আ পৃষ্ঠা ২৮
- Bengali Word আফত , আফোত Bengali definition [আফত্, আফোত্] (বিশেষ্য) বিপদ; দুঃখ; দুর্দশা; সঙ্কট (আফত ঘটিবে আজ আমা সবাকার-সৈয়দ হামজা; বাবু আড় হয়ে পড়ে আফোতের তামাম করেন-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি)আফত}
- Bengali Word আফতাব Bengali definition [আফ্তাব্] (বিশেষ্য) সূর্য (ঊষার আকাশ ম্লানিমায় ছায় আফতাব জ্যোতি ক্ষীণ-শাহাদাত হোসেন)। {(ফারসি) আফ্তাব}
- Bengali Word আফতাবা , আফতাব Bengali definition [আফ্তাবা, আফ্তাব্] (বিশেষ্য) জল-পাত্রবিশেষ, ভৃঙ্গার; গাড়ু (আফতাবা ও চিলুমচি সোনার লিয়া হাতে-সৈয়দ হামজা; মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয় আফতাবে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) আফতাব}
- Bengali Word আফলা Bengali definition ⇒ অফলা
- Bengali Word আফলাক Bengali definition [আফ্লাক্] (বিশেষ্য) আকাশমণ্ডল (আদশার প্রণয়গর্বে ভিন্ন করি শির তুলে নীল আফলাক-আশরাফ)। {(আরবি)আফ্লাক্ (বহুবচন); (একবচন)}
- Bengali Word আফলাতুন Bengali definition [আফ্লাতুন] (বিশেষ্য) গ্রিক দার্শনিক প্লেটো। □ বিন বুদ্ধিমান; জ্ঞানী (এ আফলাতুন মেয়ের জুলুমে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আফলাতুন; (গ্রিক) Plato}
- Bengali Word আফলোদয় Bengali definition [আফলোদয়্] (ক্রিয়াবিশেষণ) ফলপ্রাপ্তি বা সিদ্ধিলাভ পর্যন্ত। আফলোদয় কর্মা (বিশেষণ) অধ্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) আ+ফলোদয়; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আফশাঁ , আফশা Bengali definition [আফ্শাঁ, আফ্শা] (বিশেষ্য) সূক্ষ্ম রুপালি বা সোনালি চূর্ণবিশেষ যা স্ত্রীলোকেরা সজ্জারূপ মুখে ও মাথায় ব্যবহার করে (আফশাঁ ও চুমকি বসান হইয়াছে-বেগম রোকেয়া)। {(ফারসি)আফ্শান; (আরবি)ইফশা}
- Bengali Word আফসর Bengali definition [আফ্সর্] (বিশেষ্য) ১ অফিসার; কর্তা। ২ মুকুট। {(ফারসি) আফ্সর্}
- Bengali Word আফসানি , আপশানি Bengali definition [আফ্শানি, আপ্শানি] (বিশেষ্য) ১ ছোড়াছুড়িকরণ; আস্ফালন। ২ খেদ; আফসোস। {(ফারসি) আফ্শান + (বাংলা) ই}
- Bengali Word আফসানো Bengali definition [আফ্শানো] (ক্রিয়া) ১ ছোড়া; ছিটানো; আস্ফালন করা (রেগে ডানা আপসে ঘোড়া এমনি তেজে উড়ে চলল যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিফলমনোরথ হয়ে চাপা ক্রোধ বা খেদ প্রকাশ করা; আফসোস করা। {(ফারসি) আফ্শান}
- Bengali Word আফসোস , আপসোস , আফশস Bengali definition [আফ্শোশ্, আপ্শোশ্] (বিশেষ্য) খেদ; পরিতাপ; অনুতাপ; মনস্তাপ; অনুশোচনা (আপসোস করে দেবরাজ-সৈয়দ আলাওল; আমার বড়ই আপশস হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) আফ্সোস}
- Bengali Word আফাটা Bengali definition [আফাটা] (বিশেষণ) ১ ফাটা নয় এমন; ফাটলশূন্য। ২ ছিদ্রহীন। ৩ (আলঙ্কারিক) মন্দ; পোড়া (আটকুড়ে কোটালের আফাটা কপাল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {আ (নঞ্)+ফাটা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word আফার ( প্রাচীন বাংলা ) Bengali definition [আফার্] (বিশেষ্য) লোকসান; ফাঁক; শূন্য (আছুক লাভ মোর মূলত আফার-বড়ু চণ্ডীদাস)।{(তৎসম বা সংস্কৃত) অপকার> অপআর> আফার, আপার}
- Bengali Word আফিম , আফিং Bengali definition [আফিম্, আফিঙ্] (বিশেষ্য) অহিফেন; পোস্ত ফলের রস থেকে তৈরি মাদক দ্রব্য। আফিমখোর, আফিমচি (বিশেষণ) আফিমের নেশা করে এমন; নিয়মিতভাবে আফিম খায় এমন। {(তৎসম বা সংস্কৃত) অহিফেন; (তুলনীয়) (ফারসি) আফয়ূন (গ্রিক) Opion}
- Bengali Word আফিস Bengali definition ⇒ অফিস
- Bengali Word আফুটন্ত , আফুটা , আফোটা Bengali definition [আফুটন্তো, আফুটা, আফোটা] (বিশেষণ) ১ ফোটেনি এমন; অপ্রস্ফুটিত। ২ অর্ধস্ফুট; অর্ধ প্রস্ফুটিত। ৩ সিদ্ধ হয়নি এমন (আফুটা ভাত)। {(তৎসম বা সংস্কৃত) আস্ফুট>}
- Bengali Word আফুটা Bengali definition ⇒ আফুটন্ত
- Bengali Word আফেন্দি Bengali definition [আফেন্দি] (বিশেষ্য) প্রভু; তুর্কি ভাষার সম্মানসূচক উপনাম। {(তুর্কি) আফিন্দী }
- Bengali Word আফোত Bengali definition ⇒ আফত
- Bengali Word আফোটা Bengali definition ⇒ আফুটন্ত
- Bengali Word আফ্রিদি Bengali definition [আফ্রিদি] (বিশেষ্য) পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের সাহসী জাতিবিশেষ (আফ্রিদি যদি হতাম আমি রে আজ-বন্দুকবাজ তীক্ষ্ণ তীরন্দাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {অজ্ঞাতমূল}
- Bengali Word আফ্ত Bengali definition ⇒ আপ্ত২
- Bengali Word আব ১ Bengali definition [আবা] (বিশেষ্য) গলা থেকে হাঁটু পর্যন্ত বুক খোলা লম্বা জামাবিশেষ। {(আরবি)‘আবা’}
- Bengali Word আব - ই - কওসর Bengali definition ⇒ আবে কওসর
- Bengali Word আব - ই - হায়াত Bengali definition ⇒ আবে হায়াত
- Bengali Word আব - এ - জমজম Bengali definition ⇒ আবে-জমজম
- Bengali Word আব - জম - জম Bengali definition ⇒ আবে জমজম
- Bengali Word আব ১ Bengali definition [আব্] (বিশেষ্য) ১ পানি; জল (আব-আতস-খাক বাদ মিলাইয়া এক সাত গড়াইল মানব দেহ-মুহম্মদ মনসুরউদ্দীন; পঞ্চ আবের সমাহার=পাজ্ঞাব)। ২ (বিশেষ্য) ঔজ্জ্বল্য (আবদারমুক্তা)। {(ফারসি) আব্ }
- Bengali Word আব ২ Bengali definition [আব্] (বিশেষ্য) রোগজনিত মাংসপিণ্ড; tumour ।{(তৎসম বা সংস্কৃত) অর্বুদ> অব্বুঅ> আবঅ>আব}