Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word প্রতিবেশী(-শিন্‌) Bengali definition [প্রোতিবেশি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পড়শি; প্রতিবাসী। ২ নিকটবর্তী স্থানে বসবাসকারী। প্রতিবেশিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ বিশ্‌+ইন্‌(ইনি)}
 • Bengali Word প্রতিবোধ, প্রতিবোধন Bengali definition [প্রোতিবোধ্‌, প্রোতিবোধোন্‌] (বিশেষ্য) ১ বিকাশ; প্রকাশ। ২ জাগরণ। ৩ সান্ত্বনা; জ্ঞান; প্রবোধ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বোধ, বোধন}
 • Bengali Word প্রতিভা Bengali definition [প্রোতিভা] (বিশেষ্য) ১ তীক্ষ্ণবুদ্ধি; অনন্যসাধারণ বুদ্ধি। ২ প্রত্যুৎপন্নমতিত্ব। ৩ নির্মাণক্ষম বুদ্ধি বা প্রজ্ঞা; উদ্ভাবনী বুদ্ধি। ৪ অসাধারণ সৃজনীশক্তি। ৫ প্রভা; ঔজ্জ্বল্য; দীপ্তি। প্রতিভাশালী (বিশেষণ) প্রতিভার অধিকারী; প্রতিভাযুক্ত; প্রতিভা আছে এমন। প্রতিভাশালিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভা+অ(অঙ্‌)}
 • Bengali Word প্রতিভাত Bengali definition [প্রোতিভাতো] (বিশেষণ) ১ প্রকাশিত (মায়া মরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্পষ্টরূপে উক্ত বা প্রকাশিত। ৩ জ্ঞাত; অবগত। ৪ আলোকিত; উদ্ভাসিত। ৫ প্রতিফলিত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভা+ ত(ক্ত)}
 • Bengali Word প্রতিভাস Bengali definition [প্রোতিভাশ্‌] (বিশেষ্য) দীপ্তি; ঔজ্জ্বল্য (বিন্দু বিন্দু জীবনের দীপ্তি পেয়ে চন্দ্র আর নক্ষত্রের এই প্রতিভাস-রখা)। প্রতিভাসিত (বিশেষণ) দীপ্ত; উজ্জ্বল; আলোকিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভাস্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word প্রতিভূ Bengali definition [প্রোতিভু] (বিশেষ্য) ১ জামিন (কিন্তু তাঁহার যে সকল কর্মকারক কলিকাতায় কয়েদ ছিল হে সাহেবকে তাহাদের প্রতিভূস্বরূপ আটক করিয়া রাখিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রতিনিধি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভূ+ক্বিপ্‌}
 • Bengali Word প্রতিমা Bengali definition [প্রোতিমা] (বিশেষ্য) ১ প্রতিকৃতি; প্রতিমূর্তি (কবরগুলো কারো কিংবা কিছুর প্রতিমা দেয় না, বলে মাত্র-আমি কবর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাটি ইত্যাদি দিয়ে নির্মিত মূর্তি। ৩ দেবমূর্তি; দেববিগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ মা+অ(ক)+আ(টাপ্‌)}
 • Bengali Word প্রতিমান Bengali definition [প্রোতিমান্‌] (বিশেষ্য) ১ প্রতিমূর্তি; প্রতিচ্ছবি (আনন্দ সুন্দর তনু স্বপনের অতিথিনী কামনার পূর্ণ প্রতিমান-মোহিতলাল মজুমদার)। ২ হস্তীর দুই দন্তের মধ্যস্থান। ৩ ওজন করবার বাটখারা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মান}
 • Bengali Word প্রতিমুখ Bengali definition [প্রোতিমুখ্‌] (বিশেষ্য) অভিমুখ; সম্মুখ দিকে। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মুখ)}
 • Bengali Word প্রতিমুহূর্ত Bengali definition [প্রোতিমুহুর্‌তো] (ক্রিয়াবিশেষণ) সর্বদা; প্রতিক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মুহূর্ত}
 • Bengali Word প্রতিমূর্তি Bengali definition [প্রোতিমুর্‌তি] (বিশেষ্য) ১ প্রতিকৃতি; প্রতিচ্ছবি। ২ অনুরূপ বা সদৃশ মূর্তি। ৩ কল্পিত মূর্তি; প্রতিমা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মূর্তি}
 • Bengali Word প্রতিযোগ Bengali definition [প্রোতিজোগ্‌] (বিশেষ্য) ১ বিরোধ। ২ প্রতিদ্বন্দ্বিতা। ৩ শত্রুতা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+যোগ}
 • Bengali Word প্রতিযোগী (-গিন্‌) Bengali definition [প্রোতিজোগি] (বিশেষ্য), (বিশেষণ) ১ প্রতিদ্বন্দ্বী। ২ সমকক্ষ। ৩ বিপক্ষ। ৪ পরস্পর ক্ষমতা বা শক্তি পরীক্ষাকারী। ৫ বিরোধী। প্রতিযোগিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। প্রতিযোগিতা (বিশেষ্য) প্রতিদ্বন্দ্বিতা; বিরুদ্ধতা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+যোগী}
 • Bengali Word প্রতিরক্ষা Bengali definition [প্রোতিরোক্‌খা] (বিশেষ্য) প্রতিরোধ; বাধাদান; defence (যে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা এদেশ ছিলো সুরক্ষিত-মুঃ আবদুর রাজ্জাক)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+রক্ষা}
 • Bengali Word প্রতিরুদ্ধ Bengali definition ⇒ প্রতিরোধ
 • Bengali Word প্রতিরূপ Bengali definition [প্রোতিরুপ্‌] (বিশেষ্য) ১ প্রতিমূর্তি; প্রতিকৃতি। ২ প্রতিবিম্ব। ৩ সাদৃশ্য। □ (বিশেষণ) তুল্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+রূপ}
 • Bengali Word প্রতিরোধ Bengali definition [প্রতিরোধ্‌] (বিশেষ্য) ১ নিরোধ। ২ নিবারণ। ৩ বাধাদান। ৪ প্রতিবন্ধ। ৫ আটক। ৬ ব্যাঘাত। প্রতিরোধক, প্রতিরোধী (-ধিন্‌) (বিশেষণ) প্রতিরোধকারী; নিবারণকারী। প্রতিরোধিত, প্রতিরুদ্ধ (বিশেষণ) প্রতিরোধ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+রোধ}
 • Bengali Word প্রতিলিপি Bengali definition [প্রোতিলিপি] (বিশেষ্য) লেখা ছবি প্রভৃতির হুবহু নকল; copy। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+লিপি}
 • Bengali Word প্রতিলোম Bengali definition [প্রোতিলোম্‌] (বিশেষণ) ১ উল্টা; বিপরীত। ২ বিরুদ্ধ; প্রতিকুল। প্রতিলোম বিবাহ (বিশেষণ) নিম্নবংশীয় পুরুষের সহিত উচ্চ বংশীয়া স্ত্রীলোকের বিবাহ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+লোম}
 • Bengali Word প্রতিশব্দ Bengali definition [প্রোতিশব্‌দো] (বিশেষ্য) ১ সমার্থক শব্দ; synonym। ২ প্রতিধ্বনি; অনুরূপ ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+শব্দ}
 • Bengali Word প্রতিশোধ Bengali definition [প্রোতিশোধ্‌] (বিশেষ্য) অন্যায়কারী ক্ষতিসাধন; শত্রু নির্যাতন; হিংসার পরিবর্তে হিংসা; প্রতিহিংসা। (যাইব, কিন্তু আগে এ যন্ত্রণার প্রতিশোধ করিব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+শোধ}
 • Bengali Word প্রতিশ্রুত Bengali definition [প্রোতিস্‌স্রুতো] (বিশেষণ) ১ প্রতিজ্ঞাবদ্ধ। ২ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ শ্রু+ত(ক্ত)}
 • Bengali Word প্রতিশ্রুতি Bengali definition [প্রোতিস্‌স্রুতি] (বিশেষ্য) প্রতিজ্ঞা; অঙ্গীকার; নিশ্চয়াত্মক স্বীকৃতি। প্রতিশ্রুতিশীল (বিশেষণ) ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ শ্রু+তি(ক্তি)}
 • Bengali Word প্রতিশয়, প্রতিশয়ন Bengali definition [প্রোতিশয়্‌, প্রোতিশয়োন্‌] (বিশেষ্য) প্রত্যাদেশ কামনা করে মন্দির প্রভৃতিতে ধরনা বা হত্যা দেওয়ার কার্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+শয়, শয়ন}
 • Bengali Word প্রতিষিদ্ধ Bengali definition ⇒ প্রতিষেধ
 • Bengali Word প্রতিষেধ Bengali definition [প্রোতিশেধ্‌] (বিশেষ্য) ১ নিবারণ; বারণ (অন্যের প্রবেশ প্রতিষেধ পূর্বক অবস্থিতি করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নিষেধ। ৩ বর্জন (সর্ব প্রকার আহার প্রতিষেধ করিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতিষিদ্ধ (বিশেষণ) প্রতিষেধ করা হয়েছে এমন; নিবারিত; বারিত; নিষিদ্ধ (এইরূপে প্রতিষিদ্ধ হইয়া উপমন্যু ভিক্ষান্ন ভক্ষণ করেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতিষেদ্ধা (বিশেষ্য), (বিশেষণ) নিষেধকারী; নিবারণকারী; নিবারক। প্রতিষেদ্ধাক (বিশেষণ) ১ নিবারক; নিষেধকারী (ঈশ্ব জ্ঞান এই বিশ্বাসের প্রতিষেধক হয় না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বিষক্রিয়ানাশক ঔষধ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ সিধ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word প্রতিষ্টম্ভ Bengali definition [প্রোতিশ্‌টম্‌ভো] (বিশেষ্য) বাধা; নিষেধ; বারণ; প্রতিবন্ধ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ স্তন্‌ভ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word প্রতিষ্ঠা Bengali definition [প্রোতিশ্‌ঠা] (বিশেষ্য) ১ মর্যাদা; গৌরব; প্রতিপত্তি (জাবালির প্রতিষ্ঠা নষ্ট হইয়াছে-রাজশেখর বসু (পরমু))। ২ সংস্থাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা)। ৩ উৎসর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা)। ৪ উদ্‌যাপন। ৫ অবস্থান; স্থিতি। প্রতিষ্ঠাতা(-তৃ) (বিশেষ্য), (বিশেষণ) প্রতিষ্ঠাকারী; যে প্রতিষ্ঠা করে (প্রতিষ্ঠাতৃগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে-রাজশেখর বসু (পরমু))। প্রতিষ্ঠাত্রী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রতিষ্ঠিত (বিশেষণ) ১ প্রতিষ্ঠা করা হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে এমন; প্রসিদ্ধ। ২ বদ্ধমূল। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ স্থা+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word প্রতিষ্ঠান Bengali definition [প্রোতিশ্‌ঠান] (বিশেষ্য) ১ সংস্থাপন। ২ অবস্থান; স্থিতি। ৩ সংগঠন; সংস্থা; সমিতি। ৪ সংস্থার গৃহ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+স্থান}
 • Bengali Word প্রতিষ্ঠাপন Bengali definition [প্রোতিশ্‌ঠাপোন্‌] (বিশেষ্য) ১ সংস্থাপন; প্রতিষ্ঠা। ২ অর্পণ; প্রদান। ৩ উৎসর্গ; উদ্দেশ্যে দান। প্রতিষ্ঠাপয়িতা(-তৃ) (বিশেষ্য), (বিশেষণ) প্রতিষ্ঠাকারী; স্থাপনকারী; স্থাপয়িতা। প্রতিষ্ঠাপয়িত্রী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রতিষ্ঠাপিত (বিশেষণ) প্রতিস্থাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+স্থাপন}