ও পৃষ্ঠা ৬
- Bengali Word ওড় আড় ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [ওড়্আড়্] (বিশেষ্য) অলিগলি; আটঘাট; অন্ধিসন্ধি (ওড়আড় বুঝিয়া সন্ধানে পাতে জাল-ঘনরাম চক্রবর্তী )। {(তুলনীয়) (হিন্দি) ওতআত>}
- Bengali Word ওড় ১ , ওড়ফুল Bengali definition [ওড়্, ওড়্ফুল্] (বিশেষ্য) জবাফুল(ওড়ের কলিকা যিনি নয়ন রাতুল-সৈয়দ আলাওল)। {( তৎসম বা সংস্কৃত) ওড়্র> (প্রাকৃত) ওড্ড>ওড়}
- Bengali Word ওড় ২ Bengali definition ⇒ ওয়াড়
- Bengali Word ওড়না , ওঢ়ন , ওঢ়নি ( মধ্যযুগীয় বাংলা ) , ওড়নী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ওড়্না ওঢ়ন্, ওঢ়্নি, ওঢ়্নি] (বিশেষ্য) ১ চাদর জাতীয় গাত্রাবরণ বিশেষ (কোন মোহিনীর ওড়না সে আজ উঠিয়ে এনেছে-সত্যেন্দ্রনাথ দত্ত; গায়ের ওঢ়ন দিয়া-সত্যেন্দ্রনাথ দত্ত; শীতের ওড়নি পিয়া গিরীষের বা বিপ)। ২ অবগুন্ঠন; অববেষ্টন (কার কাছে লাজ? –ওড়না-পরিনি তাই -মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অববেষ্টনিকা> ওবেডনিআ> ওঢ়নিঅ>উঢ়নি; অথবা, (তৎসম বা সংস্কৃত) অবগুন্ঠন> (প্রাকৃত ) ওঢ়ণ, ওড়না; (হিন্দি) ওঢ়না}
- Bengali Word ওড়ফুল Bengali definition ⇒ ওড়১
- Bengali Word ওড়ব , ঔড়ব Bengali definition [ওড়োব্, ওইড়ব্] (বিশেষ্য) পঞ্চস্বরাত্মক রাগের নাম; সঙ্গীতের রাগরাগিণীর জাতি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ওড়বী+ অ(অচ্), ওড়ব +অ(অণ্)}
- Bengali Word ওড়ম্বা , উরম্বা Bengali definition [ওড়ম্বা, উরম্বা] (বিশেষণ) অমিতব্যয়ী; নিষ্কর্মা; লম্পট প্রকৃতির (কোনো কোনো অঞ্চলে ‘ওলাম্বরে’ প্রচলিত)। {(আরবি) ‘মুলম্মা’> বাংলা ‘মলম্বা’ শব্দের প্রভাবে বাংলা ‘উড়ম্বা’; ‘ওড়ম্বা’ শব্দ গঠিত হতে পারে, (তৎসম বা সংস্কৃত) উদ্ +√বা>(প্রাকৃত) (রুম্মা; বাংলা উড়ন+বাজ>ওড়ম্বা, উরম্বা, (হিন্দি) উড়ঙ্কা}
- Bengali Word ওড়া ১ Bengali definition ⇒ উড়া
- Bengali Word ওড়া ২ ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [ওড়া] (বিশেষ্য) ঝাঁকা; মোট বহনের কাজে ব্যবহৃত ধামা বিশেষ (ওড়া ভরি মৎস লব কৈ আর উৎপল-কৃত্তিবাস ওঝা; ওড়া কোদাল লইয়া মগ চলে লাখে লাখে-পূর্ববঙ্গ গীতিকা)। {(হিন্দি) ওংড়া (( তৎসম বা সংস্কৃত) কুণ্ড?); মুণ্ডারি ওড়া= গৃহ। (তুলনীয়) চট্ট. ‘ওড়া-ওড়া’ খাওয়া=অধিক পরিমাণ খাওয়া অর্থাৎ ধামা-ধামা খাওয়া}
- Bengali Word ওড়ামুড়ি Bengali definition [ওড়ামুড়ি] (বিশেষ্য) অস্থিরতাব্যঞ্জক পার্শ্বপরিবর্তন; কাতরতাজনিত ছটফটানি (ঝিঝির কান্দনে রাত্রি ওড়ামুড়ি করে- জসীমউদ্দীন)। {মোড়া, মোড়ামুড়ি √মুড়্ (মোচড় দেওয়া, বাঁকানো)+আ=মোড়ামুড়ি (দ্বিরুক্তিতে)}
- Bengali Word ওড়িশা Bengali definition ⇒ উড়িষ্যা
- Bengali Word ওড়িয়া, উড়িয়া, উড়ে Bengali definition [ওড়িয়া, উড়িয়া. উড়ে] (বিশেষ্য) ১ উড়িষ্যার লোক (উড়ে চাকরটাকে…বর্ণমালা পর্যন্ত শিখিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ উড়িষ্যার ভাষা। □ (বিশেষণ) ১ উড়িষ্যা সম্বন্ধীয়। ২ উড়িষ্যাদেশে জাত; উড়িষ্যা দেশীয়। {(তৎসম বা সংস্কৃত) ওড়, উৎকল>উড়িষ্যা, ওড়িষ্যা>}
- Bengali Word ওড়ী Bengali definition ⇒ উড়ি
- Bengali Word ওঢ়ন , ওঢ়না , ওঢ়নি , ওঢ়নী Bengali definition ⇒ ওড়না
- Bengali Word ওয়াক Bengali definition [ওয়াক্] (অব্যয়) ১ বমনের শব্দ। ২ ছিঃ। □ (বিশেষ্য) বমি; উদগার (সর্বদা ওয়াক্ ছর্দি মুখে উঠে জল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ওয়াকিফ , ওয়াকেফ , ওয়াকিব , ওয়াকেব Bengali definition [ওয়াকিফ্, ওয়াকেফ্, ওআকিব্, ওয়াকেব্] (বিশেষণ) জ্ঞাত; বিদিতি; অভিজ্ঞ; কোনো বিষয়ে সংবাদ বা জ্ঞানপ্রাপ্ত (যাইয়া বাদশার আগে হইনু ওয়াকিফ-সৈয়দ হামজা; মোল্লা সাহেব ওয়াকেফ ছিলেন না যে নিকটাত্মীয়েরই উকিল হওয়া বিধি-কাজী আবদুল ওদুদ)। □ (বিশেষ্য) জ্ঞাপন; ব্যক্ত (হাতেম তাইর তরে, আশক ওয়াকেফ করে, একে একে তামাম খবর -সৈয়দ হামজা)। ওয়াকিফহাল (বিশেষণ) বিশেষ অবস্থা সম্পর্কে জ্ঞাত বা অভিজ্ঞ (তেনারা শীতের তক্লিফ বাবতে ওয়াকিবহাল-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) রাকিফ্ }
- Bengali Word ওয়াকেফ , ওয়াকেব Bengali definition ⇒ ওয়াকিফ
- Bengali Word ওয়াক্ ফ , অক্ ফ Bengali definition [ওয়াক্ফ্, অক্ফ্] (বিশেষ্য) ধর্ম বা পুণ্যের উদ্দেশ্যে প্রদত্ত দান; একপ্রকার উইল (ওয়াক্ফ করিয়া ইসলামের সেবায় বিলাইয়া দিয়াছিলেন-হবা)। ওয়াক্ফনামা (বিশেষ্য) ধর্ম বা খোদার নামে প্রদত্ত দানপত্র বা দেবত্রের (দেবোত্তর) দলিল। [(আরবি) রকফ }
- Bengali Word ওয়াক্ত , ওয়াক্তি , ওয়াক্তিয়া Bengali definition ⇒ ওক্ত
- Bengali Word ওয়াচগার্ড Bengali definition [ওয়াচ্গার্ড] (বিশেষ্য) ঘড়ির চেন (সোনার ওয়াচগার্ড পরিয়া ও হীরার আঙ্গুটি হাতে দিয়া-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।{(ইংরেজি) Watch guard}
- Bengali Word ওয়াজ , ওয়ায়েজ Bengali definition [ওয়াজ্, ওয়ায়েজ্] (বিশেষ্য) উপদেশ বা বক্তৃতা; ধর্মব্যাখ্যা; ধর্মপ্রচার (মেয়েদের জন্য ওয়ায হইত-আবুল মনসুর আহমদ)। ওয়াজ নসিহত (বিশেষ্য) ধর্মসম্বন্ধীয় বক্তৃতা ও উপদেশ (মৌলবীর ওয়াজ নসিহত জানি-মীর মশাররফ হোসেন)। {(আরবি) রাজ }
- Bengali Word ওয়াজিব , ওয়াজিবি Bengali definition ⇒ ওয়াজেব
- Bengali Word ওয়াজেব , ওয়াজিব , ওয়াজিবি Bengali definition [ওয়াজেব্, ওয়াজিব্, ওয়াজিবি] (বিশেষণ) ১ ন্যায্য; যুক্তিসঙ্গত; ন্যায়সঙ্গত (তুমি আজ বাবুরামকে খুব ওয়াজিব কথা বলিয়াছ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); ওয়াজিবী কিস্মত দিয়া কিনে লিয়া যাই- সৈয়দ হামজা)। ২ অবশ্য পালনীয় (ওয়াজিব নামাজ)। ৩ প্রয়োজনীয়; দরকারি। {(আরবি) রাজিব}
- Bengali Word ওয়াট Bengali definition [ওয়াট্] (বিশেষ্য) তড়িৎ শক্তির মান (বিদ্যুৎ শক্তির মাপের একককে ওয়াট বলা হয়-আমু)। {(ইংরেজি) Watt}
- Bengali Word ওয়াটার Bengali definition [ওয়াটার] (বিশেষ্য) জল; পানি। ওয়াটারপ্রুফ (বিশেষ্য) পানি নিবারক। ওয়াটারলিলি (বিশেষ্য) শাপলা ফুল বা তার গাছ; কুমুদ। {(ইংরেজি) water}
- Bengali Word ওয়াতন , ওতন Bengali definition [ওয়াতন্, ওতন্] (বিশেষ্য) স্বদেশ; মাতৃভূমি; জন্মস্থান (ছেড়ে যেতে চাও তুমি কি কারণে নিজের ওয়াতন-ফররুখ আহমদ)। {(আরবি) রতন }
- Bengali Word ওয়াদা , ওআদা Bengali definition [ওয়াদা] (বিশেষ্য) ১ শপথ; প্রতিজ্ঞা; প্রতিশ্রুতি (ফেরত দেবে বলে আজকের মত ওয়াদাও করেছিল-শামসুল হক)। ২ মেয়াদ; নির্দিষ্ট সময়। ওয়াদাদার (বিশেষণ) অঙ্গীকারবদ্ধ; প্রতিশ্রুতি পালনকারী। [( আরবি) রদাহ}
- Bengali Word ওয়াপদা Bengali definition [ওয়াপ্দা] (বিশেষ্য) পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। {(ইংরেজি) WAPDA=Water and Power Development Authority}
- Bengali Word ওয়াপস Bengali definition [ওয়াপোশ্] (বিশেষ্য) ফেরত; প্রত্যাবর্তন। {(ফারসি) রাপিস }
- Bengali Word ওয়ায , ওয়ায়েয Bengali definition ⇒ ওয়াজ