয়া Bengali definition ⇒ ভআ
- Bengali Word ভক, ভক ভক Bengali definition [ভক্, ভক্ভক্] (অব্যয়) ধূম, দুর্গন্ধ, বমি প্রভৃতির হঠাৎ প্রচুর নির্গমসূচক শব্দ (ভক করে বমি করা; মুখে ভক্ ভক্ করে গন্ধ পেয়েছি-গিরিশ চন্দ্র সেন)। ২ প্রচুর দমকা বাঁয়ু নিঃসরণ (ভক ভক করে ধোঁয়া বের হওয়া)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভকত Bengali definition ⇒ ভক্ত
- Bengali Word ভকতি Bengali definition ⇒ ভক্তি
- Bengali Word ভকা Bengali definition ⇒ ভখা
- Bengali Word ভকিল Bengali definition [ভোকিল্] (বিশেষ্য) উকিল (আমি একজন ভকিল, বার বৎসর প্র্যাকটিস করেছি-রামরাম বসুরাম বসু)। {(আরবি) রকীল}
- Bengali Word ভক্ত, ভকত Bengali definition [ভক্তো, ভকত্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ভক্তিমান; যার ভক্তি বা অনুরাগ আছে। ২ সেবক। ৩ অনুগত (শক্তের ভক্ত নরমের যম-প্রবচন)। ভক্ত-বৎসল (বিশেষণ) ভক্তের প্রতি স্নেহপরায়ণ। ভক্ত-বাঞ্ছাকল্পতরু (বিশেষণ) ভক্তের সকল বাঞ্ছা পূর্ণ করেন এমন। ভক্ত-বিটেল (বিশেষণ) কপট বা ভণ্ড ভক্ত। ভক্তাগ্রগণ্য (বিশেষণ) শ্রেষ্ঠ বা প্রধান ভক্ত। ভক্তাধীন (বিশেষণ) ভক্তের বশীভূত। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+ত(ক্ত), (স্বরাগমে)ভকত}
- Bengali Word ভক্তি, ভকতি Bengali definition [ভোক্তি, ভকোতি] (বিশেষ্য) ১ আরাধ্যের প্রতি অনুরাগ। ২ মান্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা (কৃষ্ণচন্দ্র ভক্তি আশে ভারত সরস ভাষে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ভক্তি-গ্রন্থ (বিশেষ্য) ভক্তি উৎপাদক গ্রন্থ। ভক্তিচিহ্ন (বিশেষ্য) ভক্তির লক্ষণ। ভক্তি-তত্ত্ব (বিশেষ্য) ভক্তিবিষয়ক তথ্য; শাস্ত্র বা বিজ্ঞান। ভক্তিপথ (বিশেষ্য) ভক্তিবলে পরমতত্ত্বে পৌঁছাবার উপায়; সুফিদের তরিকা। ভক্তিবাদ (বিশেষ্য) দার্শনিক মতবাদ বিশেষ; যে মতবাদে জ্ঞান ও কর্ম ব্যতিরেকে শুধু ভক্তি দ্বারা সাধনা করলেই পরম তত্ত্বে পৌঁছা যায়; ভক্তিতত্ত্ব। ভক্তি-বিহ্বল (বিশেষণ) বিপুল ভক্তিতে আত্মহারা। ভক্তি-বিহ্বলতা (বিশেষ্য)। ভক্তিভরে (ক্রিয়াবিশেষণ) ভক্তির সাথে; তাজিমের সঙ্গে। ভক্তিভাজন (বিশেষণ) শ্রদ্ধাস্পদ। □(বিশেষ্য) ভক্তি করার যোগ্য পাত্র। ভক্তিমান (বিশেষণ) ভক্তিযুক্ত; যার অন্তরে ভক্তির উদ্রেক হয়েছে। ভক্তিমতী (স্ত্রীলিঙ্গ)। ভক্তি-মার্গ (বিশেষ্য) সাধনার পন্থাবিশেষ। (তুলনীয়) জ্ঞানমার্গ, কর্মমার্গ। ভক্তিমূলক (বিশেষণ) শ্রদ্ধাসূচক। ভক্তিযোগ (বিশেষ্য) ১ ভক্তির দ্বারা আরাধনা। ২ ভক্তিবাদ; শুধু ভক্তি দ্বারা পরমেশ্বর লাভের সাধনা; সাধনার একটি প্রকার। ভক্তিরস (বিশেষ্য) ১ অলঙ্কার শাস্ত্রোক্ত নবরসের অন্যতম। ২ ভক্তিরূপ রস। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+তি(ক্তি)=ভক্তি(স্বরাগমে) ভকতি}
- Bengali Word ভক্ষ Bengali definition [ভোক্খো] (বিশেষণ) খাদ্য; আহারীয়। ভক্ষক (বিশেষ্য), (বিশেষণ) খায় এমন; খাদক; ভোজনকারী। ভক্ষণ (বিশেষ্য) ভোজন; খাদ্যগ্রহণ; আহার। ভক্ষণীয় (বিশেষণ) ভক্ষণযোগ্য; ভোজ্য। ভক্ষিত (বিশেষণ) খাওয়া হয়েছে এমন; ভুক্ত। ভক্ষ্য (বিশেষণ) ভক্ষণীয়। □(বিশেষ্য) খাদ্যদ্রব্য (ভক্ষ্যকেরে কুশল করন্তি ভক্ষ্যদানে-কাজী দৌলত)। ভক্ষদ্রব্য (বিশেষ্য) ভোজনসামগ্রী; ভোজ্যবস্তু। ভক্ষ্যসামগ্রী (বিশেষ্য) খাবার জিনিস; ভোজ্য বস্তু। ভক্ষ্যাবশেষ (বিশেষ্য) ভুক্তাবশিষ্ট দ্রব্য। ভক্ষ্যাভক্ষ্য (বিশেষ্য) খাদ্যাখ্যাদ্য; যা ভক্ষ্য আর যা অভক্ষ্য। □(বিশেষণ) আহারের উপযুক্ত ও অনুপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভক্ষ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভখা, ভকা Bengali definition [ভখা, ভকা] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) ভক্ষণ করা; খাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ভক্ষ>ভক্খ>ভক্/ভখ্+আ}
- Bengali Word ভগ Bengali definition [ভগো] (বিশেষ্য) ১ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, ও বৈরাগ্য-এই ছয়টি ভগ বা গুণ-এই ছয় গুণের অধিকারীই ভগবান। ২ সৌভাগ্য; সৌন্দর্য। ৩ মাহাত্ম্য। ধর্ম। ৫ মোক্ষ। ৬ যোনি। ৭ গুহ্যদেশ। ৮ সূর্য। ৯ চাঁদ। ১০ পূর্বফল্গুনী নক্ষত্র। ভগাঙ্কুর (বিশেষ্য) যোনিমুখ। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+অ(ঘ)}
- Bengali Word ভগন Bengali definition [ভগন্] (বিশেষ্য) (জ্যামিতি) কোনো গ্রহ কর্তৃক মেষ প্রভৃতি দ্বাদশ রাশির চারদিকে একবার পরিভ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) ভ+গণ}
- Bengali Word ভগন্দর Bengali definition [ভগন্দর্] (বিশেষ্য) মলদ্বারের বা গুহ্যদ্বারের নালি ঘা; fistula। {(তৎসম বা সংস্কৃত) ভগ+√দারি+অ(অচ্)}
- Bengali Word ভগবতী Bengali definition ⇒ ভগবান
- Bengali Word ভগবদ্ভক্ত Bengali definition [ভগবদ্ভক্তো] (বিশেষণ) ঈশ্বরের প্রতি ভক্তিমান। ২ ঈশ্বরের অনুরাগী। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+ভক্ত}
- Bengali Word ভগবদ্গীতা Bengali definition [ভগবদ্গিতা] (বিশেষ্য) সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশবিশেষ, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশাবলি বিবৃত হয়েছে; গীতা। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+গীতা}
- Bengali Word ভগবদ্দত্ত Bengali definition [ভগবদ্দত্তো] (বিশেষণ) ১ ঈশ্বর প্রদত্ত। ২ ঐশ্বরিক। {(তৎসম বা সংস্কৃত) ভগবদ্+দত্ত}
- Bengali Word ভগবন Bengali definition [ভগোবন্] (বিশেষ্য) হে প্রভু (সম্বোধনসূচক)। {(তৎসম বা সংস্কৃত) ভগ+বৎ(বতুপ্), সম্বোধনে}
- Bengali Word ভগবান Bengali definition [ভগোবান্] (বিশেষ্য) ১ পরমেশ্বর। ২ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, ও বৈরাগ্য-এ ছয়টি ভগ বা গুণ সম্পন্ন ব্যক্তি। □(বিশেষণ) মান্য; পূজ্য; দেবতুল্য। □ (বিশেষ্য) ষড়গুণের অধিকারী। ভগবতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+১মা. একবচন}
- Bengali Word ভগবৎ Bengali definition [ভগোবত্] (বিশেষ্য) ভগবান; ঈশ্বর। {(তৎসম বা সংস্কৃত) ভগ+বৎ(বতুপ্)}
- Bengali Word ভগিনী, ভগ্নি, ভগ্নী Bengali definition [ভোগিনি, ভোগ্নি, ভোগ্নী] (বিশেষ্য) সহোদরা বোন। ভগিনীপতি (বিশেষ্য) ভগিনীর স্বামী। {(তৎসম বা সংস্কৃত) ভগ+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)=ভগিনী>ভগ্নি}