Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অজিফা, অজপা Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [ওজিফা, অজপা] (বিশেষ্য) ১ প্রাণীদের শ্বাস গ্রহণ ও ত্যাগ ক্রিয়ারূপে জপিত হয় এমন মন্ত্র; স্বাভাবিক শ্বাসক্রিয়ার দ্বারা সাধ্য মন্ত্র (অজপা জপএ নিত্য নিঃশব্দে নীরব-দৌলত উজির বাহরাম খান)। ২ খোরপোশ; ভরণপোষণ। {আ, রজীফাহ্}
  • Bengali Word অজীর্ণ Bengali definition [অজির্‌নো] (বিশেষ্য) অপরিপাকজনিত উদরের রোগবিশেষ।  (বিশেষণ) অপরিপক্ব; হজম হয়নি এমন (অজীর্ণ ভোজন দ্রব্য-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √জি্+ত(ক্ত);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজু, ওযু Bengali definition [ওজু] (বিশেষ্য) শরীর ও মনের পবিত্রতা বিধানের জন্য প্রথমে দুই হাতের কব্জি পর্যন্ত ধুয়ে গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখমণ্ডল ধোয়া, দুই হাত কনুই সহ ধোয়া, মাথা মসেহ& করা, ও দুই পায়ের পাতা গোড়ালিসহ ধোয়া। {আ, রদু}
  • Bengali Word অজুরদার Bengali definition [ওজুরদার্‌] (বিশেষ্য) মজুরি গ্রহণকারী; মজুর; শ্রমিক। {(আরবি) আজ&র (ফারসি) + দার্}
  • Bengali Word অজুরা Bengali definition আজুরা
  • Bengali Word অজুহাত, ওজুহাত Bengali definition [ওজুহাত্] (বিশেষ্য) ১ কারণ; হেতু; ছুতা; বাহানা (পলায়নের একটা অজুহাত পেয়ে তুমিও যেন বেঁচে গেলে-শাফ; তবু একটা ওজুহাত জুটেছিল তাদের অদৃষ্টে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। ২ ওজর আপত্তি। {(আরবি) রজুহাত্}
  • Bengali Word অজেয় Bengali definition [অজেয়ো] (বিশেষণ) জয় করা যায় না এমন; দুর্জয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জেয়; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অজৈব Bengali definition [অজোইবো] (বিশেষণ) প্রাণী বা উদ্ভিদ সম্বন্ধীয় নয় এমন। (অজৈব রসায়ন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জৈব; (নঞ্ তৎপুরুষ সমাস) ; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অজ্ঞ Bengali definition [অগগোঁ] (বিশেষণ) মূর্খ; অজ্ঞান; নির্বোধ। অজ্ঞতা (বিশেষণ)। অজ্ঞতামূলক (বিশেষণ) মূর্খতা বা অজ্ঞানতা থেকে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √জ্ঞা+অ(ক);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজ্ঞাত Bengali definition [অগগ্যাঁতো] (বিশেষণ) অজানা; অবিদিত; অপ্রকাশিত। অজ্ঞাতকুলশীল (বিশেষণ) বংশ পরিচয় ও স্বভাব-চরিত্র জানা নেই এমন; সম্পূর্ণ অপরিচিত। অজ্ঞাতনামা (বিশেষণ) অবিদিত বা অখ্যাত নামবিশিষ্ট। অজ্ঞাত পরিচয় (বিশেষণ) পরিচয় জানা নেই এমন। অজ্ঞাতপূর্ব (বিশেষণ) পূর্বে জানা যায়নি এমন। অজ্ঞাতবাস (বিশেষ্য) অন্যের অগোচরে বা গোপনে অবস্থান। অজ্ঞাতসারে, অজ্ঞাতে (ক্রিয়া (বিশেষণ))গোপনে; অগোচরে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞাত; (নঞ্ তৎপুরুষ সমাস) }
  • Bengali Word অজ্ঞান Bengali definition [অগ্‌গ্যাঁন] (বিশেষণ) ১ মূর্খ; বির্বোধ; অজ্ঞ (কাঠ না পুড়ায়ে আগুনে জ্বালাবে বলে কোন অজ্ঞান? -কাজী নজরুল ইসলাম)। ২ অচৈতন্য; সংজ্ঞাহীন (অজ্ঞান হইয়া আমি পড়িনু ভূতলে-মাইকেল মধুসূদন দত্ত)।  (বিশেষ্য) ১ অজ্ঞতা; জ্ঞানাভাব (আমাদের অজ্ঞান, আমাদের হৃদয়ের দূর্বলতাই তাহার বল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (দর্শন.) মায়া; অবিদ্যা। অজ্ঞানতা বি। অজ্ঞানকৃত (বিশেষণ) না জেনে করা হয়েছে এমন; অজ্ঞতাবশত কৃত (অজ্ঞানকৃত অপরাধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অজ্ঞানবাদ, অজ্ঞাবাদ, অজ্ঞেয়বাদ (বিশেষ্য) জগতের প্রকৃত রহস্য অজ্ঞেয় বা অজ্ঞাত-এই মত; ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছু থাকলেও তা মানুষের পক্ষে জানা অসাধ্য-এই মত; agnosticism। অজ্ঞানে (ক্রিয়া (বিশেষণ))না জেনে। অজ্ঞানত (ক্রিয়া (বিশেষণ))অজ্ঞতাবশত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞান; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অজ্ঞেয় Bengali definition [অগ্‌গেঁয়ো] (বিশেষণ) জ্ঞানাতীত; জানা যায় না এমন (এ অজ্ঞেয় সৃষ্টি ‘আমি’ অজ্ঞেয় অদৃশ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞেয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অজ্ঞেয়বাদ Bengali definition অজ্ঞান
  • Bengali Word অজয় Bengali definition [অজয়্‌] (বিশেষ্য) ১ জয়ের অভাব। ২ পরাজয়।  (বিশেষণ) অজেয়; জয় করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+জয়; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অঝর, অঝোর Bengali definition [অঝর্, অঝোর্] (বিশেষণ) ১ অবিশ্রান্ত; অবিরাম। ২ অজস্রধারাবর্ষী (বড়ায়ি বড়ায়ি বুলি অঝর নয়নে-ঘনরাম চক্রবর্তী)। অঝরে, অঝোরে ক্রি(বিশেষণ)(অঝরে ঝরিল অশ্রু নিস্পন্দ নয়নে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অজস্র অথবা অজস্রধার> অজ্ঝোর>}
  • Bengali Word অঞ্চল Bengali definition [অন্‌চল্] (বিশেষ্য) ১ আঁচল; বস্ত্রপ্রান্ত (ভীরু ভয়ে লুকায় অঞ্চলে-কাজী নজরুল ইসলাম)। ২ দেশের অংশ বিশেষ; এলাকা(পাহাড় অঞ্চল; মরু অঞ্চল)। ৩ আবরণ (কেন গো বসন ফেল, ঘুচাও অঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ প্রান্তভাগ (নয়নক অঞ্চল চঞ্চল ভাণ –বিদ্যাপতি)। অঞ্চল প্রভাব (বিশেষ্য) স্বামীর উপর স্ত্রীর কর্তৃত্ব বা প্রভাব (আজকাল অঞ্চল প্রভাব অতীব প্রবল-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) √অঞ্চ্+অল(অলচ্)}
  • Bengali Word অঞ্চিত Bengali definition [ওন্‌চিতো] (বিশেষণ) ১ বক্র করা হয়েছে এমন; বাঁকানো (অধরের অঞ্চিত কার্মুক-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ পূজিত (বিরিঞ্চি-অঞ্চিত পদ দিলা বলি মাথে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ উত্থিত; শিহরিত (রোমাঞ্চিত)। ৪ গ্রথিত। ৫ ভূষিত। অঞ্চিতভ্রূ (বিশেষণ) বক্র ভ্রূ-বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √অঞ্চ্+ত(ক্ত)}
  • Bengali Word অঞ্জন, আঞ্জনা Bengali definition [অন্‌জন্, আন্‌জন্] (বিশেষ্য) ১ সুর্মা; কাজল (আমার চোখে অঞ্জন বুলিয়ে গেল-কাজী নজরুল ইসলাম; আঞ্জন-মন্দির সম পাপকারী কুন্ডাধম, পরশে লাগায় কালি অঙ্গে-দৌকা)। ২ মালিন্য; কালিমা (নিরঞ্জন)। ৩ আয়ুর্বেদ মতে বিবিধ ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন, নীলাঞ্জন)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জ্+অন(ল্যুট্)}
  • Bengali Word অঞ্জনি Bengali definition [অন্‌জোনি] (বিশেষ্য) ক্ষুদ্র ব্রণ বিশেষ (শরীরে অঞ্জনি যেন পুত্র কুপন্ডিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জনিকা>}
  • Bengali Word অঞ্জনিকা Bengali definition [অন্‌জোনিকা] (বিশেষ্য) আঁজনাই; নেত্ররোগ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত)√+অঞ্জ্+অন(ল্যুট্)+ক(কন্)+ আ(টোপ্‌)}
  • Bengali Word অঞ্জলি Bengali definition [অন্‌জোলি] (বিশেষ্য) যুক্তকর; করজোড় (অঞ্জলি করিয়া গৌরী কহিলা শঙ্করে-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ আঁজল; করপুট (ভীরু বাসনার অঞ্জলিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ভজনা; সেবা; মান্য (ব্রহ্মা আদি দেব যাঁরে করেন অঞ্জলি-শঙ্করে-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)।৪ যুক্ত করে প্রদত্ত পুস্প ইত্যাদি নৈবেদ্য। অঞ্জলিয়া অসমাপিকা ক্রিয়া (অশোক রোমাঞ্চিত মঞ্জুরিয়া দিল তার সঞ্চয় অঞ্জরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। অঞ্জলিপুট, অঞ্জলিবন্ধ (বিশেষ্য) করপুট; আঁজলা। অঞ্জলিপুটে (ক্রিয়া (বিশেষণ))যুক্তকরে; বিনীতভাবে (কহিগো অঞ্জলিপুটে-শঙ্করে-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। অঞ্জলিবদ্ধ (বিশেষণ) যুক্তকর; বদ্ধাঞ্জলি (অঞ্জলিবদ্ধ হস্ত)। অঞ্জলিবন্ধন (বিশেষ্য) আঁজলাকরণ; করপুট গঠন। {(তৎসম বা সংস্কৃত)√অঞ্জ্(দীপ্তি পাওয়া)+অলি(অলিচ্)}
  • Bengali Word অট Bengali definition অট(বিশেষ্য), অটবী [অটোবি] (বিশেষ্য) ১ বন; অরণ্য (অটবী বায়ুবশে উছাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃক্ষ; বিটপী (ঝড়ে ভেঙ্গে গেছে বিরাট অটবী-আতাউর রহমান)।{(তৎসম বা সংস্কৃত) √অট্+(বিচরণ করা)+অবি+, ঈ(ঙীপ্)}
  • Bengali Word অটনি, অটনী Bengali definition [অটোনি] (বিশেষ্য) ধনুকের অগ্রভাগ; ধনুকের কোটি (রাজা রুষ্ট হইয়া অটনী দ্বারা তাঁহার স্কন্ধে মৃত সর্প ক্ষেপণ করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √অট্(গমন করা)+অনি,+ঈ(ঙীপ্)}
  • Bengali Word অটল Bengali definition [অটল্] (বিশেষণ) ১ নিশ্চল; স্থির; অচঞ্চল (পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃঢ় (অটল অচল যথা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√টল্+অ (অচ); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অটাল Bengali definition [অটাল্] (বিশেষ্য) অস্থান; কুস্থান (সে কোন অটালে গিয়ে পড়বে)। {বা. অ+টাল(স্থান); (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অটুট Bengali definition [অটুট্] (বিশেষণ) ১ অভগ্ন; আস্ত; সম্পূর্ণ। ২ নিখুঁত; ত্রুটিহীন। {(তৎসম বা সংস্কৃত) অত্রুটি>;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অটো ১ Bengali definition [অটো] (বিশেষ্য) গন্ধদ্রব্য বিশেষ; আতর। {ই.otto}
  • Bengali Word অটো ২ Bengali definition [অটো] (বিশেষণ) ইঞ্জিনচালিত(অটোরিকশা)। {ই.auto}
  • Bengali Word অটোগ্রাফ Bengali definition [অটোগ্রাফ্] (বিশেষ্য) স্বহস্তলেখ; হাতের লিখন। {ই.autograph}
  • Bengali Word অট্ট Bengali definition [অট্‌টো] (বিশেষণ) উচ্চ (অট্ট গরজে অম্বর ভরি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অট্ট অট্ট, অট্টট্ট (বিশেষ্য) অতি উচ্চ বা বিকট হাসি (অট্ট অট্ট হাসিছে-ভারতচন্দ্র রায় গুণাকর)। অট্টনাদ, অট্টনিনাদ, অট্টরব, অট্টরোল (বিশেষ্য) অতি উচ্চ ধ্বনি(যেন এ লক্ষ যক্ষশিশুর অট্টরোল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অট্টহাস, অট্টহাসি, অট্টহাস্য (বিশেষ্য) অতি উচ্চ বা বিকট হাসি। {(তৎসম বা সংস্কৃত)√অট্ট্+অ(অচ্)}