Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word Bengali definition [রি] বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ। এর উচ্চারণ-স্থান মূর্ধা। ধ্বনিবিজ্ঞান অনুসারে বাংলা ঋ-এর উচ্চারণ (১) শব্দের প্রথমে কোনো বর্ণের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হলে ‘রি’ (ঋণ, ঋষি); (২) অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে ঋ-এর উচ্চারণ হয় র-ফলা (হৃদয় = হ্রিদয়, আদৃত = আদ্রিত)।
  • Bengali Word ঋকার Bengali definition [রিকার] (বিশেষ্য) ১ ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঋ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘ …’ এই চিহ্ন। ২ ‘ঋ’ বর্ণ। {সংস্কৃত. ঋ+কার}
  • Bengali Word ঋক্ Bengali definition [রিক্‌] (বিশেষ্য) ১ বেদের শ্লোক বা ছন্দোবদ্ধ মন্ত্র বিশেষ (যাহার অক্ষর চরণ ও অবসান নিয়মবদ্ধ তাহাই ঋক্‌-রাত্রি)। ২ ঋগ্বেদ (ঋক্‌ সাম তোমার কুণ্ডল কানে-সতেন্দ্রনাথ দত্ত)। ৩ গায়ত্রী। {সংস্কৃত √ঋচ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word ঋক্ ‌থ Bengali definition [রিক্‌থ] (বিশেষ্য) ১ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন-সম্পত্তি। ২ মৃত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি। ৩ স্বর্ণ। ঋক্‌থী(-থিন্) (বিশেষণ) ধনী। ঋক্‌থভাগী(-গিন্‌) (বিশেষণ) উত্তরাধিকারী। {সংস্কৃত √ঋচ্‌+থ(থক্)}
  • Bengali Word ঋক্ষ Bengali definition [রিক্‌খো] (বিশেষ্য) ১ ভল্লুক; ভালুক (এখানে ঋক্ষ শার্দূলও ভুলি হিংসাদ্বেষ-কাজী নজরুল ইসলাম)। ২ নক্ষত্র। ঋক্ষমণ্ডল (বিশেষ্য) সপ্তর্ষি মণ্ডল; the Great Bear । ঋক্ষগন্ধ, ঋক্ষগন্ধিকা (বিশেষ্য) ভূমিকুষ্মাণ্ড; ভুঁইকুমড়া। {সংস্কৃত √ঋক্ষ্‌+অ; √ঋষ্‌+ষ}
  • Bengali Word ঋগ্বেদ , ঋক্ ‌- বেদ Bengali definition [রিগ্‌বেদ্‌, রিক্‌বেদ্‌] (বিশেষ্য) হিন্দুদের ধর্মগ্রস্থ; চতুর্বেদের মধ্যে প্রাচীনতম বেদ। {সংস্কৃত. ঋক্‌+বেদ}
  • Bengali Word ঋজু Bengali definition [রিজু] (বিশেষণ) ১ অবক্র; সোজা (তাহার আন্দোলনহীন ঋজু গতিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সরল; অকুটিল; অকপট (দৃশ্যত ঋজু হলেও রূপত অত্যন্ত উগ্র ও গর্বিতা-( আরবি)ন.ম. বজলুর রশীদ)। ৩ সুবোধ্য (ঋজু পাঠ)। ঋজুতা, আর্জব (বিশেষ্য)। ঋজু প্রকৃতি, ঋজু স্বভাব (বিশেষণ) সরলমতি (তুমি নিতান্ত ঋজুস্বভাব, কাহার কি ভাব, কিছু্ই বুঝিতে চেষ্টা কর না–ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ঋজুরেখা (বিশেষ্য) সরলরেখা; straight line। {সংস্কৃত. √ঋজ্‌+উ; √অর্জ্‌+উ(কু)}
  • Bengali Word ঋণ Bengali definition [রিন্] (বিশেষ্য) ১ কর্জ; ধার; দেনা। ২ (গণিত) বিয়োগচিহ্ন; minus। ঋণগ্রস্ত, ঋণী(-ণিন্‌) (বিশেষণ) ১ দেনাদার; অধমর্ণ; খাতক; কর্জদার। ২ উপকারীর নিকট ‍কৃতজ্ঞ; উপকারের জন্য বাধিত। ঋণগ্রহণ বিশেষ্য ধার নেওয়া; কর্জ করা। ঋণগ্রহীতা(-তৃ), ঋণগ্রাহক, ঋণগ্রাহী (-হিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ঋণগ্রহণ করে বা করেছে এরূপ; অধমর্ণ; খাতক। ঋণগ্রহীত্রী, ঋণগ্রাহিকা, ঋণগ্রাহিণী (স্ত্রীলিঙ্গ)। ঋণচিহ্ন (বিশেষ্য) (গণিত.) বিয়োগচিহ্ন; ‘-’ এই চিহ্ন, minus। ঋণজাল (বিশেষ্য) ঋণের বন্ধন; দেনার দায়। ঋণদাতা(-তৃ), ঋণিয়া (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ঋণ প্রদানকারী; উত্তমর্ণ (ঋণিয়া ধরিলে পুনি কি দিব উত্তর-সৈয়দ আলাওল)। ঋণদাস বিশেষ্য ঋণমোচনের জন্য উত্তমর্ণের নিকট খাতকের দাসত্ব স্বীকার। ঋণপত্র (বিশেষ্য) ঋণের দলিল; তমসুক; খত; debenture। ঋণমুক্ত (বিশেষণ) দেনার দায় থেকে উদ্ধার পেয়েছে এমন; ঋণ পরিশোধ করেছে এমন। ঋণমুক্তি (বিশেষ্য)। ঋণপরিশোধ, ঋণশোধ (বিশেষ্য) কর্জ শোধ; ধার চুকানো। ঋণিতা (বিশেষ্য) ঋণগ্রস্ত অবস্থা। {সংস্কৃত √ঋ+ত}
  • Bengali Word ঋণাত্মক Bengali definition [বিরাত্‌তোঁক্‌] (বিশেষণ) ১ নেতিবাচক; নঞর্থক; না-সূচক (ঋণাত্মক দৃষ্টিভঙ্গি)। ২ বিপরীতধর্মী (ঋণাত্মক ইলেক্টন)। {সংস্কৃত ঋণ+আত্মক}
  • Bengali Word ঋত Bengali definition [রিতো] (বিশেষ্য) ১ সত্য। ২ বিশ্বব্যাপারের সুনির্দিষ্ট কর্মধারা (আসা যাওয়া তাঁদের ঋতের নিমিত্তে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ১ পূজিত। ২ পীড়িত। ৩ দীপ্ত। অনৃত (বিপরীতার্থক শব্দ)। ঋতপরায়ণ (বিশেষণ) সত্যনিষ্ঠ; সত্যাচারপরায়ণ (ঋতপরায়ণ ঋতুদেবতাগণ রীত পালন করেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঋতম্ভর (বিশেষণ) (বিশেষ্য) সত্যপালক। (ধৃতব্রত তুমি ঋতম্ভর-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) পরমেশ্বর। ঋতম্ভরা (বিশেষ্য) স্ত্রীলিঙ্গ. সত্যজ্ঞান উৎপাদিকা চিত্তবৃত্তিবিশেষ। {সংস্কৃত. √ঋ+ত(ক্ত)}
  • Bengali Word ঋতানৃত Bengali definition [রিতান্রিতো] (বিশেষ্য) সত্যমিথ্যা। {সংস্কৃত ঋত(সত্য)+অনৃত (মিথ্যা); দ্বন্দ্ব সমাস}
  • Bengali Word ঋতি Bengali definition [রিতি] (বিশেষ্য) ১ গমন; গতি। ২ সৌভাগ্য। {সংস্কৃত. √ঋ+তি(ক্তি)}
  • Bengali Word ঋতু Bengali definition [রিতু] (বিশেষ্য) ১ বৎসরের প্রাকৃতিক বিভাগ; গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত-ছয়টি কাল বিভাগ; মৌসুম; seasoms । ২ স্ত্রীরজঃ; মাসিক রক্তস্রাব। আর্তব (বিশেষণ)। ঋতুকামিনী (বিশেষ্য) পৃথিবী (একি রীত তব, হে ঋতুকামিনী-মধুসূদন দত্ত)। ঋতুকাল (বিশেষ্য) রজস্বলা অবস্থা; যে কয়দিন স্ত্রীলোকের ঋতু থাকে। ঋতুনাথ Þ ঋতুপতি। ঋতুপতি, ঋতুনাথ, ঋতুরাজ (বিশেষ্য) বসন্তকাল (ভুলে যথা ঋতুপতি হেরি মধুকালে বনস্থলী-মধুসূদন দত্ত)। ঋতুমতী (বিশেষ্য) (বিশেষণ) রজস্বলা; ঋতুস্নান করেছে এমন। ঋতুরাজ ⇒ ঋতুনাথ। ঋতুস্নান (বিশেষ্য) ঋতুমতী নারীর চতুর্থ দিবসে স্নানরূপ সংস্কার। ঋতুস্নাত (বিশেষণ)। {সংস্কৃত √ঋ+তু(তুক্)}
  • Bengali Word ঋত্বিক Bengali definition [রিত্‌তিক্] (বিশেষ্য) যজ্ঞের পুরোহিত; যাজক (শোকে শুচি সেই তরুণ তাপস ঋত্বিক দৃঢ়মনা-সতেন্দ্রনাথ দত্ত; নব ঋত্বিক নবযুগের-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত. ঋতু+ √যজ্‌+ক্বিন্‌}
  • Bengali Word ঋদ্ধ Bengali definition [রিদ্‌ধো] (বিশেষণ) সমৃদ্ধ; উন্নত (কত ঋদ্ধ জনপদ-সতেন্দ্রনাথ দত্ত)। ঋদ্ধি (বিশেষ্য) ১ সমৃদ্ধি; উন্নতি; শ্রীবৃদ্ধি। ২ সর্বাঙ্গীন উন্নতি (অনঙ্গ আত্মার ঋদ্ধি-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ সম্পত্তি। ৪ সৌভাগ্য। ঋদ্ধিমান (বিশেষণ) ১ সমৃদ্ধশালী; ধনবান। ২ সৌভাগ্যশালী। ঋদ্ধিমতী (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. √ঋধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ঋভু Bengali definition [রিভু] (বিশেষ্য) ১ হিন্দু দেবতাবিশেষ। ২ দেবত্বপ্রাপ্ত মনুষ্যবিশেষ (হে ঋভুগণ! তোমরা কুশলহস্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) মেধাবী। {সংস্কৃত ঋ+√ভূ+উ(ডু)}
  • Bengali Word ঋষভ Bengali definition [রিশভ্‌] (বিশেষ্য) ১ বৃষ। ২ শ্রেষ্ঠজন (বীরকুলর্ষভ রাবণ কহিলা-মধুসুদন দত্ত)। ৩ (সন্) স্বরগ্রামের দ্বিতীয় স্বর ‘রে’ ধ্বনি (যার সুরের দৌড় শুধু ঋষভ পর্যন্ত-প্রথম চৌধুরী)। ৪ পর্বতবিশেষ। {সংস্কৃত √ঋষ্‌+অভ(অভচ্‌)}
  • Bengali Word ঋষি ১ Bengali definition [রিশি] (বিশেষ্য) ১ শাস্ত্রজ্ঞ তপস্বী; মুনি; যোগী; দরবেশ; সুফি। ২ শাস্ত্রপ্রণেতা; বেদমন্ত্র দ্রষ্টা। ঋষী (স্ত্রীলিঙ্গ)। আর্ষ (বিশেষণ)। আর্য প্রয়োগ (বিশেষ্য) ব্যাকরণের নিয়মে ভুল হলেও ঋষি কর্তৃক ব্যবহৃত বলে স্বীকৃত শুদ্ধ প্রয়োগ। ঋষিকল্প, ঋষিতুল্য, ঋষিসদৃশ্য বিশেষণ ঋষির ন্যায় জ্ঞানী ও শ্রদ্ধার্হ। ঋষিপ্রোক্ত (বিশেষণ) ১ ঋষি কর্তৃক উক্ত বা নির্দেশিত। ২ আর্ষ; আর্ষপ্রয়োগ। {সংস্কৃত √ঋষ্+ই(ইন্)}
  • Bengali Word ঋষি ২ Bengali definition [রিষি] (বিশেষ্য) বাঙালি চর্মকার জাতি; মুচি। {সংস্কৃত রুহিদাস>হিন্দি বৈসি>}
  • Bengali Word ঋষ্ট Bengali definition [রিশ্‌টো] (বিশেষণ) ১ অশুভজনক; অকল্যাণকর। ২ সর্বাঙ্গ শ্বেতবর্ণ বিন্দু দ্বারা চিত্রিত হরিণ; spotted deer । {সংস্কৃত. √ঋষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ঋষ্টি Bengali definition [রিশ্‌টি] (বিশেষ্য) ১ অশুভ; গ্রহদোষ। ২ যে খড়গের দুইদিকে ধার আছে; শাঁখের করাত। {সংস্কৃত. √ঋষ্‌+তি(ক্তি)}
  • Bengali Word ঋষ্য Bengali definition [রিশ্‌শো] (বিশেষ্য) সর্বাঙ্গ শ্বেতবর্ণ বিন্দু-চিহ্নিত হরিণ। ঋষ্যমূক (বিশেষ্য) রামায়ণোক্ত দাক্ষিণাত্যের পর্বতবিশেষ। ঋষ্যশৃঙ্গ বিশেষ্য রামায়ণোক্ত ঋষিবিশেষ। {সংস্কৃত √ঋষ্+য(ক্যপ্)}