Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হাতা ১ Bengali definition [হাতা] (বিশেষ্য) ১ বাটিযুক্ত দীর্ঘ সরু দন্ডবিশেষ; দীর্ঘ হাতলযুক্ত বাটি; দর্বি(ইচ্ছে যে করে উহাদের মুখে হাতা পুড়াইয়া দাগে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) হস্ত> (বাংলা) হাত+আ}
  • Bengali Word হাতা ২ Bengali definition [হাতা] (বিশেষ্য) ১ জামার আস্তিন (ফুল-হাতা জামা)। ৩ বাঘ প্রভৃতির নখরযুক্ত সম্মুখের পদ; থাবা। ফুল-হাতা (বিশেষণ) কব্জি পর্যন্ত হাতাবিশিষ্ট। হাফ -হাতা (বিশেষণ) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) হস্ত> (বাংলা) হাত+আ}
  • Bengali Word হাতা ৩, হাথা Bengali definition [হাতা, হাথা] (বিশেষ্য) ১ সীমা; এলাকা; গৃহসংলগ্ন বেষ্টিত স্থান (বাড়ীর হাতা)। ২ (আলঙ্কারিক) দখল; অধিকার। {(আরবি) ইহতাহু > হাতা (আদিস্বরলোপে)}
  • Bengali Word হাতা ৪ Bengali definition [হাতা] (বিশেষ্য) প্রতিবন্ধক; বাধা (হতে এলি হাতা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) হন্তা>হাতা}
  • Bengali Word হাতাঞা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হাথায়াঁ] (অসমাপিকা ক্রিয়া) হস্তগত করে (দুর্বলা হাথাঞা তায়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {হাতানো>হাথানো}
  • Bengali Word হাতানো Bengali definition [হাতানো] (ক্রিয়া) ১ হাত দিয়ে নেড়েচেড়ে দেখা। ২ হস্তগত করা; অধিকার করা। ৩ আত্নসাৎ করা; অপহরণ করা। ¨ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {হাত+ আনো}
  • Bengali Word হাতাহাতি Bengali definition [হাতাহাতি] (বিশেষ্য) হাত দিয়ে মারামারি। {হাত+আ, হাত+ই; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word হাতি, হাতী Bengali definition [হাতি] (বিশেষ্য) ১ হস্তী; গজ; করী। ২ (আলঙ্কারিক) অত্যন্ত স্থুলকায় ব্যক্তি; খুব মোটা লোক।হাতি পোষা (ক্রিয়া) (আলঙ্কারিক) অত্যন্ত ব্যয়সাধ্য কাজ করা। হাতির খোরাক (বিশেষ্য) (আলঙ্কারিক) প্রচুর ব্যয়; বিরাট খরচ। হাতির পাঁচ পা দেখা (ক্রিয়া) অতিশয় বাড়াবাড়ি করা। হাতির ভোগে/ হাতির মুখে দূর্বা ঘাস (বিশেষণ) যেখানে প্রভূত ভোজ্যের প্রয়োজন সেখানে অল্প খাদ্যের আয়োজন। হাতি শাল (বিশেষ্য) পিলখানা; হাতির আস্তাবল। হাতি-শুড় (বিশেষ্য) একপ্রকার গুল্ম যার ফুলের মঞ্জরি হাতির শুঁড়ের মতো। দুয়ারে হাতি বাঁধা থাকা (ক্রিয়া) অত্যন্ত ধনী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) হস্তিন্‌>}
  • Bengali Word হাতিয়ার Bengali definition [হাতিয়ার্‌] (বিশেষ্য) ১ হাতে বহন করা যায় এমন অস্ত্রশস্ত্র। ২ শিল্পসাধন যন্ত্র; হস্ত দ্বারা ব্যবহারযোগ্য যন্ত্রপাতি। ৩ প্রয়োজনীয় অস্ত্রাদি (প্রাচীন শাস্ত্রকেই তারা সংগ্রামের হাতিয়ার তৈয়ার করেন-আনিসুজ্জামান)। {(তৎসম বা সংস্কৃত) হস্ত>হাত+ (তৎসম বা সংস্কৃত) অস্ত্র>আর; (তুলনীয়) (হিন্দি) হথিয়ার}
  • Bengali Word হাতুড়ি, হাতুড়ী Bengali definition [হাতুড়ি] (বিশেষ্য) লোহার ছোট মুগুর যা দিয়ে পেরেক প্রভৃতি পিটানো বা ঠোকা হয় (তোমার হুকুমে হাতুড়ি হাঁকাই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {হাতমুগুর>}
  • Bengali Word হাতুড়ে, হাতুড়িয়া Bengali definition [হাতুড়ে, হাতুড়িয়া] (বিশেষণ) আনাড়ি বা অশিক্ষিত চিকিৎসক (তাহাকে হইতে হয় পাড়াগাঁযের হাতুড়ে ডাক্তার -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য) অশিক্ষিত; আনাড়ি; অনভিজ্ঞ। {হাত+উড়িয়া>হাতুড়িয়া>হাতুড়ে}
  • Bengali Word হাতে-নাতে Bengali definition হাত
  • Bengali Word হাতড়ানো Bengali definition হাত
  • Bengali Word হাথা Bengali definition হাতা১, হাতা২
  • Bengali Word হাথান Bengali definition [হাথানো] (ক্রিয়া) হস্তগত করা। {হাতানো>হাথানো}
  • Bengali Word হাথাড়িয়া Bengali definition [হাথাড়িয়া] (অসমাপিকা ক্রিয়া) হাতড়িয়ে (দেখিতে না পায় ইন্দ্র হাথাড়িয়া ইনি-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) হস্ত>হাত>হাতড়াইয়া}
  • Bengali Word হাদিস, হদিস ২, হাদিছ Bengali definition [হাদিস্‌] (বিশেষ্য) মুসলিমদের অনুসৃত হজরত মুহাম্মদের (সা.) নির্দেশ, কর্ম ও আচরণসমষ্টি। তাঁর অনুমোদিত বাক্য ও কার্য হাদিস নামে পরিচিত। {(আরবি) হাদিছ}
  • Bengali Word হানা ১ Bengali definition [হানা] (ক্রিয়া) ১ আক্রমণ করা।২ ছোড়া; নিক্ষেপ করা (অস্ত্র হানা)। ৩ মারা; হনন করা; হত্যা করা; বধ করা। ¨ (বিশেষ্য) ১ আক্রমণ (এবার আসিলে হানা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ খানাতল্লাশি; গ্রেপ্তার করার জন্য আগমন (পুলিশের হানা)। ¨ (বিশেষণ) অপদেবতাদের দ্বারা আক্রান্ত বা অধিকৃত (হানাবাড়ি)। হানাদার (বিশেষণ) আক্রমণকারী; অন্যায়ভাবে আক্রমণকারী (যেন কোন হানাদার দূর্গ আক্রমণ করেছে-ওবায়েদুল হক)। হানাবাড়ি (বিশেষ্য) ভূত প্রেত অপদেবতার আশ্রয়স্থল। হানাহানি (বিশেষ্য) আঘাত-প্রত্যাঘাত; আক্রমণ প্রতি-আক্রমণ। {হান+আ+হান+ই; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word হানা ২ Bengali definition [হানা] (বিশেষ্য) ১ কন্ঠ; গলদেশ; বাহু। ২ জিন; গদি (রত্ন ভরা খুঙ্গীপুথি ঘোড়ার হানায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) হুন্‌ক}
  • Bengali Word হানাফি, হানিফি Bengali definition [হানাফি,হানিফি] (বিশেষ্য) ইমাম আবু হানিফার মতাবলম্বী মুসলিম (দুনিয়ার অধিকাংশ মুসলমান হানাফী মযহাব অনুসরণ করে। হানিফী ওহাবী ফেল্‌ রে ভাঙ্গিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) হানিফাহ}
  • Bengali Word হানি Bengali definition [হানি] (বিশেষ্য) ১ ক্ষতি; অপচয়; লোকসান (তাহাতে হানি কি)। ২ দোষ-ক্রুটি। ¨ (বিশেষণ) নাশ (প্রাণহানি)। হানিকর, হানিজনক (বিশেষণ) ১ ক্ষতিকর। ২ বিনাশক। {(তৎসম বা সংস্কৃত) √হা+তি(ক্তি)}
  • Bengali Word হানিফি Bengali definition হানাফী
  • Bengali Word হানো, হান Bengali definition [হানো] (ক্রিয়া) ১ নিক্ষেপ করো; মারো (হান রহিমার বুকে তোমার শাণিত অস্ত্র-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত) √হা+ (বাংলা) আনো}
  • Bengali Word হাপর Bengali definition [হাপোর্‌] (বিশেষ্য) ১ চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য নলসংযুক্ত চামড়ার তৈরি থলি; ভস্ত্রা (রেতো তার হাপর ঠেলতে ঠেলতে তাকে একবার আড়নয়নে দেখে নিল-কাজী নজরুল ইসলাম)। ২ জেলেদের মাছ জিইয়ে রাখার আধারবিশেষ। ৩ যেখানে বীজ অঙ্কুরিত হয়। {(তৎসম বা সংস্কৃত) খর্পর>}
  • Bengali Word হাপরানো Bengali definition [হাপ্‌রানো] (ক্রিয়া) তরল খাদ্য সশব্দে খাওয়া। ¨ (বিশেষ্য) উক্ত অর্থে। {√হাপরা>}
  • Bengali Word হাপিত্যাশ Bengali definition হা
  • Bengali Word হাপু Bengali definition [হাপু] (বিশেষ্য) দুশ্চিন্তা; ভাবনা; প্রমাদ; হাহুতাশ (মালিনী বলিছে বাপু এত কেন ভাব হাপু-ভারতচন্দ্র রায়গুণাকর)। {হাঁপ>}
  • Bengali Word হাপুতা, হাপুতি, হাপুতী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হাপুতা, হাপুতি, হাপুতী] (বিশেষণ) অপুত্রক বা পুত্রহীনা (হাপুতির পুত্র যেন দরিদ্রের কড়ি-কাশীরাম দাস)। হাপুতিনী (বিশেষণ) মৃত কন্যার জন্য শোকাতুরা। হাপুত (পুংলিঙ্গ)। {হা+ (তৎসম বা সংস্কৃত) পুত্র>পুত+আ,ই,ঈ}
  • Bengali Word হাপুস ১ Bengali definition [হাপুশ্‌] (অব্যয়) হাপরানোর শব্দ(হাপুস হাপুস করে খাওয়া)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হাপুস ২ Bengali definition [হাপুশ্‌] (বিশেষণ) বাস্পাচ্ছন্ন; অশ্রুপূর্ণ(হাপুস নয়ন)। হাপুস নয়নে (বিশেষ্য) অশ্রুপূর্ণ নয়নে (হাপুস নয়নে কাঁদিতে লাগিলেন-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সবাস্প>(বর্ণবিপর্যয়ে)বাপস>}