Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word পয়গাম্বর Bengali definition ⇒ পয়গম্বর
 • Bengali Word পয়জার, পায়যার Bengali definition [পয়জার্‌, পায়যার্‌] (বিশেষ্য) ১ জুতা; পাদুকা (সখিনা বিবির পয়জারের বাড়ি আর খেতে পারিনে-জোবেদা; এখনই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পয়জার দিয়ে তোকে সোজা করব-শাহাদাত হোসেন)। ২ পাপোশ। {(ফারসি) পায়জার }
 • Bengali Word পয়দল Bengali definition ⇒ পায়দল
 • Bengali Word পয়দা Bengali definition [পয়্‌দা] (বিশেষ্য) ১ জন্ম; উৎপত্তি; উদ্ভব (কত কি হল পয়দা-রজনীকান্ত সেন)। ২ উৎপাদন; জন্মানো। পয়দায়েশ, পয়দায়েস (বিশেষ্য) জন্ম (আমীর হামযার পয়দায়েসের বয়ান দিয়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) পয়দা}
 • Bengali Word পয়নালা, পয়নালি, পয়ঃপ্রণালী Bengali definition ⇒ পয়২
 • Bengali Word পয়পন্ত Bengali definition ⇒ পয়১
 • Bengali Word পয়মাল, পায়মাল Bengali definition [পয়্‌মাল্‌, পায়্‌মাল্‌] (বিশেষণ) ১ নষ্ট। ২ ধ্বংস; বিধ্বস্ত; বরবাদ (অনেক ধারই করলো এদের জান-মাল পয়মাল-রওশন ইজদানী)। {(ফারসি) পায়মাল}
 • Bengali Word পয়যার Bengali definition ⇒ পয়জার
 • Bengali Word পয়রা Bengali definition [পয়্‌রা] (বিশেষণ) তরল; পাতলা (পয়রা গুড়)। {(তৎসম বা সংস্কৃত) পয়ঃ>}
 • Bengali Word পয়লা Bengali definition ⇒ পহেলা
 • Bengali Word পয়সা Bengali definition [পয়্‌শা] (বিশেষ্য) ধাতুনির্মিত মুদ্রাবিশেষ; টাকার শতাংশের একাংশ। পয়সাওয়ালা (বিশেষণ) ধনবান; ধনী (পয়সাওয়ালাদের খাতিরে ও পীড়াপীড়িতে করিতে হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পয়সাকড়ি (বিশেষ্য) ১ আর্থিক সম্বল। ২ নগদ টাকা-পয়সা। {(তৎসম বা সংস্কৃত) পাদ> (প্রাকৃত) পায়>+সা}
 • Bengali Word পয়স্তি, পয়স্তী, পৈয়স্তি Bengali definition [পয়োস্‌তি, পয়োস্‌তি, পোইয়োস্‌তি] (বিশেষ্য) ১ সংযোগ। ২ নদীতে ভেঙে যাওয়া জমির স্থানে আবার চর পড়া; নদী ভরাটি জমি; নদীর পানি শুকিয়ে চড়া পড়লে অথবা বন্যার পানি শুকিয়ে পলিমাটি দ্বারা গঠিত আবাদের উপযোগী জমি; alluvion। শিকস্তি বিপরীতার্থক শব্দ ভাঙ্গন। {(ফারসি) পয়বস্ত}
 • Bengali Word পয়স্বিনী Bengali definition [পয়োশ্‌শিনি] (বিশেষ্য) ১ প্রচুর দুধ দেয় এমন গাভী; দুগ্ধবতী (মাতৃরূপা শান্তিস্বরূপিণী, শুভ্রকান্তি পয়ম্বিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নদী। □ (বিশেষণ) জল পরিপূর্ণা। {(তৎসম বা সংস্কৃত) পয়স্‌+ বিন্‌(বিনি)+ঈ(ঙীপ্‌)}
 • Bengali Word পয়স্য Bengali definition [পয়োশ্‌শো] (বিশেষণ) দুগ্ধজাত; দধি, ছানা ইত্যাদি দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) পয়স্‌>}
 • Bengali Word পয়া Bengali definition ⇒ পয়১
 • Bengali Word পয়ান, পয়াণ (পদ্যে ব্যবহৃত) Bengali definition [পয়ান্‌] (বিশেষ্য) প্রয়াণ; প্রস্থান (চন্দ্রাণী উদ্দেশ্যে রাজা করিল পয়ান-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) প্রয়াণ>}
 • Bengali Word পয়ার Bengali definition [পয়ার্‌] (বিশেষ্য) চতুর্দশাক্ষর ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পদ+চার>}
 • Bengali Word পয়েন্ট Bengali definition [পয়েন্‌ট্‌] (বিশেষ্য) ২ বিন্দু। ২ প্রাসঙ্গিক যুক্তি। {(ইংরেজি) point}
 • Bengali Word পয়োধর Bengali definition [পয়োধর্‌] (বিশেষ্য) ১ স্ত্রীলোকদের স্তন। ২ মেঘ; জলধর। ৩ নারকেল। {(তৎসম বা সংস্কৃত) পয়স্‌+ধর}
 • Bengali Word পয়োধি, পয়োনিধি Bengali definition [পয়োধি, পয়োনিধি] (বিশেষ্য) ১ সমুদ্র; সাহর; জলধি (চর্ব্য, চুষ্য, লেহ্য, পেয় পাতে পাতে অপ্রমেয় পয়োনিধি পর্বত প্রমাণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মেঘ; জলধর (হয় গজের গরজন সেনার তরজন পয়োধি ভরছন লাজে-ভারতচন্দ্র রায়গুণাকর; প্রলয়পয়োধি এক নায়ে হইব পার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) পয়স্‌+√ধা+ই(কি), নি+√ধা+ই(কি)}
 • Bengali Word পয়োনালি Bengali definition ⇒ পয়২
 • Bengali Word পয়োভার Bengali definition [পয়োভার্‌] (বিশেষ্য) ১ জলভার। ২ দুগ্ধভার। ৩ পয়োধর; স্তন (কমল কলিকাসম তার পয়োভারে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পয়স্‌+ভার}
 • Bengali Word পয়োমুক Bengali definition [পয়োমুক্‌] (বিশেষ্য) মেঘ; জলধর। {(তৎসম বা সংস্কৃত) পয়স্‌+√মুচ্‌+ক্বিপ্‌}